৯ আগস্ট ২০২১, সোমবার, ১:১০

গণটিকায় টোকেন কেন?

দেশব্যাপী গণটিকা কার্যক্রম চলাকালীন রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে নানা হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ। গতকাল ছিল এই কার্যক্রমের দ্বিতীয়দিন। সরজমিন দেখা গেছে, টিকাকেন্দ্রগুলোতে প্রচণ্ড ভিড়। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। বিশৃঙ্খলা আর স্বজনপ্রীতির অভিযোগ অহরহ মিলছে কেন্দ্রগুলোতে। আর ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা যেন নতুন কিছু না। কেন্দ্রগুলোতে কাজ করছেন স্বেচ্ছাসেবীরা। তারা জাতীয় পরিচয়পত্রের তথ্য সংগ্রহের পর দিচ্ছেন টোকেন।

https://mzamin.com/article.php?mzamin=287473&cat=2