১৬ এপ্রিল ২০১৭, রবিবার, ৮:২১

সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ১০

গতকাল দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
চট্টগ্রাম ব্যুরো জানায়, নগরীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোহাম্মদ জনি (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন মোহাম্মদ সেলিম (২৫) নামে আরো এক যুবক। গত শুক্রবার রাত ১১টায় বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জনি নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকার আসাদুজ্জামানের ছেলে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম নয়া দিগন্তকে বলেন, কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হলে জনি ও সেলিমকে রাত ১২টায় হাসপাতালে আনা হয়। এরপর জনিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত সেলিম চিকিৎসাধীন আছেন।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে মোটরসাইকেলের ধাক্কায় রহমত আলী (৪০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। গতকাল বেলা দেড়টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রহমত নগরীর পঞ্চবটি খড়বোনা এলাকার মৃত সমেদ আলীর ছেলে।
পুলিশ জানায়, কারাগারের সামনের রাস্তা দিয়ে নিউ গভ. ডিগ্রি কলেজের দিকে যাচ্ছিলেন রহমত। এ সময় পেছন থেকে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রহমতকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হবে বলে পুলিশ জানিয়েছে।
দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা জানান, পটুয়াখালীর দশমিনায় সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার উপজেলার আমতলা বাজার এলাকার দশমিনা-কালাইয়া সড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার বহরমপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: মোশারফ (৬০), রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ গ্রামীণ ব্যাংকের ম্যানেজার মো: হাবিব (৩৫) ও জুই (৯) শুক্রবার বিকেল ৫টায় নিজ বাড়ি থেকে উপজেলা সদরে একটি বিয়ের অনুষ্ঠানে আসার পথে আমতলা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দশমিনা-কালাইয়া সড়কের পাশে গাছের সাথে ধাক্কায় তিনজন গুরুতর আহত হন। আহতদের দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক আহতদের বরিশাল শেবাচিমে প্রেরণ করেন। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ইউপি সদস্য মোশারফ ও হাবিবের মৃত্যু হয়।
সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা জানান, সরিষাবাড়ীতে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছন আটজন।
সরেজমিন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ভটভটি নসিমন করিমন ও মোটরসাইকেলে আনন্দ মিছিল ও রঙ ছিটানোর সময় সরিষাবাড়ীর বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন মারা যান। নিহতরা হলেন উপজেলার ডুলভিটি এলাকার আলতাব হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন (২০), তুলসিপুর এলাকার সোহেল (৩০) ও একই এলাকার জিহাদ (২৮)। আহতরা হলেন হেলাল উদ্দিন (৩৪), রেজ্জাক (৩০), সেলিম (২২), মাজিহারুল ইসলাম (২৩), নয়ন (২০) ও মোতালেব (৪০)।
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা জানান, ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরের শিবচরে মাছবাহী ট্রাকচাপায় এক অটোচালক নিহত হয়েছেন।
পুলিশ জানায়, গত শুক্রবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার আড়িয়াল নদীর হাজী শরীয়াতুল্লাহ সেতুসংলগ্ন এলাকায় যাত্রীবিহীন একটি অটো মহাসড়কের বিপরীত দিকে মোড় নিচ্ছিল। এমন সময় ঢাকাগামী মাছবাহী একটি ট্রাক অটোটিকে চাপা দেয়। এ সময় অটোচালক মিরাজ খলিফা (৪০) গুরুতর আহত হন। স্থানীয়রা আহতাবস্থায় তাকে পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মিরাজ উপজেলার নিলখী ইউনিয়নের কলাতলা গ্রামের আলেম খলিফার ছেলে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।
হিলি (দিনাজপুর) সংবাদদাতা জানান, দিনাজপুরের বিরামপুরে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি কোচের ধাক্কায় রিকশাভ্যান চালক বাবা ও মেয়েসহ একই পরিবারের দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন ভ্যানচালক পুটলা মুর্ম (৪৫) ও তার মেয়ে জেজিনতা মুর্ম (১৮)।
এ ঘটনায় ভ্যানচালকের স্ত্রী রমনি মুর্ম (৩৫) ও জামাতা সাধন মুর্ম (২৪)সহ দুইজন আহত হয়েছেন। আহতদের বিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘাতক কোচটিকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল দুপুরে ভ্যানচালক পুটলা মুর্ম তার স্ত্রী, মেয়ে ও জামাতাকে নিয়ে ভ্যানযোগে বিরামপুর থেকে পাশের উপজেলা নবাবগঞ্জে বেড়াতে যাচ্ছিলেন।
উপজেলার মির্জাপুর নামক স্থানে মেলার সামনে এসে পৌঁছলে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি কোচ তাদের বিপরীত দিক থেকে এসে সজোরে ধাক্কা দেয়। এ সময় রিকশাভ্যান যাত্রীরা রাস্তার ওপর ছিটকে পড়েন। ঘটনাস্থলেই নিহত হন ভ্যানচালক পুটলা মুর্ম।
এ সময় স্থানীয়রা ছুটে এসে অন্যদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মেয়ে জেজিনতা মুর্ম মারা যান।
ঘাতক কোচটি এখন থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে বিরামপুর থানা পুলিশ।
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা জানান, জানান, ভাণ্ডারিয়া পৌর শহরের টিএন্ডটি সড়কে গতকাল বিকেলে ইটবোঝাই একটি মাহেন্দ্র (লরি) বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই ফাতেমা বেগম (৪০) মারা যান এবং তার ছেলে সাকিব (৮) ও মরিয়ম (৬) গুরুতর আহত হয়। আহতদের বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ গাড়িটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়েছে। গৃহবধূ ফাতেমা বেগমের কাঁঠালিয়া উপজেলার আওড়াবুনিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বারেক হাওলাদারের স্ত্রী। তিনি বাবার বাড়ি ভাণ্ডারিয়া উপজেলার পৈকখালী গ্রামে বেড়াতে এসে বাড়ি থেকে ভাণ্ডারিয়া বাজারে যাচ্ছিলেন।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় বাচ্ছু মিয়া (১৯) নামে এক যুবক নিহত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল কুট্টাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, বিজয়নগর থেকে একদল যুবক পিকআপভ্যানে ভৈরব থেকে বৈশাখী উৎসব পালন শেষে ফেরার পথে কুট্টাপাড়া সোপান সিএনজি পাম্পের কাছে এলে বাচ্ছু মিয়া পিকআপ ভ্যান থেকে মহাসড়কের ওপর পড়ে যান। এ সময় পেছন দিক থেকে আসা একটি মাইক্রোবাস বাচ্ছু মিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত বাচ্ছু মিয়ার বাড়ি বিজয়নগর উপজেলার আইরুল গ্রামে বলে জানা যায়। সরাইল বিশ্বরোড হাইওয়ে থানার ওসি মো: হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।
নওগাঁ ও রানীনগর সংবাদদাতা জানান, নওগাঁর মহাদেবপুরে ট্রাকচাপায় মিজানুর রহমান (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছে। গত শুক্রবার রাত ৯টায় উপজেলা সদরের মাছ চত্বর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। নিহত মিজানুর উপজেলা চান্দাস গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
স্থানীয়রা জানান, মিজানুর রাজমিস্ত্রী কাজ শেষ করে শুক্রবার রাতে মহাদেবপুর থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় নওগাঁ-পতœীতলা সড়কে মাছ চত্বর মোড় নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মিজানুর।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনার পর নিহত মিজানুরের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় মহাদেবপুর থানায় একটি মামলা হয়।
পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের পটিয়ায় বাসের ধাক্কায় পাভেল (২২) নামে রবি সার্ভিস সেন্টারের এক কর্মচারী নিহত হয়েছেন। ১৪ এপ্রিল রাত সাড়ে ৯টায় পৌরসদরে এ দুর্ঘটনা ঘটে। নিহত পাভেল বাহুলী এলাকার আবদুল মান্নানের ছেলে।
পটিয়া কলেজ বাজার হাইওয়ের সার্জেন্ট সোহেল হোসেন বলেন, রাতে বাড়িতে যাওয়ার সময় চট্টগ্রামমুখী সৌদিয়া চেয়ার কোচ (চট্টমেট্রো-ব-১১-০৬৭৫) তাকে চাপা দিলে ঘটনা স্থলে তিনি মারা যান।

http://www.dailynayadiganta.com/detail/news/212454