১১ এপ্রিল ২০১৭, মঙ্গলবার, ৯:৩৯

প্রধানমন্ত্রীর ভারত সফর

বেসরকারি খাতে ১০০০ কোটি ডলারের ১৩ চুক্তি ও এমওইউ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে বেসরকারি খাতে ১৩টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এসব চুক্তির আর্থিক পরিমাণ এক হাজার কোটি ডলার। দিল্লিতে ভারতের সরকারি সূত্র এ তথ্য জানিয়েছে।
বেসরকারি খাতে যেসব চুক্তি ও এমওইউ সই হয়েছে সেগুলো হল : ১. বাংলাদেশের রামপালে ১৩২০ মেগাওয়াট মৈত্রী বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড এবং এক্সিম ব্যাংক অব ইন্ডিয়ার মধ্যে প্যাসিলিটি চুক্তি, ২. মেঘনাঘাটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প থেকে প্রথম পর্যায়ে ৭১৮ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয়ে ভারতের রিলায়েন্স পাওয়ার এবং বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মধ্যে বাস্তবায়ন ও ক্রয় চুক্তি, ৩. ত্রিপুরা থেকে আরও ৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ভারতের এনটিপিসি বিদ্যুৎ ভেপার নিগম লিমিটেড এবং বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মধ্যে সম্পূরক চুক্তি, ৪. নেপাল থেকে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ভারতের এনটিপিসির সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সমঝোতা স্মারক, ৫. ঝাড়খন্ডে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প থেকে আদানি পাওয়ার (ঝাড়খন্ড) লিমিটেড এবং বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মধ্যে ক্রয় চুক্তি, ৬. ভারতের পেট্রোনেট এলএনজি লিমিটেড এবং বাংলাদেশের পেট্রোবাংলার মধ্যে ‘হেডস অব আন্ডারস্যান্ডিং’, ৭. কুতুবদিয়া দ্বীপে ৫০০ এমএমএসসিএফডি এলএনজি টার্মিনাল নির্মাণের লক্ষ্যে রিলায়েন্স পাওয়ার ও পেট্রোবাংলার মধ্যে এমওইউ, ৮. এলএনজি সহযোগিতার লক্ষ্যে ইন্ডিয়া অয়েল কর্পোরেশন লিমিটেড এবং বাংলাদেশের পেট্রোবাংলার মধ্যে এমওইউ, ৯. ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) কাছে ডিজেল বিক্রি ও ক্রয় সংক্রান্ত চুক্তি, ১০. কনটেইনার পরিবহনে কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ এবং কনটেইনার কর্পোরেশন অব ইন্ডিয়ার মধ্যে চুক্তি সমঝোতা স্মারক।

১১. চেন্নাইয়ের তামিলনাড়– ভেটেনারি সায়েন্স ইউনিভার্সিটি এবং চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক, ১২. ভারতের বিশ্বভারতী শান্তিনিকেতন ইউনিভার্সিটি এবং বাংলাদেশের খুলনায় অবস্থিত নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির মধ্যে এমওইউ এবং ১৩. ভারতের টাটা মেডিকেল সেন্টার এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ডিরেক্টরেট জেনারেল অব মেডিকেল সার্ভিসেসের মধ্যে এমওইউ।

http://www.jugantor.com/last-page/2017/04/11/116715/