৪ মে ২০২৩, বৃহস্পতিবার, ১২:০১

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প

পরামর্শক ব্যয় বাড়ল ৩০১ কোটি টাকা

‘পদ্মা সেতু রেল সংযোগ’ প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি এবং স্পট মার্কেট থেকে চার কার্গো এলএনজি আমদানিসহ ১৪টি ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ৩ হাজার ৫৬৯ কোটি ৬৭ লাখ টাকা। গতকাল বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৈঠক শেষে এক ভার্চুয়াল ব্রিফিং-এ মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের জানান, ‘পদ্মা সেতু রেল সংযোগ’ প্রকল্পের কিছু পূর্ত কাজ বেড়ে যাওয়ায় প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনী এবং এর সাথে সহযোগী হিসেবে বিআরটিসি, বুয়েটের মেয়াদ ২০২৪ সালের মে মাস পর্যন্ত বাড়ানো হয়েছে। এজন্য ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৩০১ কোটি ৪২ লাখ টাকা ব্যয় বাড়ানোর একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

তিনি জানান, বৈঠকে স্পট মার্কেট থেকে এলএনজি কার্গো আমদানির চারটি পৃথক প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। প্রতিটি কার্গোতে এলএনজি’র পরিমাণ ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ। চারটি কার্গোর মধ্যে- প্রতি এমএমবিটিইউ ১০.৯৭৮৮ ডলার দরে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘মেসার্স ভিটল এশিয়া পিটিই লিমিটেড’ থেকে এক কার্গো এলএনজি আমদানিতে ব্যয় হবে ৪৬৫ কোটি ১৭ লাখ ৬৯ হাজার টাকা; প্রতি এমএমবিটিইউ ১১.৮৮ ডলার দরে একই প্রতিষ্ঠান থেকে আরো এক কার্গো এলএনজি আমদানিতে ব্যয় হবে ৫০৩ কোটি ৭৩ লাখ ৪০ হাজার টাকা; প্রতি এমএমবিটিইউ ১২.৪৭ ডলার দরে সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান ‘মেসার্স গানভোর সিঙ্গাপুর পিটিই লিমিটেড’ থেকে এক কার্গো এলএনজি আমদানিতে ব্যয় হবে ৫২৮ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার টাকা এবং প্রতি এমএমবিটিইউ ১২.১৯ ডলার দরে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘মেসার্স এক্সেলারেট এনার্জি এলপি, ইউএস’ থেকে এক কার্গো এলএনজি আমদানিতে ব্যয় হবে ৫১৬ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকা।

অতিরিক্ত সচিব জানান, বৈঠকে দেশের কৃষিখাতে ব্যবহারের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন দেশ থেকে ৬টি প্রস্তাবের বিপরীতে ২ লাখ ৫ হাজার মেট্রিক টন গ্র্যানুলার ইউরিয়া, ডিপিএ, টিএসপি ও এমওপি সার আমদানির ৬টি পৃথক প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে কমিটি। ছয়টি প্রস্তাবে মোট ব্যয় হবে ৯০৩ কোটি ৬৩ লাখ ১৪ হাজার টাকা।

তিনি জানান, বৈঠক চট্টগ্রামের ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (ডিএপিএফসিএল) জন্য ৩০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এটি সরবরাহ করবে সর্বনি¤œ দরদাতা প্রতিষ্ঠান মেসার্স সান ইন্টারন্যাশনাল এফজেডই, ইউএই (স্থানীয় এজেন্ট: মেসার্স এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ইনপুট, ঢাকা)। এতে ব্যয় হবে ১৮৪ কোটি ৬৪ লাখ ১৬ হাজার টাকা। প্রতি মেট্রিক টন ফসফরিক এসিডের দাম ধরা হয়েছে ৫৭২ ডলার।

অতিরিক্ত সচিব জানান, বৈঠকে রাষ্ট্রীয় চুক্তির অধীনে সৌদি আরব থেকে ৩০ হাজার মেট্রিক টন সার আমদানির একটি পৃথক প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১০৫ কোটি ২ লাখ টাকা।

তিনি জানান, এ ছাড়া বৈঠকে টিসিবি’র ১ কোটি ফ্যামিলি কার্ডধারী স্বল্প আয়ের মানুষদের মধ্যে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। তুরস্কের সরবরাহকারী প্রতিষ্ঠান স্মারটেক ইনফরমেশন টেকনোলজিস লিমিটেডে-এর কাছ থেকে এই চিনি আমদানি করা হবে। প্রতি মেট্রিক টনের দাম ৪৮০ ডলার হিসেবে মোট ব্যয় হবে ৬৪ কোটি ২০ লাখ টাকা।

https://www.dailynayadiganta.com/first-page/745318