৪ জুলাই ২০২১, রবিবার, ৩:০১

বিপজ্জনক সময় পার করছে বিশ্ব : ডব্লিউএইচও

করোনাভাইরাসের ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের দ্রুত সংক্রমণের মধ্য দিয়ে পুরো দুনিয়া একটি বিপজ্জনক সময় পার করছে। গত শুক্রবার এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানোম গেব্রেয়াসুস। খবর হিন্দুস্তান টাইমস ও রয়টার্স।
করোনার অতি সংক্রামক এই ভ্যারিয়েন্টটি এরই মধ্যে বিশ্বের শখানেক দেশে ছড়িয়ে পড়েছে। ডব্লিউএইচও প্রধান বলেছেন, ডেল্টার মতো আরো সংক্রামক ভ্যারিয়েন্টগুলো দ্রুত অনেক দেশে প্রভাবশালী স্ট্রেইন হয়ে উঠছে। আমরা এই মহামারীর খুব বিপজ্জনক একটি সময়ে রয়েছি।
তিনি বলেন, কম ভ্যাকসিন দেয়া দেশগুলোর হাসপাতালগুলোতে রোগীদের ভিড় উপচে পড়া ফের স্বাভাবিক ঘটনায় পরিণত হতে চলেছে। কোনো দেশই করোনার নাগালে বাইরে নয়। তবে বিশেষ করে ডেল্টা ভ্যারিয়েন্ট বিপজ্জনক হিসেবে আবির্ভূত হয়েছে।

এ দিকে ইউরোপে করোনার নতুন ঢেউয়ের ঝুঁকি নিয়ে সতর্ক সতর্কবাতা উচ্চারণ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপের প্রধান হ্যান ক্লুগে। তিনি জানান, অবাধ চলাফেরা, ভ্রমণ, জনসমাগম এবং সামাজিক বিধিনিষেধ শিথিলের ফলে গত সপ্তাহে অঞ্চলটিতে সংক্রমণ প্রায় ১০ শতাংশ বেড়েছে। হ্যান ক্লুগে বলেন, ইউরোপজুড়ে ১০ সপ্তাহ ধরে সংক্রমণের গতি ছিল নিম্নমুখী। কিন্তু এমন অবস্থার ইতি ঘটছে। মানুষ শৃঙ্খলাবদ্ধ না হলে এ অঞ্চলে করোনার আরেকটি ঢেউ আঘাত হানবে।

টিকাদানে ধীর গতি, কোভিডের নতুন ভ্যারিয়েন্ট এবং ক্রমবর্ধমান সোশ্যাল মিক্সিংয়ের ফলে এই ঝুঁকি বেড়েছে বলে মনে করেন হ্যান ক্লুগে। ইউরো ২০২০ কোভিডের একটি সুপার স্প্রেডার হয়ে দাঁড়াতে পারে বলেও সতর্কবার্তা উচ্চারণ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্মকর্তা।
এশিয়ায় ছড়িয়ে পড়ছে ডেল্টা ভ্যারিয়েন্ট : শুধু ভারত নয়, বিশ্বের অনেক দেশেই এখন আতঙ্ক ছড়াচ্ছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। করোনার এই ধরনটি প্রথম ভারতে শনাক্ত হওয়ায় এটি ভারতীয় ধরন হিসেবেও পরিচিত। তবে গত কয়েকদিনে ভারতে সংক্রমণ কিছুটা কমতে শুরু করলেও এশিয়ার অন্যান্য দেশে সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে। ডেল্টা ভ্যারিয়েন্টের কারণেই সংক্রমণের গতি বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির।
এশিয়ার অল্প কয়েকটি দেশ ছাড়া বেশির ভাগ দেশে ভ্যাকসিন কার্যক্রম খুবই ধীরগতিতে চলছে। সে কারণে ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্ক আরো বাড়ছে। ডেল্টা ভ্যারিয়েন্ট যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে আগামী কয়েক মাসে পুরো বিশ্বেই সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে করোনাভাইরাসের এই অতি সংক্রামক ধরন। ইতোমধ্যে প্রায় ১০০টি দেশে এই ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে। দ্রুত সংক্রমণ ছড়ানোর ক্ষমতা অনেক বেশি হওয়ায় বিষয়টি নিয়ে ইতোমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও।

টিকা না নেয়া মানুষেরা ‘ভ্যারিয়েন্ট কারখানা’, বিশেষজ্ঞদের হুঁশিয়ারি : করোনাভাইরাসের টিকা না নেয়া মানুষেরা শুধু যে নিজের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছেন তা নয়, করোনায় আক্রান্ত হলে তারা সবার জন্যই ঝুঁকি হয়ে যান। কারণ করোনাভাইরাস ভ্যারিয়েন্টের জন্ম হয় শুধু আক্রান্ত ব্যক্তির শরীরেই। যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞরা এমনটাই দাবি করেছেন। খবর রয়টার্সের। ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারের সংক্রামক রোগ শাখার অধ্যাপক উইলিয়াম শ্যাফনার গত শুক্রবার সিএনএনকে বলেন, টিকা না নেয়া মানুষেরা ভ্যারিয়েন্ট কারখানা। টিকা না নেয়া যত বেশি মানুষ থাকবেন ভাইরাসের বংশবৃদ্ধির সুযোগ তত বাড়বে। তিনি আরো বলেন, যখন বংশবৃদ্ধি ঘটে তখন ধরনও পাল্টায়। এই প্রক্রিয়ায় এমন ভ্যারিয়েন্ট চলে আসতে পারে যা এখনকার সবগুলোর চেয়ে বেশি ভয়ঙ্কর।

আমিরাতসহ ৩ দেশের নাগরিকদের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা : সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া ও ভিয়েতনামের নাগরিকদের সৌদি আরবে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। করোনাভাইরাসের একটি ভ্যারিয়েন্ট মোকাবেলায় শনিবার এ পদক্ষেপ নিয়েছে রিয়াদ। নতুন এ নিয়ম আজ রাত ১১টা থেকে কার্যকর হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসপিএ জানিয়েছে, সৌদি নাগরিকরা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এসব দেশে যাওয়ার সুযোগ পাবেন। এ ছাড়া এসব দেশ থেকে ফেরা সৌদি নাগরিকদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

টিকা কেনায় দুর্নীতির অভিযোগ, বিপাকে ব্রাজিলের প্রেসিডেন্ট : ভারতীয়দের নিজস্ব আবিষ্কৃত করোনা টিকা কোভ্যাক্সিন কেনার চুক্তিতে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে বেশ বিপাকেই পড়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। সর্বোচ্চ আদালতের নির্দেশে তার বিরুদ্ধে তদন্তে নামছেন দেশটির শীর্ষ প্রসিকিউটর। শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত ফেব্রুয়ারিতে ভারত বায়োটেক উদ্ভাবিত করোনা টিকার দুই কোটি ডোজ কিনতে ১৬০ কোটি রিয়ালের (ব্রাজিলিয়ান মুদ্রা) চুক্তি করেছিল ব্রাজিল। কিন্তু সেখানে অতিরিক্ত মূল্য, শুল্কছাড়সহ নানা দুর্নীতির অভিযোগ ওঠার পর ব্যাপক জনরোষ সৃষ্টি হয় দেশটিতে। এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার চুক্তিটি স্থগিত করেছে ব্রাজিল সরকার।

এবার টিকা চুক্তিতে অনিয়মের অভিযোগের তদন্তে নামছেন দেশটির ফেডারেল প্রসিকিউটর এবং কম্পট্রলার জেনারেলস অফিস (সিজিইউ)। ভারতের কাছ থেকে টিকা কেনার চুক্তিতে অনিয়মের অভিযোগ ওঠার পর থেকেই বিষয়টি ব্রাজিলিয়ান প্রেসিডেন্টের জন্য গলার কাঁটা হয়ে ওঠে। কারণ এর সাথে কংগ্রেসের নিম্নকক্ষের চিফ হুইপের নামও জড়িয়ে পড়েছে। প্রসিকিউটর জেনারেলের অফিস থেকে প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্তের বিষয়টি সুপ্রিম কোর্টে অনুমোদিত হয়ে আসতে হবে। তবে চলতি সপ্তাহেই দেশটির সর্বোচ্চ আদালতের বিচারপতি রোজা ওয়েবার তাৎক্ষণিকভাবে এ বিষয়ে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছিলেন।

ইরানে ডেল্টা ভ্যারিয়েন্টে পঞ্চম ঢেউয়ের আশঙ্কা রুহানির : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপে তার দেশে করোনাভাইরাসের সংক্রমণের নতুন ঢেউ দেখা দিতে পারে। এরই মধ্যে এই ভ্যারিয়েন্ট ইরানে শনাক্ত হয়েছে। জনগণকে সতর্ক থাকতে হবে। অ্যান্টি-ভাইরাস টাস্কফোর্সের এক বৈঠকে তিনি এসব কথা বলেন। রুহানি বলেন, আশঙ্কা করা হচ্ছে আমরা পঞ্চম ঢেউয়ের মধ্যে পড়তে যাচ্ছি। ইরানের সরকারি তথ্য অনুসারে, দেশটির ৩২ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৮৪ হাজার মানুষের। কর্তৃপক্ষ স্বীকার করেছে, তাদের পরিসংখ্যানে সব করোনায় মৃতের তথ্য উঠে আসেনি।

https://www.dailynayadiganta.com/first-page/592613