২১ মে ২০২৩, রবিবার, ৫:০০

হজ ক্যাম্পে মশার যন্ত্রণায় অতিষ্ঠ হাজীরা

গতকাল শনিবার রাত থেকে শুরু হয়েছে হজ ফ্লাইট। এজন্য গতকাল সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে হজযাত্রীরা ঢাকার আশকোনার হজ ক্যাম্পে আসতে থাকেন। কিন্তু অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবে চললেও মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ওঠেন হজযাত্রীরা।
ইকবালুর রহিম নামে এক হজযাত্রী বলেন, হজ ক্যাম্পের সর্বত্রই মশা আর মশা। ডরমেটরি, মসজিদসহ সর্বত্রই মশা। মসজিদে নামাজ পড়তে গেলেও নাকে মুখে ঢুকে যাচ্ছে মশা। হজ ক্যাম্পের এক কর্মচারী বলেন, ক্যাম্পের আশপাশে জলাশয়, নালা ও খোলা জায়গা রয়েছে। এসব জায়গায় মশা উৎপন্ন হচ্ছে।

জানা যায়, ১৯ মে প্রধানমন্ত্রীর হজ কার্যক্রমের উদ্বোধনের দিনেও অতিথিসহ হজযাত্রীরা মশার ব্যাপক অত্যাচারের শিকার হন। হজ ক্যাম্পের পরিচালক মো: সাইফুল ইসলাম নয়া দিগন্তকে বলেন, হজ ক্যাম্পে প্রচুর মশা রয়েছে। সিটি করপোরেশন থেকে ব্যাপক ওষুধ দিলেও মশা কমছে না। হজযাত্রীরাও আমাদের কাছে এসে অভিযোগ করছেন।

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল যোবায়েদুর রহমান নয়া দিগন্তকে বলেন, হজ ক্যাম্পে মশা নিয়ন্ত্রণে একটি বিশেষ টিম কাজ করছে। তারা নিয়মিত ওষুধ প্রয়োগ করছে। তারপরও খোলামেলা জায়গা বেশি থাকায় পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

এদিকে হজ ক্যাম্পে হজযাত্রীদের সাথে কথা বলে জানা যায়, পবিত্র হজ পালনে যেতে পেরে তারা খুবই খুশি। ফেনী থেকে হজ ক্যাম্পে এসেছেন অবসরপ্রাপ্ত শিক্ষক মো: আবু হানিফ। তিনি বলেন, ২০২০ সালে হজে যেতে প্রাক নিবন্ধন করেছিলাম। কিন্তু করোনার কারণে দুই বছর বাংলাদেশ থেকে কেউ যেতে পারেনি। পরের বছর অর্ধেক লোক যাওয়ায় সিরিয়ালে পাইনি। মনে অনেক কষ্ট ছিল। বয়স বাড়ছে। আশঙ্কায় ছিলাম হজে যেতে পারবো কিনা। আল্লাহ সহায় হয়েছেন। এ বছর যেতে পারছি। রোববার সকাল ১০টায় ফ্লাইট। বেসরকারি একটি এজেন্সির মাধ্যমে হজে যাচ্ছি। এখনো ভিসার কাগজ ও টিকিট হাতে পাইনি। তবে এজেন্সি বলেছে সব হয়ে গেছে। আশা করি রাতের মধ্যেই হাতে পেয়ে যাব।

বেসরকারি হজ এজেন্সি মালিকদের সংগঠন হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম নয়া দিগন্তকে বলেন, এখনো পর্যন্ত সবকিছু ঠিক আছে। হজযাত্রীদের তেমন সমস্যা নেই। সমস্যা থাকলে আমাদের জানালে দ্রুতই ব্যবস্থা নিচ্ছি।

হজ অফিসের পরিচালক মো: সাইফুল ইসলাম বলেন, রাত ৩টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের ৩০০১ নম্বর ফ্লাইটে মোট ৪১৯ জন সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী যাচ্ছেন। সকাল ৭টা ৫ মিনিটে দ্বিতীয় ফ্লাইট ছেড়ে যাবে। তিনি বলেন, হজযাত্রীদের সেবায় আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছি। হজযাত্রীদের সেবায় কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি পুলিশ আনসার ও দুইশ’ স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে।

https://www.dailynayadiganta.com/first-page/749503