৪ এপ্রিল ২০১৭, মঙ্গলবার, ১০:২৪

প্রতিরক্ষা সমঝোতা চূড়ান্ত

ভারত থেকে ৫০ কোটি ডলারের সমরাস্ত্র কিনবে বাংলাদেশ

প্রতিরা সহযোগিতার সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় ভারতের কাছ থেকে ৫০ কোটি ডলারের সমরাস্ত্র কিনবে বাংলাদেশ। ২০ বছরে পরিশোধযোগ্য এই ঋণের সুদ হবে এক শতাংশ। আগামী ৮ এপ্রিল দিল্লিতে দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের পর সইয়ের জন্য এ বিষয়ক এমওইউটি চূড়ান্ত করা হয়েছে।
প্রতিরা সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বাংলাদেশ ও ভারত পঁাঁচ বছরমেয়াদি এমওইউ সই করতে যাচ্ছে। ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিরা সহযোগিতার রূপরেখার সমঝোতা স্মারক’-এর খসড়ায় প্রতিরা শিল্পে সহযোগিতা এবং এই শিল্পের বিকাশে যৌথ উদ্যোগ, প্রতিরা প্রযুক্তি, মহাকাশ প্রযুক্তি, গবেষণা এবং সামুদ্রিক অবকাঠামো উন্নয়নে একে অন্যকে সহায়তার কথা বলা আছে। এই এমওইউ’র আওতায় ভারতের কাছ থেকে প্রথমবারের মতো সমরাস্ত্র কিনবে বাংলাদেশ।
এমওইউ’র খসড়া অনুযায়ী বাণিজ্যিকভাবে লাভজনক, প্রতিযোগিতামূলক মূল্য, গুণগত মান নিশ্চিত এবং পারস্পরিক স্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিরা শিল্পের সাথে যুক্ত কোম্পানি ও সংস্থার মাধ্যমে এই সহযোগিতা কার্যকর হবে। তবে সংশ্লিøষ্ট কোম্পানি বা সংস্থাগুলোর সাথে তৃতীয় কোনো পরে চুক্তি থাকলে এমন কিছু করা যাবে না, যাতে তা লঙ্ঘিত হয় বা কোনো নিয়ন্ত্রণ আরোপিত হয়। দুই পই তাদের কোম্পানিগুলোকে এই ধরনের প্রকল্প বাস্তবায়ন এবং সহযোগিতার কার্যক্রম ব্যবস্থাপনায় সমর্থন দেবে। উভয় পক্ষ নিজ নিজ সরকারি নীতি এবং জাতীয় নিরাপত্তাকে বিবেচনায় নিয়ে প্রতিরা শিল্পের উন্নয়ন ও প্রতিরাসংক্রান্ত পণ্য উৎপাদন কিভাবে হবে, তা আলোচনা করে ঠিক করবে।
প্রতিরা সহযোগিতা প্রক্রিয়া পর্যালোচনার জন্য দুই দেশের প্রতিরা সচিব এবং সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পর্যায়ে বার্ষিক সংলাপ হবে। এই সংলাপ প্রতি বছর পালা করে বাংলাদেশ ও ভারতে অনুষ্ঠিত হবে।
প্রতিরা সহযোগিতার আওতায় যেসব গোপন তথ্যবিনিময় হবে, সেগুলো যাতে পরস্পরের বিরুদ্ধে ব্যবহার না হয়, তা দুই প নিশ্চিত করবে। প্রতিরা সহযোগিতার প্রক্রিয়ার সময় দুই প গোপনীয়তা মেনে চলবে।
পাঁচ বছরমেয়াদি বাংলাদেশ-ভারত প্রতিরা সহযোগিতার রূপরেখার এমওইউ মেয়াদ পূর্তির পরদিন নবায়ন হবে। এমওইউতে কোনো পরিবর্তন আনতে হলে মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগে যেকোনো প নোটিশ দিয়ে তা জানাবে।

http://www.dailynayadiganta.com/detail/news/209423