১৫ মার্চ ২০২৩, বুধবার, ১২:২৪

নির্বাচন পরিচালনা কমিটি প্রধানের পদত্যাগ

রাতে ব্যালট ছিনতাই, সুপ্রিম কোর্ট বারে ভোট গ্রহণে অনিশ্চয়তা!

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ সালের নির্বাচন আজ ও আগামীকাল। ভোটগ্রহণ শুরু হওয়ার মাত্র একদিন আগে গতকাল মঙ্গলবার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বিচারপতি মো: মনসুরুল হক চৌধুরী পদত্যাগ করায় আইনজীবীদের শীর্ষ এই সংগঠনের নির্বাচন নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। ভোটগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মুখে গতকাল বিএনপি ও আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা মুখোমুখি অবস্থান নিয়ে সুপ্রিম কোর্ট বারে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচন নিয়ে দুই পক্ষের আইনজীবীদের পাল্টাপাল্টি স্লোগানে উত্তপ্ত হয়ে পড়ে আদালত অঙ্গন।

এ দিকে বাংলা ট্রিবিউন জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টায় নির্বাচনের ব্যালট ছিনতাই ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। সমিতির সভাকক্ষের সামনে এবং ভবনের দ্বিতীয়, প্রথমতলায় হলুদ ও লাল রঙের অসংখ্য ব্যালট ছড়িয়ে আছে। এসব ব্যালটের বেশির ভাগ ছেঁড়া কিংবা মোচড়ানো অবস্থায় পড়ে আছে। এ বিষয়ে উভয়পক্ষের কোনো আইনজীবী প্রার্থী সংবাদমাধ্যমে সরাসরি কথা বলতে রাজি হননি। ফলে আজ বুধবার ভোটগ্রহণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ ঘটনার জন্য দু’পক্ষই পরস্পরকে দায়ী করেছে।

গতকাল সন্ধ্যায় সমিতির সভাপতি ও সম্পাদকের কক্ষের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল) প্যানেল থেকে সভাপতি প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের নেতৃত্বে কয়েক শ’ আইনজীবী সুপ্রিম কোর্ট বারে সুষ্ঠু নির্বাচন ও ভোটগ্রহণের দাবিতে বিক্ষোভ করেন। অন্য দিকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেলের সভাপতি প্রার্থী মো: মোমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক প্রার্থী আবদুন নূর দুলালের সমর্থনে সরকার সমর্থক আইনজীবীরা একই স্থানে অবস্থান নিয়ে পাল্টা স্লোগান দেন। এতে সুপ্রিম কোর্ট বারের পরিবেশ উত্তপ্ত হয়ে পড়ে এবং যেকোনো মুহূর্তে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করেন আইনজীবীরা। অন্য দিকে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে কোনো সমঝোতা না হওয়ায় আবারো পাল্টাপাল্টি নির্বাচন উপকমিটি গঠন করা হচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে নির্বাচন পরিচালনা উপকমিটি সদস্য এ এস এম মোক্তার কবির খান বলেন, আমাদের সাথে তারা কোনো যোগাযোগ করেনি। দুই পক্ষের আইনজীবীদের মধ্যে কোনো সমঝোতা না হওয়ায় আমাকে আহ্বায়ক করে নির্বাচন পরিচালনা কমিটি করেছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল) প্যানেল ।

বিএনপি সমর্থকদের নির্বাচন উপকমিটি ঘোষণা : নীল প্যানেল থেকে সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন অনুষ্ঠানের জন্য ইতঃপূর্বে গঠিত নির্বাচন সাব-কমিটির আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা মো: মুনসুরুল হক চৌধুরী বাধ্য হয়ে পদত্যাগ করায় সমিতির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট এ এস এম মোক্তার কবিরকে নতুন আহবায়ক করে নির্বাচন সাব-কমিটি পুনর্গঠন করেছে সমিতির কার্যকরী কমিটি। নির্বাচন সাব-কমিটির শূন্য পদে সমিতির সাবেক সিনিয়র সহ-সম্পাদক মাহমুদ হাসানকে নিযুক্ত করা হয়েছে। সমিতির কার্যকরী কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এর আগে উপকমিটি নিয়ে বর্তমান কার্যকরী কমিটি বিভক্ত হয়ে পড়েছিল। কার্যকরী কমিটির সম্পাদক (আওয়ামী লীগ সমর্থিত) আবদুন নূর দুলাল আইনজীবী শাহ খসরুজ্জামানের নেতৃত্বে সাত সদস্যের উপকমিটি ঘোষণা দেন।

এরপর সমিতির কার্যকরী কমিটির সিনিয়র সহসম্পাদক (বিএনপি সমর্থিত) মাহফুজ বিন ইউসুফ আইনজীবী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে সাত সদস্যের উপকমিটি ঘোষণা করেন।

আজ ও আগামীকাল এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল) প্যানেল ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেলের মধ্যে। এ নির্বাচনে অংশ নিতে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল) প্যানেল থেকে সভাপতি পদে সাবেক সম্পাদক জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক পদে সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নির্বাচন করছেন।

অপর দিকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল থেকে সভাপতি পদে বর্তমান সভাপতি সিনিয়র অ্যাডভেকেট মো: মোমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক পদে বর্তমান সম্পাদক আবদুন নূর দুলাল নির্বাচন করছেন।

https://www.dailynayadiganta.com/last-page/734339