১৩ জুলাই ২০২৩, বৃহস্পতিবার, ১২:২৭

২৪ ঘণ্টায় হাসপাতালে ১২ শতাধিক নতুন ডেঙ্গু রোগী ভর্তির রেকর্ড

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ২৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সংখ্যা এ বছর একদিনে সর্বোচ্চ। তাদের নিয়ে এ বছর হাসপাতালে যাওয়া রোগীর সংখ্যা ১৬ হাজার ছাড়িয়ে গেল। এইডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের প্রাণ গেছে। তাতে এই বছর এপর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৮।

এডিস মশার আশঙ্কাজনক বিস্তারের কারণে এবার ডেঙ্গু ভয়াবহ রূপ নেবে বলে বিশেষজ্ঞরা শঙ্কা প্রকাশ করে আসছিলেন। সেই ধারায়ই রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এবছর গতকালের আগের দিন মঙ্গলবারই প্রথমবারের মতো দিনে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হাজার ছাড়িয়েছে। সেদিন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৫৪ জন। মৃত্যু হয়েছিল ৭ জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে যে ১২৪৬ জন রোগী ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ৭০৯ জন ঢাকায় এবং ৫৩৭ জন ঢাকার বাইরের।

নতুন ভর্তি রোগীদের নিয়ে এ বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ হাজার ১৪৩ জনে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৭৯১ জন রোগী। এদের মধ্যে ঢাকায় ২৫৩০ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১২৬১ জন। জুন মাসে ৫ হাজার ৯৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, মৃত্যু হয়েছিল ৩৪ জনের। জুলাইয়ের প্রথম ১২দিনেই সেই সংখ্যা পেরিয়ে গেছে। জুলাইয়ের প্রথম ১২ দিনে ৮১৬৫ জন রোগী হাসপাতালে ভর্তির পাশাপাশি মৃত্যু হয়েছে ৪১ জনের।

মাসের হিসাবে জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে ১০৩৬ জন এবং জুন মাসে ৫৯৫৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুজন, মে মাসে দুজন এবং জুন মাসে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ বছর এইডিস মশা শনাক্তে চালানো জরিপে ঢাকায় মশার যে উপস্থিতি দেখা গেছে, তাকে ঝুঁকিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় সামনে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার আশঙ্কা করেছেন তারা।

গত মঙ্গলবার সংবাদিক সম্মেলনে বর্ষা পূববর্তী জরিপের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঢাকার ১২৯টি ওয়ার্ডের মধ্যে ৫৫টিতে ডেঙ্গু রোগের জীবাণুবাহী এইডিস মশার ঝুকিপূর্ণ উপস্থিতি পাওয়া গেছে। এ অবস্থায় ঢাকায় ডেঙ্গু ছড়িয়ে পড়ার ঝুঁকি অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর যাদের মৃত্যু হয়েছে, তাদের প্রায় সবাই ডেঙ্গু হেমোরেজিক ফিভারে ভুগছিলেন এবং শক সিনড্রোমে মারা গেছেন।

এইডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত বছর ৬২ হাজার ৩৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে রেকর্ড ২৮১ জনের মৃত্যু হয়। এর আগে ২০১৯ সালে দেশের ৬৪ জেলায় এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে গিয়েছিলেন, যা এ যাবৎকালের সর্বোচ্চ। সরকারি হিসাবে সে বছর মৃত্যু হয়েছিল ১৭৯ জনের।

সিলেটে ডেঙ্গু রোগীর সংখ্যা একশ ছাড়ালো

সিলেট ব্যুরো: সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে তিনজন সিলেট, চারজন হবিগঞ্জের ও একজন মৌলভীবাজারের বাসিন্দা। এ নিয়ে বিভাগে ১০৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৭৫ জন, সুনামগঞ্জ জেলার ১২ জন, হবিগঞ্জের ৮ জন ও মৌলভীবাজারের ৮ জন বাসিন্দা। আক্রান্তদের মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬ জন। গতকাল বুধবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয়ের দেয়া তথ্য অনুয়ায়ী, সিলেটে চলতি মওসুমে ডেঙ্গুতে মৃত্যু না হলেও এ বছর জানুয়ারি থেকে জুলাই এর ১২ তারিখ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০৩ জন। এরই মধ্যে নগরীর বিভিন্ন স্থানে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় সিলেটে ডেঙ্গুঝুঁকি ক্রমশ বেড়ে চলেছে। সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্যবিভাগের অভিযানে নগরীর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে নির্মাণাধীন ক্যান্সার ভবনে প্রচুর পরিমাণে এডিসের লার্ভা পাওয়া যায়। এছাড়া রাগীব রাবেয়া হাসপাতাল এলাকা, নগরীর ৪, ১০ ও ২৬ নং ওয়ার্ডের কয়েকটি জায়গাও এডিসের লার্ভার সন্ধান পেয়েছে বলে জানান সিসিকের পরিচ্ছন্নতা বিভাগের কর্মচারীরা। যদিও সাথে সাথে সেসব লার্ভা ধ্বংস করা হয়েছে। এরপরও সিলেটজুড়ে ডেঙ্গু আতঙ্ক বেড়েই চলেছে।

গাজীপুরে ডেঙ্গু বাড়ছে: ভর্তি ৫৫ চিকিৎসা৮৮
স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। জেলার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে মোট ৫৫জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে। এ যাবৎ এ মাসে মোট ৮৮ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিয়েছেন।

টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের পরিচালক মো. জাহাঙ্গীর আলম জানান, তার হাসপাতালে প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এ হাসপাতালে বুধবার ৩৩ জন ডেঙ্গুরোগী ভর্তি আছে। তাদের মধ্যে পুরুষ ২২ জন এবং মহিলা ১১ জন। জুলাইয়ের ১১ তারিখ পর্যন্ত এ হাসপাতালে ৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নেন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. আমিনুল ইসলাম জানান, তার হাসপাতালে মোট ভর্তি রয়েছে ২২জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ১৯ জন পুরুষ ও ৩ জন মহিলা। এ মাসে তার হাসপাতালে মোট ৪২ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়ে চিকিৎসা নেন।

গাজীপুরের সিভিল সার্জন ডা. মোঃ খায়রুজ্জামান জানান, ডেঙ্গু রোগ প্রতিরোধে ও মোকাবেলায় জেলায় নানা প্রস্তুতি নেয়া হচ্ছে। এব্যাপারে জনসচেতনতার জন্য আমরা লিফলেট বিতরণ, কাউন্সিলিং ও অবহিতকরণ সভার মাধ্যমে প্রচারণা চালাচ্ছি। এছাড়া ডেঙ্গু রোগীর জন্য হাসপাতাল গুলোতে পর্যাপ্ত ঔষধসহ অতিরিক্ত বেড ও কর্ণার স্থাপন করে প্রস্তুত রাখা হয়েছে।
লার্ভা পেলে আইনগত ব্যবস্থা

গাজীপুর : গাজীপুর সিটিতে ডেঙ্গু রোগ নিধন/প্রতিরোধে বাসা ও অফিসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হবে। এক্ষেত্রে কোথাও ডেঙ্গু রোগের লার্ভা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরণ।

গতকাল বুধবার দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে ডেঙ্গু ও চিকনগুনিয়া বিষয়ক মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেছেন মেয়র।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এএসএম সফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মো. শাহীন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো. জিসানুল হক, কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল ও নুরুল ইসলাম নুরু প্রমুখ।

খুমেক হাসপাতালে ২২ জন ডেঙ্গু রোগী ভর্তি
খুলনা ব্যুরো : খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে ৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালে মোট ২২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। আর গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুভাষ রঞ্জন হালদার জানান, চলতি বছরে খুলনায় সর্বমোট ৯৮ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। গত ২৪ ঘন্টায় ১০ জন রোগী ভর্তি হয়। বর্তমানে হাসপাতালে ২২ জন রোগী ভর্তি রয়েছে।
বগুড়ায় ডেঙ্গু আক্রান্ত
বৃদ্ধের মৃত্যু

বগুড়া অফিস: বগুড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক বৃদ্ধ মারা গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃদ্ধের নাম হাফিজার রহমান। ৭৫ বছর বয়সী হাফিজার নন্দীগ্রাম উপজেলার কুমিড়ার বাসিন্দা। সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা : শফিক আমিন কাজল এতথ্য নিশ্চিত করেছেন। ডা: কাজল জানান, গত বুধবার হাফিজার রহমানের জ্বর আসে। তিনি শনিবার বগুড়া শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি হন। সেখানে পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়।
আরও আক্রান্ত ৯৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে গতকাল বুধবার ২৪ ঘণ্টায় ডেংগু আক্রান্ত হয়েছে আরও ৯৯ জন। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্র বলছে, সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে আরও ৪৫ জন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেংগু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১১৩জনে। এছাড়া শুরু থেকে এখন পর্যন্ত ডেংগুতে প্রাণ হারিয়েছেন ১৩ জন। গতকাল বিভিন্ন হাসপাতালে মোট ডেংগু রোগী ভর্তি ছিল ২৫৩ জন।

মশার লার্ভা পাওয়ায় ৯২ হাজার টাকা জরিমানাÑ মশার লার্ভা পাওয়ায় ১২ ভবন মালিকপক্ষকে মোট ৯২ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার দক্ষিণ খুলশিতে পরিচালিত অভিযান সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম জানান, খুলশি ভি আইপি আবাসিক এলাকার মতো অভিজাত এলাকায়ও অসচেতনতার কারণে জমে থাকা পানিতে মশার প্রজনন হচ্ছে। এমনকি কয়েকজন চিকিৎসকের বাড়ি ও স্বনামধন্য প্রতিষ্ঠানের ভবনেও জমে থাকা পানিতে লার্ভা পেয়েছি আমরা। নাগরিকদের সচেতনতা ছাড়া ডেংগু নির্মূল সম্ভব নয়। নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

https://dailysangram.info/post/529783