১৯ জানুয়ারি ২০২২, বুধবার, ৩:৫০

বন্ধ হওয়ার পথে বেসরকারী জুট মিলগুলো

পাটের আকাশছোঁয়াদামের কারণে, ইতিমধ্যে খুলনার বেশ কয়েকটি পাটকল বন্ধ হয়ে গেছে। অনেক পাটকল মালিক তিন শিফটের পরিবর্তে এক অথবা দুই  শিফটে উৎপাদন চালাচ্ছেন।অতীতের সব রেকর্ড ভেঙে কাঁচা পাটের দাম এবার আকাশ ছুঁয়েছে। কিছুদিন আগে প্রতি মণ কাঁচা পাটের দাম ২ হাজার থেকে ২২ শ” টাকা বিক্রি হলেও। বর্তমানে  বিক্রি হচ্ছে ৩৮ শত থেকে ৪ হাজার টাকায়। কোনমতে  উৎপাদন চালিয়েও টিকে থাকার চেষ্টা করছেন কোনো কোনো উদ্যোক্তা।বেসরকারি পাটকলমালিকেরা বলছেন, কাঁচা পাটের দাম দ্বিগুণের বেশি হয়ে গেছে। পাটপণ্যের দামও আনুপাতিক হারে বেড়েছে। বিদেশি ক্রেতারা এত দাম দিতে রাজি নয়। ক্রেতাদের অনেকে পাটের বিকল্প পণ্যের দিকে ঝুঁকছে। তাই কাঁচা পাটের দাম নিয়ন্ত্রণে শিগগিরই সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন। দীর্ঘমেয়াদি নীতি-সহায়তাও দিতে হবে। অন্যথায় বেসরকারি পাট খাতের ভবিষ্যৎ অন্ধকার। জুলাইয়ে বিক্রির মৌসুমের শুরুতে মণপ্রতি দাম ছিল ২০০০-২২০০ টাকা। বড় পাটকলের কাছে কাঁচা পাটের পর্যাপ্ত মজুত থাকলেও ছোটরা সমস্যায় পড়েছে।

উৎপাদন কম হওয়ার কারণেই দাম বাড়তি বলে দাবি ব্যাবসায়িদের। আগামী মৌসুমের আগে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। অধিকাংশ পাটকল তিন শিফটের জায়গায় এক শিফটে উৎপাদন চালাচ্ছে। যারা পারেনি, তারা বন্ধ করে দিয়েছে। মেসার্স জামান ট্রেডিং ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুজ্জামান মিঠু বলেন, দির্ঘদিন বন্দকৃত সোনালী জুট মিলটি মিল মালিকের সাথে আলোচনা সাপেক্ষে চালু করেছি বর্তমানে ৩ শতাধিক শ্রমিক মিলে কর্মরত রয়েছে ভবিষ্যতে পুরোদমে উৎপাদনে যেতে চেয়েছিলাম, কিন্তু বর্তমান যেভাবে পাটের দাম বাড়ছে তাতে কোন কুল কিনারা পাচ্ছিনা, উৎপাদন কম হলেও বেশি দাম দিলেই কাঁচা পাট পাওয়া যাচ্ছে। তার মানে কাঁচা পাটের ব্যবসাটি বর্তমানে মধ্যস্বত্বভোগীদের কাছে চলে গেছে। অন্য খাতের ব্যবসায়ীরাও চলে এসেছে। এজন্য  বাজারে নজরদারি বাড়াতে হবে। বেসরকারী পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারন সম্পাদক গোলাম রসুল খান বলেন বর্তমান প্রেক্ষাপটে সরকার যদি পাট খাতকে নীতিসহায়তা ও আগামী মৌসুমে কাঁচা পাট কেনার জন্য উদ্যোক্তাদের স্বল্পসুদে তহবিল না দেয়, তাহলে অনেক পাটকলই উৎপাদনে ফিরতে পারবে না। বেসরকারী পাটকল মালিকরা মনে করেন পাট ও পাটজাত পণ্য রপ্তানির ৭০ শতাংশই হচ্ছে পাটের সুতা। সেই সুতা কার্পেট তৈরিতে বেশি ব্যবহৃত হয়। কাঁচা পাটের দাম অত্যধিক বেড়ে যাওয়ায় ক্রেতারা ঝুট কাপড়, তুলা ও পিপি সুতার দিকে ঝুঁকছেন। দ্রুত কাঁচা পাটের দাম নিয়ন্ত্রণ না করতে পারলে পাটের সুতার বিকল্প পণ্যগুলো স্থায়ীভাবে জায়গা দখল করে নিবে।

https://dailysangram.com/post/477888