২২ জুলাই ২০২৩, শনিবার, ১২:১৩

ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫৬ জনে

সারাদেশের ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে আরও ৮৯৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে ছয় হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। এই সময়ে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৬ জনে।

গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে আরও ৮৯৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৪০৩ জন ঢাকায় চিকিৎসাধীন। বাকি ৪৯৩ জন রাজধানীর বাইরে চিকিৎসা নিচ্ছেন। এই সময়ে নতুন করে একজনের। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৬ জনে।
বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ছয় হাজার ৭৬ জন ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিন হাজার ৫৬০ জন। এছাড়া ঢাকার বাইরে দুই হাজার ৫১৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে ১৪ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৮ হাজার ৪৪৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২২ হাজার ২১১ জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১৫৬ জন।

প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ২০২২ সালে ডেঙ্গু নিয়ে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরমধ্যে গত বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ২৮১ জন মারা গেছেন।
খুলনাসহ ৯ জেলায় একদিনে

ডেঙ্গু রোগী ভর্তি ৬৮
খুলনা ব্যুরো : সরকারি হিসাব অনুযায়ী গত একদিনে (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) খুলনা বিভাগের ৯ জেলা ও খুমেক হাসপাতাল মিলে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৬৮ জন। এ পর্যন্ত খুলনা বিভাগের ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৮৪০ জন এবং মৃত্যু হয় ৩ জনের। বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় আছে ২২৮ জন। এই পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৮০ জন। একই সময়ে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র মতে, গত একদিনে খুলনা বিভাগের ৯ জেলা ও খুমেক হাসপাতাল মিলে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৬৮ জন। এর মধ্যে খুমেক হাসপাতালে ভর্তি হয় ১৫ জন। এছাড়া নতুন করে একদিনে ডেঙ্গু রোগী ভর্তির মধ্যে খুলনায় ২ জন, বাগেরহাটে ৮ জন, সাতক্ষীরায় ৭ জন, যশোরে ১০ জন, ঝিনাইদহ, মাগুরা ও কুষ্টিয়ায় ৭ জন করে, নড়াইলে ৪ জন ও মেহেরপুরে একজন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৮৪০ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯২ জন। বর্তমানে খুলনা বিভাগের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন ২২৮ জন। এই পর্যন্ত খুলনা বিভাগের মধ্যে খুমেক হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৮০ জন। এখন পর্যন্ত বিভাগের মধ্যে সর্বোচ্চ ভর্তি এই হাসপাতালে। ডেঙ্গুতে মারা যান একজন। খুমেক হাসপাতালের পরিচালক ডা. রবিউল হাসান বলেন, প্রতিদিনই ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। দিনকে দিন ডেঙ্গু রোগী ভর্তির পরিমাণও বাড়ছে। সেই সাথে সাধারণ রোগীর চাপও বেড়েছে। এইভাবে ডেঙ্গু রোগী বাড়তে থাকলে পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হবে। এই জন্য মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও মশক নিধন কার্যক্রম জোরদার করতে হবে। তা না হলে সামনে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ দিকে যাবে।

চট্টগ্রামে আরও ৩১ ডেঙ্গু আক্রান্ত
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে গতকাল শুক্রবার ২৪ ঘন্টায় ডেংগু আক্রান্ত হয়েছে আরও ৩১ জন।চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূএ বলছে, সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে আরও ৩১ জন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেংগু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮০জনে। এছাড়া শুরু থেকে এখন পর্যন্ত ডে্গংতে প্রাণ হারিয়েছেন ২১ জন। গতকাল বিভিন্ন হাসপাতালে মোট ডে্গংু রোগী ভর্তি ছিল ১৯৭ জন।

https://dailysangram.info/post/530599