২২ জুলাই ২০২৩, শনিবার, ১২:২২

ভারতীয় পত্রিকার খবর

বাংলাদেশে রাজনৈতিক সঙ্কট তীব্রতর

কলকাতা থেকে প্রকাশিত দ্য স্টেটসম্যান পত্রিকা জানাচ্ছে যে বাংলাদেশে রাজনৈতিক সঙ্কট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তিন মাস পরে হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ সরকারের তত্ত্বাবধানে নয়, হোক একটি নিরপেক্ষ, কেয়ারটেকার সরকারের অধীনে- এই দাবিতে বিএনপির নেতৃত্বে সব বিরোধী দল একাট্টা হচ্ছে বলে খবর প্রকাশ করেছে এই পত্রিকাটি। গত এক সপ্তাহে নির্বাচনী সংঘর্ষে একজনের মৃত্যু এবং বেশ কয়েক জনের আহত হওয়ার খবরের পর এই দাবি জোরদার হয়েছে।

উল্লেখ্য, এই দাবি সংবিধান পরিপন্থী নয়-তাও বলছে বিরোধী দলগুলো। ১৯৯৬ সালে যখন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি) ক্ষমতায় ছিল তখন মূলত আওয়ামী লীগের দাবিতেও সংবিধানের ত্রয়োদশ সংশোধনীটি গৃহীত হয়ে কেয়ারটেকার সরকার দ্বারা নির্বাচন করানোর ধারাটি অনুমোদিত হয়। নির্বাচনে বিএনপিকে পরাজিত করে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। তারা ক্ষমতায় আসার পর সুপ্রিম কোর্টের একটি আদেশে সংবিধানের ১৩ নম্বর সংশোধনীটি বাতিল হয় এবং পঞ্চদশ সংশোধনী গৃহীত হয়।

বিএনপি ২০১৪ সালের জাতীয় নির্বাচন বয়কট করে। এর ফলে তারা মূল রাজনীতির অনেকটা বাইরে চলে যায়। ২০১৮ সালের নির্বাচনে তারা সংসদে ৩৫০টি আসনের মধ্যে মাত্র সাতটি অধিকার করায় সমস্যা ঘনীভূত হয়। বিএনপি এবারের নির্বাচনে সমমনা বিরোধী দলগুলোকে একই ছাতার তলায় এনে কেয়ারটেকার, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করানোর দাবিতে সরব হয়েছে। আওয়ামী লীগ নির্বাচন কমিশনকে যথেষ্ট স্বচ্ছ ও নিরপেক্ষ দাবি করে তাদের তত্ত্বাবধানে নির্বাচন করাতে চায়।

কিন্তু, আন্তর্জাতিক মহলের চাপ এবং দেশ-বিদেশে সমালোচনায় বিপর্যস্ত আওয়ামী লীগ সরকার এক গভীর সঙ্কটে উপনীত। দ্য স্টেটসম্যান ‘ক্রাইসিস ব্রাজ’ শীর্ষক নিবন্ধে বাংলাদেশের নির্বাচন নিয়ে এই গভীর সঙ্কটের আভাস দিয়েছে।

https://www.dailynayadiganta.com/first-page/764089