২১ জুন ২০২১, সোমবার, ১২:৩৬

বন্যার আশঙ্কা : নদীতে পানি বৃদ্ধি, উজান থেকে আসছে ঢল

অভ্যন্তরীণ ও উজান থেকে ধেয়ে আসা ঢলে বড়-ছোট সব নদী ভরে যেতে শুরু করেছে। ফলে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। কোনো কোনো এলাকায় পানি বিপদসীমা অতিক্রম করে নদীর দুই তীর উপচে বন্যা সৃষ্টি হয়েছে। যদিও গতকাল পর্যন্ত বড় সবগুলো নদীর পানি স্থিতিশীল থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। এ ছাড়া ভারী বর্ষণের কারণে পানি সরে যেতে না পারায় স্থানীয়ভাবে জলাবদ্ধতা দেখা দিয়েছে বিভিন্ন স্থানে। পানি খাল ও অন্যান্য উৎস থেকে নিচে নেমে শেষ হচ্ছে না। গতকাল রোববার সকাল পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড পর্যবেক্ষণ করে এমন ৫৭ স্থানের নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ বিভাগ জানিয়েছে, আজ সোমবারই তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে। আবার দেশের সর্ব দক্ষিণে কক্সবাজার জেলার টেকনাফ, উখিয়া, রামু, মেহশখালী, কুতুবদিয়ায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে ভারী বর্ষণের কারণে। বন্যার কারণে পাহাড়ের ঢালে বসবাসরত এলাকার লোকজনকে সতর্ক থাকতে বলা হয়েছে। এসব স্থানে ভূমিধসেরও সৃষ্টি হতে পারে।
পানি উন্নয়ন বোর্ড বলেছে, ব্রহ্মপুত্র নদ ও যমুনা নদীর পানি স্থিতিশীল রয়েছে, আজো এমনই থাকতে পারে। গঙ্গা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। অন্যদিকে গঙ্গার নিচে পদ্মার পানি সমতল স্থিতিশীল রয়েছে। উজানে ও সীমান্ত এলাকায় ভারী বর্ষণের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান প্রধান নদীগুলোর পানিও বৃদ্ধি পাচ্ছে।
বাংলাদেশের আকাশে মৌসুমী বায়ু প্রবল থাকায় দেশব্যাপী বৃদ্ধি পেয়েছে ভারী বর্ষণ। দেশের খণ্ড খণ্ড কয়েকটি এলাকায় আবার এই মৌসুমি বায়ু বেশি প্রবাহিত হওয়ায় কোথাও কোথাও ভারী থেকে ভারী বৃষ্টি হচ্ছে। আবার একই কারণে উজানে ভারতের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে ভারী থেকে ভারী বর্ষণ। এসব কারণে হঠাৎ করেই উজান থেকে আসা ঢল ও অভ্যন্তরীণ প্রবল বর্ষণে কিছু নদ-নদীর দু’কূল উপচে বন্যা শুরু হয়ে গেছে।

https://www.dailynayadiganta.com/first-page/589561