সিটিং সার্ভিস বন্ধের কারণে রাজধানীতে গাড়ি সঙ্কট। যাত্রীদের দুর্ভোগের এ ছবিটি গতকাল শাহবাগ থেকে তোলা :নয়া দিগন্ত
১৮ এপ্রিল ২০১৭, মঙ্গলবার, ৮:৩৮

সিটিং ভাড়া ২৫ টাকা লোকালে ২৯!

দুই সাংবাদিকের ওপর শ্রমিকদের হামলা

রাত সাড়ে ৮টা। মতিঝিল শাপলা চত্বরে বাসের অপেক্ষায় অনেক যাত্রী, যাদের বেশির ভাগের গন্তব্যই মিরপুর ১২ নম্বর। হঠাৎ কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে ঘুরে সোনালী ব্যাংকের সামনের রাস্তায় দাঁড়াল ল্যামস পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১১-৮৫৫০)। অন্য দিনের চেয়ে গাড়ি কম থাকায় মুহূর্তেই বাসটি যাত্রীতে ঠাসাঠাসি। রীতিমতো বাসটি মিরপুরের দিকে যাত্রা শুরু করে। জাতীয় প্রেস কাব পার হওয়ার পর থেকেই ভাড়া চাইতে শুরু করেন বাসটির কন্ডাক্টর। আর তখনই শুরু হয় বিপত্তি আর বাগি¦তণ্ডা। মিরপুরের এক যাত্রী ভাড়া দিলেন ২০ টাকা। তখন কন্ডাক্টর টাকা ফেরত দিয়ে বললেন, ভাড়া ২৯ টাকা। যাত্রী চার্ট দেখতে চাইলে ২০১৫ সালের একটি চার্ট দেখিয়ে ২৯ টাকা ভাড়া হাঁকেন কন্ডাক্টর। এতে পুরো বাসের যাত্রীদের মধ্যে হইচই শুরু হয়ে যায়। তখন এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, আগে সিটিং ভাড়ায় যেতাম ২৫ টাকা এখন লোকাল বাসে যেতে হবে ২৯ টাকা। হাসব না কাঁদব বুঝতে পারছি না। ঘটনাটি গত রোববার রাতের।
ওই বাসটির মিরপুর ১০ নম্বর পর্যন্ত ভাড়া আদায় করতে পুরো পথই যাত্রীদের সাথে কন্ডাক্টরের ঝগড়া লেগেই ছিল। ক্ষোভে কোনো কোনো যাত্রীকে বলতে শোনা গেছে, সিটিং থেকে লোকাল করে আমাদের লাভ হলো কী? অন্য এক যাত্রী উত্তরে বললেনÑ কেন, বেশি ভাড়ায় দাঁড়িয়ে যাওয়া। শুধু ল্যামসেই নয়, এ রকম চিত্র রাজধানীর সিটিং নামের গাড়িগুলোতে। সিটিং গাড়িগুলো লোকাল হলেও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হয়নি। এ নিয়ে রাজধানী জুড়ে বাসে বাসে যাত্রীদের সাথে পরিবহন শ্রমিকদের কথাকাটাকাটির পাশাপাশি টানাহেঁচড়ার ঘটনাও ঘটছে। গতকাল দুই সাংবাদিককে মারধরের ঘটনাও ঘটেছে। এর মধ্যে অতিরিক্ত ভাড়া না দেয়ায় পরিবহন শ্রমিকদের হামলার শিকার হয়েছে বেসরকারি টেলিভিশন ৭১-এর প্রযোজক ও উপস্থাপক আতিক রহমান এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্য সমকাল পত্রিকার ক্রাইম রিপোর্টার ইন্দ্রজিৎ সরকার। জানা গেছে, পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সামনেই ইন্দ্রজিৎ সরকারকে মারধর করা হয়। পরিচয় জেনে ম্যাজিস্ট্রেটই শ্রমিক ও বাস মালিকদের পক্ষ নিয়ে কথা বলেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তোভোগী ওই সাংবাদিক। এ ছাড়া বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে নারী ও শিশুদের। তবে কোথাও কোথাও কম ভাড়া নেয়ার খবর জানা যাচ্ছে। বাসশ্রমিকেরা বলছেন, মালিকের ভাড়ার টাকা পরিশোধ করে জীবন ধারণ করতে হলে আগের ভাড়াই নিতে হবে। অন্য দিকে যাত্রীরা অভিযোগ করছেন, বাড়তি ভাড়ার সাথে অতিরিক্ত কিছু ঝামেলাও যুক্ত হয়েছে। নগরীতে বাসের সংখ্যা কমে গেছে। বাসগুলো অকারণে বিভিন্ন স্থানে দাঁড়িয়ে যাত্রী তুলে সময়ক্ষেপণ করছে, এতে দুই ঘণ্টার পথে যেতে আড়াই ঘণ্টা লাগছে। যাত্রীদের সাথে শ্রমিকদের বাগি¦তণ্ডায় অনেককেই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে।
এ ব্যাপারে কথা হয় ল্যামস পরিবহনের কন্ডাক্টরের সাথে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই বাসশ্রমিক জানান, আগে এই রুটে ৭১ পরিবহনের বাসে ভাড়া নেয়া হতো ২৮ টাকা করে। মার্কেট পাওয়ার জন্য পরে সেই ভাড়া করা হয় ২৫ টাকা। এরপর থেকেই এই রুটের সব সিটিং গাড়িতে ২৫ টাকা করে ভাড়া কাটা হতো, কিন্তু মূল ভাড়া ছিল ২৮ টাকা। আর এখন লোকাল হওয়ায় ভাড়া ২৯ টাকা। সিটিংয়ে কম ভাড়া, লোকালে বেশি কেন জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে ২০১৫ সালের যে চার্ট দেয়া হয়েছে তাতে মিরপুর ১২ নম্বরের ভাড়া ২৯ টাকা। তাহলে আগে কেন ২৫ টাকা করে ভাড়া নিতেন? এমন প্রশ্নের উত্তরে কোন জবাব দিতে পারেননি তিনি।
তিনি বলেন, ২৯ টাকা ভাড়া চাইলেও যাত্রীরা তা দিচ্ছেন না। তারা বেশির ভাগই ২০ টাকা করে ভাড়া দিয়েছেন। আর পাঁচ-ছয়জনে ভাড়া দিয়েছেন ২৫ টাকা করে। তবে কোনো কোনো যাত্রী অভিযোগ করেছেন, ১০০ টাকার নোট দেয়ায় ২৯ টাকা ভাড়া রেখেই বাকি টাকা ফেরত দিয়েছেন কন্ডাক্টর।
এক প্রশ্নের জবাবে ওই কন্ডাক্টর বলেন, মতিঝিল থেকে মিরপুরে সিটিং ভাড়া কাটছি এক হাজার ১২৫ টাকা। যদি সবাই ২০ টাকা করেও দেয় তাহলে লোকাল ৭০ জনে ভাড়া আসে এক হাজার ৪০০ টাকা, কিন্তু মিরপুর ১০ নম্বর পর্যন্ত আসতে ভাড়া পেয়েছি এক হাজার ১০০ টাকা। ভাড়ার চার্টের বিষয়ে তিনি বলেন, আরামবাগ থেকে ফার্মগেট ভাড়া ১২ টাকা, মতিঝিল থেকে ফার্মগেট ১১ টাকা। অথচ যাত্রীরা ভাড়া দিচ্ছেন আট টাকা। এ নিয়েই যাত্রীদের সাথে ঝগড়া হয়। এর চেয়ে আগের সিটিংই আমাদের জন্য ভালো।
গতকাল সোমবার সকাল থেকে জাতীয় প্রেস কাবের সামনে দেখা যায়, বাস থামছে, যাত্রী উঠানো হচ্ছে। আগেই বলে দেয়া হচ্ছে ভাড়ার পরিমাণ। নিউ ভিশনের স্বজন পরিবহন চলে সদরঘাট থেকে ধামরাই। সদরঘাট থেকে জাতীয় প্রেস কাবের সামনে এসে দাঁড়াল স্বজন পরিবহনের একটি গাড়ি (ঢাকা মেট্রো-ব ১১-১৫২১)। বাসটিতে যাত্রী উঠানো হচ্ছে। ডেকে ডেকে যাত্রী তোলা হচ্ছে। এমন সময় যাত্রীদের উদ্দেশে হেলপার বলছেন, যারা পল্টন থেকে উঠেছেন তারা শাহবাগ নামলে ১৫ টাকা ভাড়া আর জাতীয় প্রেস কাব থেকে ১০ টাকা। এমন অতিরিক্ত ভাড়ার কথা শুনে যাত্রীরা কেউ কেউ প্রতিবাদও করেন। এ দিকে অতিরিক্ত ভাড়া কেন নিচ্ছেন জানতে চাইলে স্বজন পরিবহনের সুপারভাইজার হাবিব বলেন, অতিরিক্ত ভাড়া নিচ্ছি না, চার্ট অনুযায়ী ভাড়া নিচ্ছি। আবার সদরঘাট থেকে মিরপুর-১২গামী শিকড় পরিবহন, মতিঝিল থেকে মিরপুর-১২গামী বিকল্প, সদরঘাট থেকে মিরপুর-১২গামী ইউনাইটেড, সদরঘাট থেকে মিরপুর-১০গামী বিহঙ্গ পরিবহনেও চলছে বাড়তি ভাড়ার নৈরাজ্য।
মিরপুরগামী আহমদ নামে এক যাত্রী অভিযোগ করে বলেন, সিটিং সার্ভিস বন্ধ করা হলেও আগের মতো অতিরিক্ত ভাড়াই নিচ্ছেন পরিবহনশ্রমিকেরা। বাসে ওঠার আগেই যাত্রীদের কাছে জানতে চাচ্ছেনÑ কোথায় যাবেন। পরে শর্ত দিচ্ছেন ভাড়া কত দিতে হবে। চুক্তি করেই যাত্রীদের বাসে উঠানো হচ্ছে।
সিটিং ভাড়া না দেয়ায় ৭১ টিভির প্রযোজকের ওপর হামলা : কথিত সিটিং সার্ভিস নিয়মে অতিরিক্ত ভাড়া না দেয়ায় পরিবহন শ্রমিকদের হামলার শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশন ৭১-এর প্রযোজক ও উপস্থাপক আতিক রহমান। জানা গেছে, গতকাল দুপুরে জাবালে নূর পরিবহনে গুলশান-২ থেকে মিরপুর আসছিলেন আতিক রহমান। এ সময় বাসের কন্ডাক্টর তার কাছে ভাড়া চাইলে তিনি লোকাল নিয়মে ভাড়া দেন। কিন্তু কন্ডাক্টর তার কাছ থেকে সিটিং সর্ভিস নিয়মে ভাড়া চান। পরে তিনি ভাড়ার চার্ট দেখতে চান। এ নিয়ে তাদের মধ্যে বাগি¦তণ্ডা শুরু হয়। একপর্যায়ে বাসটির শ্রমিকেরা মিলে তাকে মারধর করেন। এতে তার নাক ফেটে যায়। আতিক রহমান জানিয়েছেন, বিআরটিএর ভাড়ার চার্ট দেখতে চাইলে শ্রমিকেরা তার ওপর েেপ যান। বলতে থাকেন, চার্ট দেখে কী করবেন? চার্ট ধুয়ে কি পানি খাবেন? জবাবে আতিক বলেন, বেয়াদবি করবেন না, চার্ট অনুযায়ী ভাড়া দেবো। বিষয়টি নিশ্চিত করেছেন ৭১ টিভির রিপোর্টার জেমসন মাহবুব। তিনি জানান, মিরপুর-২ নম্বর এলাকার নিউ আল রশিদ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে আতিক মিরপুর মডেল থানায় আছেন। এ বিষয়ে আইনি সহযোগিতা নেয়া হবে। মিরপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ম্যাজিস্ট্রেটের সামনে সমকালের অপরাধবিষয়ক সাংবাদিককে মারধর : গতকাল পরিবহন মালিক শ্রমিকদের হামলার শিকার হয়েছেন সমকালের অপরাধবিষয়ক সাংবাদিক ইন্দ্রজিত সরকার। তাকে ম্যাজিস্ট্রেট ও পুলিশের সামনেই মারধর করা হয়। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, যা তুলে ধরা হলোÑ বিচার যিনি করেন, তার সুবিবেচক হওয়া জরুরি। যেমন সেবা খাতের লোকজনের মধ্যে দরকার সেবা দেয়ার মানসিকতা।
গন্তব্যে পৌঁছতে নিউ ভিশন পরিবহনের একটি বাসে উঠেছিলাম। সামান্য পথ না যেতেই সেটিকে থামালেন ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্টরা। দীর্ঘ সময় ধরে চলতে লাগল আইনি প্রক্রিয়া। ১৫-২০ মিনিট ধরে বাসটি অপেমাণ থাকায় অন্যান্য যাত্রীর মতো আমিও বিরক্ত হয়ে উঠি। দেখি বাসের চালক-হেলপার-কন্ডাক্টর কেউ আশপাশে নেই। বাস থেকে নেমে অনেকণ ধরে খোঁজার পর পেলাম কন্ডাক্টরকে। তাকে বললাম, ভাড়ার টাকা ফিরিয়ে দিন, আমি অন্য বাসে চলে যাই। জবাবে তিনি জানালেন, ম্যাজিস্ট্রেট তাদের পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। আমি বললাম, সেজন্য তো আর আমি দায়ী নই। আমার টাকা ফেরত দিন। এর মধ্যে হঠাৎ আরেক পরিবহনকর্মী এসে আমার ওপর আক্রমণ করে বসলেন। আমাকে ধাক্কা দিয়ে বললেন, ‘ব্যাডায় খাইছে জরিমানা, আর হালায় ভাড়া ফিরত চায়। যান মিয়া এইখান থিকা।’ আমার খুব রাগ হলো। বললাম, ‘আপনাদের পাঁচ হাজার টাকা জরিমানা, নাকি পাঁচ লাখ টাকা সেটা আমার দেখার বিষয় নয়। আমি আপনাদের বাসে যাবো না, তাই ভাড়া ফেরত চেয়েছি।’ ততণে ভ্রাম্যমাণ আদালতের পাশে ভিড় করে থাকা পরিবহন খাতের নেতাকর্মীরা এসে আমাকে ঘিরে ধরেছেন। তাদের একজন বললেন, ‘কিসের টাকা, শালারে চিপায় নিয়া আয়, সাইজ কইরা দেই।’ মুহূর্তে তাদের কয়েকজন আমাকে টেনেহিঁচড়ে একপাশে নিয়ে গেলেন। আমি তাদের বোঝানোর চেষ্টা করলাম। কিন্তু ততণে শুরু হয়ে গেছে কিলঘুষি। অবশেষে ভ্রাম্যমাণ আদালতের সাথে থাকা এক পুলিশ কর্মকর্তা গিয়ে অনেক কষ্টে তাদের হাত থেকে আমাকে উদ্ধার করলেন। আমাকে নেয়া হলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে। অপমানিত-ুব্ধ আমি সুবিচার পাওয়ার আশায় উজ্জ্বল হয়ে উঠলাম। তাকে আমার পরিচয়ও জানালাম। কিন্তু একেই বোধ হয় বলে বিধিবাম। ম্যাজিস্ট্রেট আমার কোনো বক্তব্য আমলে না নিয়ে হামলাকারী পরিবহনকর্মী-নেতাদের প নিয়ে আমাকেই উল্টো ‘জ্ঞান’ দিলেন। সেই জ্ঞানের সারকথা হলো, একজন সাংবাদিক হয়ে আমার উচিত হয়নি পরিবহনকর্মীদের সাথে মারপিট করা। আমি বললাম, ‘সাংবাদিক নই, একজন সাধারণ যাত্রী হিসেবে আমি কথা বলেছি। আর মারপিট আমি করলাম কই? আমি তো মার খেলাম। তাও আবার আপনার সামনে।’ উত্তরে ম্যাজিস্ট্রেট জানালেন, তিনিও অনেক দিন বাসে চলাফেরা করেছেন, কিন্তু তার সাথে কখনো পরিবহনকর্মীদের বিরোধ হয়নি। অর্থাৎ মার খেয়েও দোষ আমারই। ম্যাজিস্ট্রেটের সাথে আমার কথোপকথনের মধ্যেই হামলাকারীরা বারবার বলছিলেন, ‘স্যার, এরে জেলে পাঠান।’ কেউ বলছিলেন, ‘জরিমানা করেন স্যার।’ শেষপর্যায়ে এসে আমি ম্যাজিস্ট্রেটকে বললাম, ‘আচ্ছা, আপনার সামনেই যে আমাকে মারধর করা হলো, সে ব্যাপারে কিছু বলবেন?’ এবার তিনি আমাকে জানালেন, এটা তার বিষয় নয়। তিনি শুধু পরিবহনসংশ্লিষ্ট বিষয়গুলো দেখছেন।

 

http://www.dailynayadiganta.com/detail/news/213002