১৬ এপ্রিল ২০১৭, রবিবার, ৮:২৯

১৭৩ ইউপিতে ভোট আজ

দেশের ১৭৩টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আজ রোববার ভোট নেওয়া হচ্ছে। এর মধ্যে ৫৩টিতে সাধারণ নির্বাচন (সবগুলো পদে), ১০৪টির শূন্যপদে উপনির্বাচন এবং ১৬টির কয়েকটি পদে সমভোট ও কেন্দ্র স্থগিত হওয়ায় ভোট নেওয়া হচ্ছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট নেওয়া হবে।

এর মধ্যে চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নৌকা ও ধানের শীষসহ একাধিক নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী রয়েছেন। গত ৮ মার্চ নির্বাচন কমিশন (ইসি) এসব ইউপিতে তফসিল ঘোষণা করে। ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান। এসব এলাকায় প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ২০ মার্চ। যাছাই-বাছাই ২১ মার্চ। প্রত্যাহারের শেষ দিন ২৮ মার্চ। ইসি কার্যালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ জানিয়েছেন, আজকের ভোটকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পর্যাপ্তসংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
মোতায়েন থাকবে।
তিনি আরও বলেন, নিকট অতীতে ইউপি নির্বাচনে সংহিংসতার প্রবণতা রোধে বিশেষ ব্যবস্থা থাকবে। শান্তিপূর্ণ ভোট আয়োজনে ইসি বদ্ধপরিকর।
ইসি সচিবালয় থেকে জানানো হয়েছে, ভোটার তালিকা পুনর্বিন্যাস সম্পন্ন ও মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে ৫৩টি ইউপির ভোট নেওয়া হবে। এসব ইউপির মধ্যে রয়েছে_ দিনাজপুরের বিরলের বিজোড়া, পলাশবাড়ী; রংপুরের পীরগঞ্জের বড়আলমপুর, জয়পুরহাটের ক্ষেতলালের বড়তারা, তুলশীগঙ্গা; চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কানসাট, পাবনার সাঁথিয়ার করমজা, বরগুনার তালতলীর পচাকোড়ালিয়া, ছোটবগী, কড়ইবাড়িয়া, বড়বগী, নিশানবাড়িয়া; পটুয়াখালীর কলাপাড়ার লতাচাপলী, দশমিনার চরবোরহান; পিরোজপুরের নাজিরপুরের দেউলবাড়ীদোবড়া, কলারদোয়ানিয়া; ঝালকাঠি সদরের পোনাবালিয়া, ভোলা মনপুরার মনপুরা, দৌলতখানের হাজীপুর, সৈয়দপুর; টাঙ্গাইলের মির্জাপুরের ফতেপুর, আজগোনা, বহরিয়া, তরফপুর, লতিফপুর, ভাওড়া, সখীপুরের গজারিয়া, দাড়িয়াপুর; জামালপুরের ইসলামপুরের পাথর্শী, কুলকান্দি, বেলগাছা, চিনাডুলী, সাপধরী, নোয়ারপাড়া; মানিকগঞ্জের হরিরামপুরের লেছড়াগঞ্জ, গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক, মাদারীপুরের কালকিনির এনায়েতনগর, পূর্ব এনায়েতনগর, রাজৈরের হোসেনপুর, বদরপাশা, খালিয়া, আমগ্রাম; ফরিদপুরের মধুখালীর ডুমাইন, মেঘচামী, আড়পাড়া, কামালদিয়া (নবগঠিত); শরীয়তপুরের জাজিরার বড়গোপালপুর, বড়কৃষ্ণনগর; সুনামগঞ্জের জামালগঞ্জের জামালগঞ্জ সদর (নবগঠিত), জামালগঞ্জ উত্তর (নবগঠিত); ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের আইয়ুবপুর, দড়িয়াদৌলত এবং চট্টগ্রামের সন্দ্বীপের দীর্ঘাপাড়।

http://bangla.samakal.net/2017/04/16/285436#sthash.8pJgUidD.dpuf