২৪ এপ্রিল ২০১৭, সোমবার, ১১:৫৯

কাল রাত ৮টা পর্যন্ত বাড়লো হজ্ব নিবন্ধনের সময়

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় চলতি বছর হজ্ব¡ গমনেচ্ছুদের জন্য নিবন্ধনের সময়সীমা আগামীকাল মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ সময়ের মধ্যে প্রাক-নিবন্ধনের সিরিয়াল ১ লাখ ২৭ হাজার ২৮৮ পর্যন্ত হজ্ব¡যাত্রীগণ নিবন্ধন করতে পারবেন। ২৫ এপ্রিল মঙ্গলবারের পর অবশিষ্ট থাকলে তা পরবর্তী অপেক্ষমাণ তালিকা থেকে পূরণ করা হবে বলে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়।

গতকাল রোববার ধর্মমন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। গতকাল রোববার ছিল নিবন্ধনের শেষ সময়। গতকাল পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থায় সর্বমোট ১ লাখ ৯ হাজার ৭১৩ জন হজ্বযাত্রী নিবন্ধন করেছে। তাদের মধ্যে সরকারি ব্যবস্থায় ৩ হাজার ৫৫৮ জন এবং বেসরকারি ব্যবস্থায় ১ লাখ ৬ হাজার ১৫৫ জন নিবন্ধন করেছে। এ বছর সর্বমোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশী হজ্ব করতে পারবেন। তার মধ্যে ১০ হাজার সরকারি ব্যবস্থায় আর বেসরকারি ব্যবস্থায় ১ লাখ ১৭ হাজার ১৯৮ জন। গতকাল পর্যন্ত নিবন্ধনের পর নির্ধারিত কোটার ১৭ হাজার ৪৮৫ জন অবশিষ্ট রয়েছে। তার মধ্যে সরকারি ব্যবস্থায় ৬ হাজার ৪৪২ ও বেসরকারি ব্যবস্থায় ১১ হাজার ৪৩ জনের কোটা খালি রয়েছে। আগামীকাল মঙ্গলবারের মধ্যে এ কোটা পূরণ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। অন্যথায় অপেক্ষমাণদের থেকে এ কোটা পূরণ করা হবে।

http://www.dailysangram.com/post/281022-