৪ জুলাই ২০২৩, মঙ্গলবার, ১১:২২

সিলেটে ওসমানী হাসপাতালে পানি চিকিৎসাও চলছে

কয়েক দিন ধরেই টানা বৃষ্টিপাত হচ্ছে সিলেটে। এতে জলাবদ্ধতা দেখা দিয়েছে নগরে, বিভিন্ন স্থানে ডুবেছে সড়ক, বসতঘরে ঢুকেছে পানি।

জলাবদ্ধতায় সবচেয়ে করুণ অবস্থা সিলেট বিভাগের সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতালে পানি কম ঢুকলেও মেডিক্যাল কলেজ ভবনের দশা খুবই সঙ্গিন।
এ ভবনের নিচতলার প্রতিটি কক্ষে হাঁটু সমান পানি। হাসপাতালে আসা রোগীরা যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছে। তবে বিভিন্ন ভবনে পানি ঢুকলেও স্বাস্থ্যসেবা ব্যাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, রবিবার ওসমানী হাসপাতাল ও মেডিক্যাল কলেজে জলাবদ্ধতা দেখা দেয়।
এ সময়
মেডিক্যাল কলেজের ভেতরে পানি প্রবেশ করলেও হাসপাতালের আঙিনা ডুবে মেঝে ছুঁই ছুঁই করছিল পানি। এতে করে বিদ্যুতের সাবস্টেশন বন্ধ হয়ে বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা দেখা দেয়। তবে শেষ পর্যন্ত পানি ভেতরে প্রবেশ করেনি।

গতকাল সোমবারও দুপুর ২টা পর্যন্ত জলমগ্ন ছিল হাসপাতাল এলাকা।
পরিস্থিতি পরিদর্শনে আসেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। পানির কারণে তিনি গাড়ি নিয়ে ঢুকতে না পেরে কিছুটা পথ হেঁটে যান। সরেজমিনে গিয়ে পরিস্থিতি দেখার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ কালের কণ্ঠকে জানান, রবিবারের তুলনায় সোমবার জলাবদ্ধতা কম ছিল। হাসপাতালের দিকে পানি কম থাকলেও মেডিক্যাল কলেজের দিকে বেশি ছিল।

তাই চিকিৎসক ও ইন্টার্নদের হাসপাতালে চলাফেরায় সমস্যা হয়েছে।
তিনি বলেন, ‘জলাবদ্ধতার কারণে হাসপাতালের গাড়ি ব্যবহার করা সম্ভব হয়নি, তাই সিটি করপোরেশনের উঁচু গাড়ির সাহায্য নিয়ে চিকিৎসকরা হাসপাতালে কাজ করতে গেছেন।’
বৈরী পরিস্থিতিতেও হাসপাতালের কার্যক্রম ১ মিনিটের জন্যও ব্যাহত হয়নি বলে তিনি জানান

https://www.kalerkantho.com/print-edition/last-page/2023/07/04/1295323