৮ আগস্ট ২০২১, রবিবার, ১২:৪৫

টিকার এসএমএস বিড়ম্বনা

করোনার টিকার জন্য রেজিস্ট্রেশন করে এসএমএস বিড়ম্বনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। নিবন্ধন করার এক মাস পার হয়ে গেলেও মেসেজ পাচ্ছেন না অনেকেই। এদিকে নিজেদের সুবিধামতো কেন্দ্র নির্বাচন করে নিবন্ধন করলেও ফিরতি এসএমএস পাচ্ছেন দূরের কোনো কেন্দ্রের। এ ছাড়া নির্ধারিত কেন্দ্রের এসএমএস পেলেও তাকে পাঠিয়ে দেয়া হচ্ছে অন্য কোনো কেন্দ্রে। টিকার এসএমএস সমস্যার বিষয়ে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়কে (আইসিটি) অবহিত করা হয়েছে। শিগগিরই এ সমস্যার সমাধান হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত বছরের জুনে করোনা আক্রান্ত হন ব্যবসায়ী আবদুল মান্নান। পরে সুস্থ হন।

https://mzamin.com/article.php?mzamin=287159&cat=3