১৫ জুন ২০২১, মঙ্গলবার, ১:০৫

মৃত্যু বেড়ে ৫৪

ফের শনাক্ত ৩০০০ ছাড়িয়েছে

দেশে মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। শনাক্ত আবার ৩ হাজার ছাড়িয়েছে। একদিনে শনাক্তের হার প্রায় ১৫ শতাংশ। সীমান্তবর্তী জেলাগুলোতে হু হু করে বেড়েই চলছে সংক্রমণ। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। যা গত ৩৬ দিনের মধ্যে সর্বোচ্চ। এ পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ১৩ হাজার ১৭২ জন। নতুন শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫০ জন। যা গত ৪৯ দিনের মধ্যে সর্বোচ্চ।

মোট শনাক্ত হয়েছেন ৮ লাখ ২৯ হাজার ৯৭৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৬৪ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৬৮ হাজার ৮৩০ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের করোনার নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২১ হাজার ৯১৪টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৬০২টি। এ পর্যন্ত ৬১ লাখ ৯৫ হাজার ৭১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ৮০ শতাংশ। এ পর্যন্ত ১৩ দশমিক ৪০ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৩ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৫৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৩৯ জন পুরুষ এবং নারী ১৫ জন। এখন পর্যন্ত পুরুষ ৯ হাজার ৪৭৭ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৬৯৫ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের উপরে রয়েছেন ২৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৫ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন রয়েছে। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রামে ১৪ জন, রাজশাহীতে ১৩ জন, খুলনা বিভাগে ৭ জন, বরিশালে ১ জন, রংপুরে ৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছে। ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৪০ জন, বেসরকারি হাসপাতালে ১০ জন এবং বাসায় ৪ জন।

https://mzamin.com/article.php?mzamin=278629&cat=2