১৩ মে ২০২৩, শনিবার, ১২:১১

বিদ্যুতের ১৫ প্রকল্পেই ২৩ হাজার কোটি টাকা

দশ মেগা প্রকল্পেই ৬৪ হাজার কোটি টাকা

টাকা বরাদ্দের ছড়াছড়ি দেশের উন্নয়ন প্রকল্পগুলোতে। আগামী এক বছরের জন্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পসহ এই খাতের মোট ৫টি গুরুত্বপূর্ণ প্রকল্পে বরাদ্দ পেলো ২২ হাজার ৯৯১ কোটি ৮৭ লাখ টাকা, যা মোট বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) পৌনে ৯ শতাংশ। এই প্রকল্পগুলোর অর্থায়নের বড় অংশ অর্থাৎ ১৬ হাজার ২৮৮ কোটি টাকা বিদেশ থেকে ঋণনির্ভর। আর মেগা প্রকল্পগুলো বাস্তবায়নে এক বছরে পাচ্ছে ৬৪ হাজার ৫৩ কোটি টাকা, যা মোট এডিপির ২৪.৩৫ শতাংশ বলে পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে।
আগামী ২০২৩-২৪ অর্থবছরের নতুন এডিপির তথ্য থেকে জানা গেছে, এডিপিতে মোট প্রকল্প থাকছে এক হাজার ৩০৯টি প্রকল্প। যাদের জন্য মোট বরাদ্দ দুই লাখ ৬৩ হাজার কোটি টাকা। কিন্তু সমাপ্য প্রকল্প ছাড়া বাছাই করা বিদ্যুত খাতের ১৫টি গুরুত্বপূর্ণ প্রকল্পকে বড় ধরনের বরাদ্দ দিয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ ইভাকুয়েশনের জন্য সঞ্চালন অবকাঠামো উন্নয়নে এক হাজার ১৪ কোটি ১৮ লাখ টাকা, বড়পুকুরিয়া বগুড়া কালিয়াকৈর ৪০০ কেভি সঞ্চালন লাইন প্রকল্পে এক হাজার ৫৭০ কোটি টাকা, গ্রিডভিত্তিক বিদ্যুৎ সরবরাহে দক্ষতা উন্নয়ন প্রকল্পে ৫৭০ কোটি টাকা, ঢাকা এবং পশ্চিমাঞ্চলীয় গ্রিড সঞ্চালন ব্যবস্থা সম্প্রসারণ প্রকল্পে ৯৮০ কোটি টাকা, পূর্বাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্ক পরিবর্ষণ এবং ক্ষমতাবর্ষণ প্রকল্পে এক হাজার ৪১৮ কোটি ৪৭ লাখ টাকা, পাওয়ার গ্রিড নেটওয়ার্ক স্ট্রেংথেনিং প্রজেক্ট আন্ডার পিজিসিবি প্রকল্পে ২ হাজার ৩১৯ কোটি ১৬ লাখ টাকা, ডিপিডিসির আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পে ৩ হাজার ৩২০ কোটি ৬০ লাখ টাকা, ডিপিডিসির আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পে ৫৫১ কোটি ৫০ লাখ টাকা।

এ ছাড়া বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প চট্টগ্রাম জোন (ফেজ-২) ২১১ কোটি টাকা, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, সিলেট বিভাগ (১ম সংশোধিত) ২২২ কোটি টাকা, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প ময়মনসিংহ জোন ২৫৫ কোটি ৫০ লাখ টাকা, ওয়েস্ট জোন এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সম্প্রসারণ ও আপগ্রেডেশন প্রকল্প (২য় সংশোধন) ২০৩ কোটি ৭৫ লাখ টাকা, ওয়েস্ট জোন এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সম্প্রসারণ ও পরিবর্ধন প্রকল্প ১০২ কোটি ১২ লাখ টাকা, রূপসা ৮০০ মে:ও: কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প ৯৯৪ কোটি টাকা এবং মাতারবাড়ি ২দ্ধ৬০০ মে:ও: আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্ট (১ম সংশোধিত) ৯ হাজার ২৫৯ কোটি ৪৯ লাখ টাকা। মোট ব্যয়ের মধ্যে ৫ হাজার ৬২৭ কোটি ৮০ লাখ টাকা জোগান দেবে বাংলাদেশ সরকার, ১৬ হাজার ২৮৮ কোটি ৬০ লাখ টাকা আসবে বিদেশী ঋণসহায়তা থেকে। বাকি এক হাজার ৭৫ কোটি টাকা সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে।

আর মেগা ১০ প্রকল্পের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে প্রায় ৯ হাজার ৭০৭ কোটি টাকা। মাতারবাড়ি ২দ্ধ৬০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্ট (১ম সংশোধিত) প্রকল্প পেয়েছে প্রায় ৯ হাজার ৮১ কোটি টাকা। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) (১ম সংশোধিত) প্রকল্পের বরাদ্দ প্রায় ৮ হাজার ৫৮৬ কোটি টাকা। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্পে বরাদ্দ দেয়া হয়েছে প্রায় পাঁচ হাজার ৮৭০ কোটি টাকা। পদ্মা সেতু রেলসংযোগ (১ম সংশোধিত) প্রকল্পের বরাদ্দ প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ (১ম পর্যায়) (১ম সংশোধিত) প্রকল্পের জন্য প্রায় ৫ হাজার ৪৯৯ কোটি টাকা।

পরিকল্পনা কমিশনের তথ্য থেকে দেখা গেছে, গুরুত্বপূর্ণ ১৫ বিদ্যুৎ প্রকল্পের বেশির ভাগই ২০২২ সালে সমাপ্ত করার করা ছিল।

https://www.dailynayadiganta.com/first-page/747516