৮ আগস্ট ২০২১, রবিবার, ১২:৪০

সপ্তাহের ব্যবধানে শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু

এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ ২৬১ জনের মৃত্যু, শনাক্ত ৮,১৩৬ জন

দেশে চলতি সপ্তাহে করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা বাড়লেও কমেছে শনাক্তের সংখ্যা। তবে এ সময় বেড়ে গেছে মৃত্যুর হার। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদফতর সপ্তাহভিত্তিক করোনাভাইরাসের নমুনা পরীক্ষা, শনাক্তের সংখ্যা, সুস্থতার সংখ্যা ও মৃত্যু সংখ্যা বিশ্লেষণে এ তথ্য জানিয়েছে। আর দৈনিক পরিসংখ্যানের হিসাবে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ২৬১জন। নতুন করে শনাক্ত হয়েছেন আট হাজার ১৩৬ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি সপ্তাহে (১-৭ আগস্ট) দেশে নমুনা পরীক্ষা হয়েছে তিন লাখ ৩৪ হাজার ৫১৩টি। আগের সপ্তাহে (২৫-৩১ জুলাই) নমুনা পরীক্ষা হয়েছিল তিন লাখ ২৩ হাজার ২০০টি। অর্থাৎ গত সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে নমুনা পরীক্ষার হার বেড়েছে ৩ দশমিক ৫০ শতাংশ। চলতি সপ্তাহে রোগী শনাক্ত হয়েছেন ৯৩ হাজার ৯১২ জন আর গত সপ্তাহে রোগী শনাক্ত হয়েছিলেন ৯৬ হাজার ১৪০ জন। গত সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে রোগী শনাক্তের হার কমেছে ২ দশমিক ৩২ শতাংশ।

অন্য দিকে চলতি সপ্তাহে গত সপ্তাহের চেয়ে মৃত্যুহার বেড়েছে ৫ দশমিক ৩১ শতাংশ। চলতি সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে এক হাজার ৭২৬ জনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। সেখানে গত সপ্তাহে মারা গিয়েছিলেন এক হাজার ৬৩৯ জন।
পাশাপাশি চলতি সপ্তাহে গত সপ্তাহের চেয়ে করোনা আক্রান্ত রোগীর সুস্থতার হারও বেশি। এ সপ্তাহে এক লাখ ১০ হাজার ৬০৮ জন রোগী সুস্থ হয়েছেন আর গত সপ্তাহে সুস্থ হয়েছিলেন ৮৯ হাজার ৮৭৩ জন। অর্থাৎ গত সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে সুস্থতার হার বেড়েছে ২৩ দশমিক ০৭ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু : এ দিকে গত এক দিনে করোনায় আক্রান্ত হয়ে আরো ২৬১ জন মারা গেছেন। এর আগে গত ৫ আগস্ট ২৬৪ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর, যা ছিল দেশের সর্বোচ্চ মৃত্যু। সে হিসাবে গতকাল শনিবার করোনায় আক্রান্ত হয়ে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হলো দেশে। গতকালের মৃত্যু নিয়ে দেশে এ পর্যন্ত মারা গেছেন ২২ হাজার ৪১১ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৬১ জনের মধ্যে পুরুষ ১৫২ জন আর নারী ১০৯ জন। স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন আট হাজার ১৩৬ জন। শনাক্তের হার ২৫ দশমিক ৬৫ শতাংশ। তাদের নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৩ লাখ ৪৩ হাজার ৩৯৬ জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৩৮৩ জন। দেশে মোট সুস্থ করোনা রোগীর সংখ্যা ১১ লাখ ৮৮ হাজার ৮২০ জন।
গতকাল মৃতদের বয়স বিবেচনায় দেখা গেছে, ৯১-১০০ বছরের মধ্যে রয়েছেন ৯ জন, ৮১-৯০ বছরের মধ্যে ১৬ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৪৪ জন, ৬১-৭০ বছরের মধ্যে ৭৬ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৬৪ জন, ৪১-৫০ বছরের মধ্যে ২৮ জন, ৩১-৪০ বছরের মধ্যে ১৫ জন, ২১-৩০ বছরের মধ্যে আটজন এবং ১১-২০ বছরের মধ্যে রয়েছে একজন।

অন্য দিকে মারা যাওয়া ২৬১ জনের মধ্যে ঢাকা বিভাগের ১০১ জন, চট্টগ্রাম বিভাগের ৬২ জন, রাজশাহী বিভাগের আটজন, খুলনা বিভাগের ৪৫ জন, বরিশাল বিভাগের ১২ জন, সিলেট বিভাগের সাতজন, রংপুর বিভাগের ১০ জন আর ময়মনসিংহ বিভাগের ১৬ জন রয়েছেন।
আরো ১২ জনের মৃত্যু রামেক হাসপাতালে : রাজশাহী ব্যুরো জানায়, প্রাণঘাতী করোনাভাইরাস ও করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে চারজন ও করোনা উপসর্গ নিয়ে আটজন মারা গেছেন। মৃতদের মধ্যে পুরুষ আটজন ও নারী চারজন ছিলেন। মৃত ১২ জনের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দু’জন, নাটোরের একজন, নওগাঁর একজন, কুষ্টিয়ার দু’জন, পাবনার দু’জন ও সিরাজগঞ্জের একজন ছিলেন। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ নিয়ে রামেক হাসপাতালের করোনা ইউনিটে চলতি আগস্টের প্রথম সাত দিনে শনিবার সকাল ৮টা পর্যন্ত মোট ১১০ জনের মৃত্যু হলো। আর গত জুলাইয়ে মোট ৫৩৫ জনের মৃত্যু হয়। জুনে মারা যায় ৪০৫ জন রোগী।

চট্টগ্রামে নতুন শনাক্ত ৯২৮, মৃত্যু ৮
চট্টগ্রাম ব্যুরো চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত নতুন শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২৮ জনে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আটজনের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে দুই হাজার ৭২৪ জনের নমুনা পরীক্ষা করে ৯২৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। চট্টগ্রামে এখন পর্যন্ত ৮৯ হাজার ৫৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
ময়মনসিংহ মেডিক্যালে আরো ১২ জনের মৃত্যু
ময়মনসিংহ অফিস জানায়, ময়মনসিংহে মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় তিনজন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৯ জন। মৃতদের মধ্যে ময়মনসিংহের ছয়জন, নেত্রকোনার চারজন, জামালপুরের একজন ও শেরপুরের একজন রয়েছে। করোনা ইউনিটের ফোকাল পারসন ডা: মহিউদ্দিন খান এ তথ্য জানান। এ দিকে সিভিল সার্জন ডা: নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জনের নমুনা পরীক্ষায় আরো ১৩৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৩৯ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৭ হাজার ২৭০ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ৮৯৫ জন। ময়মনসিংহ বিভাগে এ পর্যন্ত ৪৫০ জন করোনায় মারা গেছেন। এর মধ্যে ময়মনসিংহের ১৮৮ জন, নেত্রকোনার ৯৯ জন, জামালপুরের ৮৭ জন ও শেরপুরের ৭৭ জন রয়েছে।
বরিশালে এক দিনে ২৩ জনের মৃত্যু
বরিশাল ব্যুরো জানায়, বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আটজন ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৯৫ জন। গতকাল শনিবার এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডা: বাসুদেব কুমার দাস। তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে বরিশালের তিনজন, ভোলায় তিনজন ও ঝালকাঠির দু’জন রয়েছেন।

এ দিকে সাতক্ষীরায় ফের বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে দুই নারীসহ আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৫ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন কমপক্ষে ৫৭২ জন। পাবনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় ৯৪ টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২১ দশমিক ২৭ শতাংশ। একই সময়ে পাবনায় করোনাভাইরাস ও উপসর্গে আরো সাতজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া ফেনী ও ভোলায় ছয়জন করে ১২ জনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়ায় মারা গেছে ৯ জন।

https://www.dailynayadiganta.com/first-page/600040