২৬ এপ্রিল ২০১৭, বুধবার, ৮:৩৮

আসছে তাপদাহ!

বৃষ্টির দাপট কমে যাওয়ায় বাড়তে শুরু করেছে তাপমাত্রা। সারা দেশে বৃষ্টিপাত আর না হলে চলতি মাসের ২৮ তারিখের মধ্যে তাপমাত্রা বেড়ে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে চলে যেতে পারে। মাসের বাকি দিনগুলোতে তাপমাত্রা বেড়ে দাঁড়াতে পারে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে। এই ধারা অব্যাহত থাকলে মে মাসের মধ্যেই তাপমাত্রা তাপদাহে পৌঁছে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ড. আবদুল মান্নান মানবজমিনকে বলেন, প্রকৃতির তাপমাত্রা বেড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে তাকে আমরা তাপদাহ বলি। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এপ্রিল মাসের বাকি দিনগুলোতে তাপমাত্রা বেড়ে গেলেও ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। কিন্তু বৃষ্টিপাত আর না হলে আগামী মাসে এটা বেড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে তাপদাহ হতে পারে। তবে কালবৈশাখী ঝড় বা কিছুটা বৃষ্টি হলে সেটা প্রভাব ফেলবে এবং তাপমাত্রা কমিয়ে আনবে।

সাধারণত মে মাসে বৃষ্টির ঘনঘটা বেশি থাকে। এই মাসকে প্রাক বর্ষার মাস বলা হয়। তবে বৃষ্টিপাত ও তাপমাত্রার রেকর্ড থেকে দেখা যায়, সাধারণত যে বছর এপ্রিল মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সে বছর মে মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয়ে তাপমাত্রা অনেক বেড়ে গেছে। আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী ২০১৬ সালের এপ্রিল মাসে স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত ৫১ শতাংশ কম হয়েছে। পরবর্তী মে মাসে স্বাভাবিকের চেয়ে ৩১ শতাংশ বৃষ্টিপাত বেশি হয়েছে। ২০১৫ সালের এপ্রিল মাসে স্বাভাবিকের চেয়ে ৩০ শতাংশ বৃষ্টিপাত বেশি হয়েছে। মে মাসে স্বাভাবিকের চেয়ে ৩৮ শতাংশ কম বৃষ্টিপাত হয়ে তাপমাত্রা বেড়ে গেছে। ২০১২ সালের এপ্রিল মাসে স্বাভাবিকের চেয়ে ৩০ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। পরবর্তী মে মাসে ৪৭ শতাংশ কম বৃষ্টিপাত হয়ে তাপমাত্রা বেড়ে গেছে। এদিকে চলতি বছর দেশের কোনো এলাকায় আর বৃষ্টিপাত না হলেও স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাতের পরিমাণ থাকবে ৬৮ শতাংশ বেশি। যেহেতু পূর্বের বছরগুলোর চেয়ে চলতি বছর বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি এই হিসেবে বলা যায় আগামী মে মাসে বৃষ্টিপাতের পরিমাণ অনেক কম থাকবে এবং তাপমাত্রা বেড়ে তা তাপদাহে পৌঁছাবে।
আবহাওয়ার রিপোর্টে দেখা যায়, গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত রাঙামাটি ও সিলেট ছাড়া সারা দেশই বৃষ্টিহীনই ছিল। কোথাও ছিটেফোঁটাও বৃষ্টি হয়নি। আজও সিলেট ও ময়মনসিংহ ছাড়া কোথাও বৃষ্টিপাতের লক্ষণ দেখা যাচ্ছে না। এদিকে বৃষ্টি কমে যাওয়ায় বেড়েছে গরম। আগামী কয়েক দিন দাপট দেখাতে পারে এই উষ্ণতা। আবহাওয়া অধিদপ্তরের কন্ট্রল রুম থেকে জানানো হয়, হিমালয় থেকে আসা কিছুটা শুষ্ক ও শীতল পশ্চিমা বায়ুর সঙ্গে বঙ্গোপসাগর উপকূল থেকে আসা জলীয় বাষ্প মেশানো উষ্ণ পূবালি বায়ু মিলিত হওয়ায় বৃষ্টি হয়। গত কয়েকদিনে বাংলাদেশসহ আশপাশের এলাকার এই অস্বাভাবিক বৃষ্টিও পূবালি ও পশ্চিমা বায়ুর মিলনে হয়েছিল।
উল্লেখ্য, চলতি এপ্রিল মাসের ১৮ তারিখ থেকে ২৫শে এপ্রিল পর্যন্ত রাজধানী ঢাকায় মোট বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৫৮ মিলিমিটার। গড়ে প্রতিদিন বৃষ্টি হয়েছে ২২ দশমিক ৫৮ মিলিমিটার। তবে সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় বৃষ্টিপাত হয় ২৩ মিলিমিটার। একই সময়ে সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে কুমিল্লায়। সেখানে বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৬৯ মিলিমিটার। গতকাল সকাল ৬টার পর থেকে দুপুর ১২টায় পর্যন্ত শুধু রাঙামাটি ও সিলেটে বৃষ্টিপাত হয়েছে। এই ৬ ঘণ্টায় রাঙ্গামাটিতে ১০ ও সিলেটে ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া, কার্যত সারা দেশই বৃষ্টিহীন হয়ে গেছে।

http://www.mzamin.com/article.php?mzamin=62980&cat=6/