৭ জুন ২০২১, সোমবার, ১:২৮

রামেকে করোনায় আরও ৭ মৃত্যু, শনাক্ত ৪৩.৯৭%

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আরও সাতজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। এদিকে রাজশাহীতে আক্রান্ত শনাক্ত হারও প্রায় অর্ধেকে। এই সময়ে পরীক্ষা বিবেচনায় শনাক্ত হার ছিল ৪৩.৯৭ শতাংশ।

রামেকে মারা যাওয়া সাতজনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিনজন। রাজশাহী, নওগাঁ, নাটোর ও পাবনার একজন করে। এসময় করোনা নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ২০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। সবমিলে বর্তমানে হাসপাতলের করোনা ওয়ার্ডে ভর্তি আছেন ২৩২ জন। আইসিইউতে আছেন ১৮ জন। এছাড়া সংক্রমণ বেড়ে যাওয়ার পর প্রায় প্রতিদিনই হাসপাতালটিতে মৃত্যু হচ্ছে।

সোমবার সকালে রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গতকালের চেয়ে রোগী একটু কমেছে। গতকাল নতুন ৩০ জন ভর্তি হওয়ার পর মোট রোগী ছিল ২৩৫ জন।

এদিকে করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সোমবার বিকেল ৫টা থেকে ভোর ৬টা পর্যন্ত শুরু হচ্ছে কঠোর বিধিনিষেধ। এসময় সব দোকানপাট ও মানুষের চলাফেরা বন্ধ থাকবে। কেউ অকারণে বের হলে তার বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।

রোববার রাজশাহীর দুটি ল্যাবে ৪৭৭টি নমুনা পরীক্ষায় ২৯টি ইনভ্যালিড হয় এবং ১৯৭ জনের করোনা পজিটিভ ধরা পড়ে। এ হিসেবে রোববার বিভাগটিতে পরীক্ষা অনুমাতে করোনা শনাক্ত হওয়ার হার ছিল ৪৩ দশমিক ৯৭ শতাংশ।

https://samakal.com/capital/article/210664572