১ জুন ২০২১, মঙ্গলবার, ১:০৯

জুনেও হচ্ছে না গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা

করোনার দ্বিতীয় ঢেউয়ে পিছিয়ে যাচ্ছে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা। আগামী ১৯ জুন থেকে আলাদা বিভাগের এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গুচ্ছ পরীক্ষা পিছিয়ে দেয়ার কথা জানানো হয়েছে; অর্থাৎ জুনে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা হচ্ছে না। নতুন করে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বছরই প্রথমবারের মতো দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভিত্তিতে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্বান্ত নেয়া হয়। সমন্বিত ভর্তি কমিটির প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, তিন বিভাগের শিক্ষার্থীদের জন্য আলাদা তিনটি পরীক্ষা হবে। আগামী ১৯ জুন মানবিক বিভাগের, ২৬ জুন বাণিজ্যের ও ৩ জুলাই বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছিল।

তবে আয়োজক কমিটির নীতিনির্ধারকরা বলছেন, দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা এবং সরকারি বিধিনিষেধ (লকডাউন) আগামী ৬ জুন পর্যন্ত বাড়ানো ফলে আগামী জুন মাসে নির্ধারিত সময়ে এসব পরীক্ষা আয়োজনের কোনো সম্ভাবনা নেই। শিগগির সমন্বিত ভর্তি কমিটি বসে এ ভর্তি পরীক্ষার পুনর্নির্ধারিত তারিখ নির্ধারণ করবেন। তথ্যমতে, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রতিটি বিভাগে সর্বোচ্চ দেড় লাখ ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। গত ১ এপ্রিল থেকে শুরু হয়েছে প্রাথমিক আবেদন। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সরকার ঘোষিত লকডাউন শেষ হওয়ার পরবর্তী ১০ দিন পর্যন্ত চলবে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাথমিক আবেদন।
সেই হিসেবে আগামী ৭ জুন থেকে সরকার চলমান লকডাউন তুলে নিলেও ১৬ জুন পর্যন্ত চলবে প্রাথমিক আবেদন। এরপর প্রাথমিকভাবে আবেদন থেকে ৬টি ক্রাইটেরিয়া ক্রমানুসারে ব্যবহার করে চূড়ান্ত মেধাক্রম প্রস্তুত করবে সমন্বিত ভর্তি কমিটি। তার পর মেধা তালিকা প্রকাশ করে চূড়ান্ত আবেদন করতে হবে শিক্ষার্থীদের।

ভর্তি কমিটি বলছে, পরীক্ষার্থীদের প্রাথমিক আবেদন শেষে ভর্তি পরীক্ষা আয়োজনসংক্রান্ত যেসব আনুষঙ্গিক কাজ রয়েছে তা আগামী জুন মাসে সম্পন্ন করা সম্ভব নয়। তাই জুনে নির্ধারিত সময়ে এসব পরীক্ষা নেয়া যাচ্ছে না।

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির ভিসি ও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষাবিষয়ক টেকনিক্যাল সাব-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুনাজ আহমেদ বলেন, ১৯ জুন থেকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই। সরকার ঘোষিত বিধিনিষেধ যদি আগামী ৭ জুন থেকে তুলে নেয় তা হলে প্রাথমিক আবেদন শেষ হবে ১৬ জুন। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ ও আবেদন, পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও তৈরি। তাই ধরেই নিতে পারি যে, আগামী ১৯ জুন থেকে পরীক্ষা হচ্ছে না।

ভর্তি কমিটির সদস্য সচিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: ওহিদুজ্জামান বলেন, শিগগিরিই আমরা একটি বৈঠকে বসব এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করব। কোনো বিকল্প পদ্ধতি গ্রহণ করবেন কি না জানতে চাইলে তিনি জানান, বৈঠক না করে এটি বলা মুশকিল। আগে আমরা বৈঠকে বসি সেখানে শিক্ষার্থীদের সার্বিক সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করে যদি বিকল্প পদ্ধতি গ্রহণের প্রয়োজন হয় তা হলে আমরা অবশ্যই বিকল্প পদ্ধতি গ্রহণ করব।

https://www.dailynayadiganta.com/first-page/585487