২ আগস্ট ২০২১, সোমবার, ১১:৫১

অনলাইনে পরীক্ষা দেয়ার সামর্থ্য নেই অনেক শিক্ষার্থীর

প্রান্তিক পর্যায়ের অনেক শিক্ষার্থীর অনলাইনে পরীক্ষা দেয়ার সামর্থ্য নেই। বিশেষ করে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থী এবং যারা গ্রামের একেবারে প্রান্তিক পর্যায় থেকে এসেছেন। তাদের জন্য অনলাইনে পরীক্ষা দেয়া সম্ভব নয়। গতকাল রোববার গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।

অধ্যাপক আই কে সেলিম বলেন, অনেকেই বলছে সাত কলেজে অনলাইনে পরীক্ষা নিতে। এখন অনলাইনে পরীক্ষা নিলে সবাই তো অংশ নিতে পারবে না। আমাদের জন্য এটা কঠিন হয়ে যাবে। কারণ এসব প্রতিষ্ঠানে অনেক প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীরা পড়ালেখা করে। এ ছাড়া চলমান লকডাউন উঠে গেলে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে স্থগিত পরীক্ষা শুরুর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

এ দিকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের করোনার টিকা দিয়েই ক্যাম্পাস খোলার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি। সাত কলেজ শিক্ষার্থীদের করোনার টিকা প্রাপ্তির বিষয়ে অধ্যাপক আই কে সেলিম বলেন, সাত কলেজের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা নিশ্চিত করতে আমরা শিক্ষার্থীদের তালিকা সংগ্রহ করে প্রস্তুত রয়েছি।

তিনি বলেন, কোনো কারণে যদি সরকারের টিকার সিদ্ধান্ত কার্যকরে বিলম্ব হয়; তাহলে আমাদের শিক্ষার্থীদের কিভাবে অগ্রাধিকার দেয়া যায় সেটিও ভাবা হচ্ছে। অনেকে বলছে, তালিকার প্রয়োজন হবে না। আমি বলেছি, আমরা তালিকা প্রস্তুত করে রাখছি যদি প্রয়োজন হয় তাহলে সরবরাহ করতে পারব।

https://www.dailynayadiganta.com/last-page/598662/