৮ মে ২০২৩, সোমবার, ২:৪৭

আমদানি বন্ধ থাকায় হিলিতে বেড়েছে পেঁয়াজের দাম

হিলিতে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। ঈদে বিক্রি হওয়া ৩০ টাকার পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। দোকানিরা বলছেন, আমদানি বন্ধ থাকায় দেশীয় পেঁয়াজের ওপর চাপ পড়েছে আর এ কারণেই বেড়েছে পেঁয়াজের দাম। অন্য দিকে আমদানিকারকরা বলছেন, পেঁয়াজ আমদানিতে সরকারের অনুমতি পত্র বা আইপি না থাকায় তারা পেঁয়াজ আমদানি করতে পারছেন না। তারা বলছেন, ভারত থেকে আমদানি শুরু হলে দেশের বাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৩০ থেকে ৩২টাকায় নেমে আসবে।

হিলি স্থলবন্দর দিয়ে সবশেষ ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়েছিল গত মার্চ মাসের ১৫ তারিখে। এরপর এই বন্দর দিয়ে কোনো পেঁয়াজ আমদানি হয়নি। পেঁয়াজ আমদানির অনুমতিপত্র বা আইপির মেয়াদ ওই দিন শেষ হয়ে যাওয়ায় এরপর বন্দর দিয়ে আর পেঁয়াজ আমদানি হয়নি।

এ দিকে গেলো ১০ দিনের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ২২ টাকা। হঠাৎ পণ্যটির দাম বেড়ে যাওয়ায় বেকায়দায় পড়েছে নিম্ন আয়ের মানুষ। ক্ষোভ জানিয়েছেন ক্রেতা-বিক্রেতা। বন্দরের পেঁয়াজ আমদানিকারকরা বলছেন, আইপি বা অনুমতি পত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তারা ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে পারছেন না। পেঁয়াজের ঊর্ধ্বমুখী দাম ঠেকাতে নতুন করে আইপি দেয়ার পরামর্শ হিলি স্থলবন্দর ব্যবসায়ীদের।

https://www.dailynayadiganta.com/last-page/746227