১৭ এপ্রিল ২০১৭, সোমবার, ১০:১২

ইউপি নির্বাচনে কেন্দ্র দখল, জাল ভোট

কালকিনিতে ককটেল বিস্ফোরণ, গুলি, তালতলীতে সংঘর্ষে আহত ৬

বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল, জাল ভোট ও বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যদিয়ে গতকাল দেড়শতাধিক ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জালভোটের অভিযোগে বিভিন্ন ইউপিতে ভোট বর্জন করেছেন প্রার্থীরা। বরগুনার তালতলিতে দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। মাদারীপুরের কালকিনির পূর্ব এনায়েতনগরে ভোটগ্রহণের সময় একটি কেন্দ্রে গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। লক্ষ্মীপুরের রামগঞ্জের লামচর ইউপিতে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার ও জাল ভোট দেওয়ার দায়ে দুই যুবলীগ কর্মীকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তিতাস উপজেলার জিয়ার কান্দি ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে ১৩ থেকে ১৬ বছরের একাধিক স্কুল পড়ুয়া ছাত্র ভোট দিয়েছে। নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে সিরাজগঞ্জের সলঙ্গার ঘুড়কা, টাঙ্গাইলের গোপালপুরের ৫নং নগদা শিমলা, কুমিল্লার তিতাস, ভোলার দৌলতখানসহ বিভিন্ন স্থানে বিএনপিসহ অন্য প্রার্থীরা ভোট বর্জন করে।

কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) অধীন গতকাল ছিল প্রায় দেড়শতাধিক ইউপিতে ভোট।

তালতলীতে সংঘর্ষে আহত ৬

বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণের সময় একটি কেন্দ্রে সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। পঁচাকোড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার সুমিত্র কুমার বৈরাগী জানান, এক নারীর ভোট দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে পঁচাকোড়ালিয়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বর) পদ প্রার্থী মো. মহসিন পাটোয়ারী এবং মো. জাফর মৃধার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ওই ছয়জন আহত হন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কালকিনিতে ককটেল বিস্ফোরণ ও গুলি

মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি কেন্দ্রে গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রায় এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ রাখা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব এনায়েতনগর আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা কেন্দ্র দখল করতে গেলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রেহানা আকনের সমর্থকরা বাঁধা দেন। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

রামগঞ্জে দুই যুবলীগ কর্মীর জরিমানা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার ও জাল ভোট দেওয়ার দায়ে দুই যুবলীগ কর্মীকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে ভোটগ্রহণের সময় লামচর ইউনিয়নে নিচহরা সমাজ কল্যাণ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের দায়ে পুলিশ তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। দণ্ডপ্রাপ্তরা হলেন-শেখপুরা গ্রামের বাসিন্দা তাবু তাহেরের ছেলে মো. রিয়াজ, তাজল হকের ছেলে আল আমিন।

তিতাসে ভোট দিলেন স্কুল ছাত্র

কুমিলা জেলার তিতাস উপজেলার জিয়ার কান্দি ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে দেখা যায় ১৩ থেকে ১৬ বছরের একাধিক স্কুল পড়ুয়া ছাত্রকে। গোপালপুর গ্রামের স্কুলপড়ুয়া ছাত্র ইস্তিয়াল। তার বয়স ১৪ বছর। বেলা ১২টায় সে ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার পর বলে, ‘আমার বাবা আসেনি, আমি তার পরিবর্তে ভোট দিয়েছি। ১৬ বছরের বালক নয়ন। সে তার বন্ধুদের সঙ্গে ভোট দিতে লাইনে দাঁড়িয়েছে। সে জানে না কার ভোট দিচ্ছে। নয়ন বলে, ‘আমাদের ভোটার স্লিপ দেওয়া হয়েছে, আমি ভোট দিচ্ছি।

বিষয়টি শিকার করে জিয়ার কান্দি ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, ‘জাল ভোট দেওয়ার কারণে দুইজনকে আটক করা হয়েছে।

গতকাল ১৭৩টি ইউপিতে ভোট হওয়ার কথা থাকলেও নানা জটিলতার কারণে ১৮টির ভোট স্থগিত করে ইসি। ২১ জেলার ২৫ উপজেলার সাধারণ নির্বাচন, ৪৯ জেলার ৮৯ উপজেলায় উপ-নির্বাচন এবং ১২ জেলার সংশ্লিষ্ট ইউপিতে পুনঃভোট রয়েছে। সব মিলিয়ে ১৫৫টি উপিতে ভোট হচ্ছে।

http://www.ittefaq.com.bd/print-edition/first-page/2017/04/17/189467.html