২৪ জুন ২০২৩, শনিবার, ৮:৫১

২০৫০ সালে ডায়াবেটিক রোগী দ্বিগুণ হবে

বিশ্বব্যাপী ডায়াবেটিসে আক্রান্ত প্রাপ্তবয়স্ক মানুষের সংখ্যা ২০৫০ সাল নাগাদ বর্তমানের দ্বিগুণেরও বেশি হবে। সাম্প্রতিক একটি গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, স্থূলতা ও অন্যান্য স্বাস্থ্য জটিলতা দ্রুত বৃদ্ধি পাওয়া এ সমস্যার জন্য দায়ী।
নতুন গবেষণাটির অনুমান অনুযায়ী, ২০২১ সালে ডায়াবেটিস আক্রান্ত মানুষ ছিল ৫২ কোটি ৯০ লাখ।
২০৫০ সাল নাগাদ তা হবে ১৩০ কোটি। অর্থাৎ সংখ্যাটি দ্বিগুণেরও বেশি হবে। আগামী ৩০ বছরে বিশ্বের কোনো দেশেই এ রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা কমার ইঙ্গিত নেই।

প্রসঙ্গত, বর্তমানে বিশ্বজুড়ে মৃত্যু ও শারীরিক অক্ষমতা সৃষ্টির শীর্ষ ১০টি কারণের অন্যতম ডায়াবেটিস।
গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে দ্য ল্যানসেট এবং দ্য ল্যানসেট ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রাইনোলজি জার্নালে। এতে বলা হয়, মোট আক্রান্তের মধ্যে ৯৫ শতাংশ রোগী টাইপ২ ধরনের ডায়াবেটিসে ভুগবে।

ডায়াবেটিসসংক্রান্ত মৃত্যু ও অক্ষমতার অর্ধেকেরও বেশি কারণের সঙ্গে উচ্চমাত্রার ‘বডি ম্যাস ইনডেক্স (বিএমআই)’-এর সম্পর্ক রয়েছে। বিএমআই মানুষের বয়স ও শরীরের আকৃতির সঙ্গে ওজনের সংগতির একটি নির্দেশক।

ডায়াবেটিসের সঙ্গে খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করার মাত্রা, ধূমপান ও অ্যালকোহল পানের মতো বিষয়গুলো যুক্ত।
যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভ্যালুশনের (আইএইচএমই) বিজ্ঞানী ও আলোচ্য গবেষণাটির লেখক লিয়ানে ওং বলেন, ‘গত ৩০ বছরে বিশ্বের প্রতিটি দেশ প্রথাগত খাদ্যাভ্যাস থেকে পরিবর্তনের দিকে গেছে। সম্ভবত তারা আরো বেশি ফল ও সবজি খাওয়ার অভ্যাস থেকে উচ্চমাত্রার প্রক্রিয়াজাত খাবারের দিকে ঝুঁকেছে।’

গবেষণায় আরো বলা হয়েছে, ২০৪৫ সালের মধ্যে বিশ্বের তিন-চতুর্থাংশ প্রাপ্তবয়স্ক ডায়াবেটিস রোগী থাকবে নিম্ন ও মধ্যম আয়ের দেশে। ল্যানসেটের আরেকটি স্বতন্ত্র গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ, হিসপানিক, এশীয় কিংবা আমেরিকান আদিবাসীদের মতো সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার হার দেড় গুণ বেশি।

জাতিসংঘ ভবিষ্যদ্বাণী করেছিল, ২০৫০ নাগাদ বিশ্বের জনসংখ্যা হবে ৯৮০ কোটি। অর্থাৎ তখন বিশ্বের প্রতি সাতজনে একজন কিংবা আটজনে একজন ডায়াবেটিসে আক্রান্ত হবে।

ল্যানসেটের সম্পাদকীয়তে বলা হয়েছে, ‘বিশ্ব ডায়াবেটিসের সামাজিক পরিস্থিতি বুঝতে ব্যর্থ এবং সত্যিকারের মাত্রা ও হুমকির ওপর মনোযোগ দিতে পারছে না। ডায়াবেটিস শতকের বড় নিয়ামক ব্যাধিতে পরিণত হতে যাচ্ছে।’ সূত্র : এএফপি


https://www.kalerkantho.com/print-edition/first-page/2023/06/24/1292896