১৯ মে ২০২১, বুধবার, ৫:৪৭

ইসরাইলি আগ্রাসন অব্যাহত, মৃত্যু বেড়ে ২১২

বিধ্বস্ত গাজায় লাশের সারি

যুদ্ধবিরতিতে বাইডেনের সমর্থন

গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত সামরিক আগ্রাসনে ফিলিস্তিনিদের লাশের সারি দীর্ঘ হচ্ছে। ইসরাইলের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১২ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৬১টি শিশু ও ৩৬ জন নারী রয়েছেন।

এদিকে আট দিনের রক্তক্ষয়ী সহিংসতার পর ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতির পক্ষে সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন আবারও হামলা অব্যাহত রাখতে ইসরাইলকে উসকানি দিয়েছেন। অপরদিকে গাজায় ইসরাইলের ‘যুদ্ধাপরাধ’র তদন্তের দাবি জানিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। আর ইসরাইলের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রে। এছাড়া গাজায় হামলার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার বিক্ষোভ হয়েছে।

গাজায় হতাহত বাড়ছে : গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, গত এক সপ্তাহের বেশি সময় ধরে চলা সংঘর্ষে ইসরাইলি বাহিনীর হামলায় আহত হয়েছেন ১ হাজার ৫০০ জন ফিলিস্তিনি। জাতিসংঘ জানিয়েছে, ইসরাইলি বিমান হামলায় গাজায় ৩৮ হাজার মানুষের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে আড়াই হাজার। ইসরাইলের হামলা থেকে বাঁচতে কয়েকশ ফিলিস্তিনি পরিবার নিজেদের বাড়ি ছেড়ে উত্তর গাজায় জাতিসংঘের পরিচালিত বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। সংস্থাটি জানিয়েছে, অব্যাহতভাবে ?অপরাধমূলক হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। ফলে অন্তত ১০ হাজার ফিলিস্তিনি নিজেদের বাড়িঘর ছেড়েছেন। করোনা মহামারিতে এসব ফিলিস্তিনি স্কুল, মসজিদ এবং অন্যান্য জায়গায় আশ্রয় নিচ্ছেন। সেখানে পানি, খাদ্য ও চিকিৎসাসেবা পর্যাপ্ত নয়। এছাড়া মহামারিতে স্বাস্থ্যবিধিও মেনে চলার সুযোগ নেই।

নিজ দলের চাপে যুদ্ধবিরতিতে বাইডেনের সমর্থন : নিজ দলের আইনপ্রণেতাদের ক্ষোভের মুখে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতির পক্ষে সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি সোমবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন। এ ফোনকলেই বাইডেন ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতির পক্ষে তার সমর্থন প্রকাশ করেন। বাইডেন-নেতানিয়াহুর মধ্যকার ফোনালাপ নিয়ে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউজ। এতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতির পক্ষে তার সমর্থন প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি ইসরাইলি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, দুপক্ষের মধ্যে সংঘাত বন্ধে মিসরসহ অন্যান্য অংশীদার দেশের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উসকানি : যুদ্ধবিরতির পক্ষে বাইডেন সমর্থন ব্যক্ত করলেও মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সোমবার আবারও হামলা অব্যাহত রাখতে ইসরাইলকে উসকানি দিয়েছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনের হামলা থেকে বাঁচতে ?ইসরাইলের আত্মরক্ষার অধিকার আছে। ডেনমার্কের কোপেনহেগেনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্যের পুনরাবৃত্তি করেন তিনি। একইসঙ্গে ইসরাইলে রকেট নিক্ষেপ বন্ধে গাজার ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

গাজায় ‘যুদ্ধাপরাধ’র তদন্ত চায় ওআইসি : গাজায় ইসরাইলের দ্বারা সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগের তদন্তের দাবি জানিয়েছে ওআইসি। ইসরাইলের চলমান এ নৃশংস হামলার নিন্দা জানিয়ে ওআইসির স্বতন্ত্র স্থায়ী মানবাধিকার কমিশন ‘আন্তর্জাতিক অপরাধ আদালত’র মাধ্যমে তদন্ত করে এ বিবাদের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছে। গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদ জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি বলছে, গাজায় চালানো ইসরাইলি বোমা হামলা যুদ্ধাপরাধের সমান। হিউম্যান রাইটস ওয়াচের ইসরাইল ও ফিলিস্তিন বিষয়ক মুখপাত্র ওমর শাকের আল-জাজিরাকে বলেন, গাজা উপত্যকায় আমরা দেখেছি ইসরায়েলি বিমানগুলো বাণিজ্যিক এবং আবাসিক ভবনে আঘাত হেনেছে; যে ভবনগুলোতে শত শত পরিবার রয়েছে। বোমা হামলায় নারী ও শিশুসহ কয়েক ডজন বেসামরিক মানুষ নিহত হয়েছে এবং বেসামরিক অবকাঠামোর ক্ষতি হয়েছে। বোমা হামলার এসব ঘটনা যুদ্ধাপরাধের সমান।
ইসরাইলে মার্কিন অস্ত্র বিক্রির নিন্দা অ্যামনেস্টির : ইসরাইলি বিমান হামলায় গাজায় নারী ও শিশুসহ ফিলিস্তিনিদের রক্তপাতের মধ্যেই দখলদার দেশটির কাছে ৭৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, এতে বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষায় মার্কিন অঙ্গীকার ক্ষুণ্ন হবে। অ্যামনেস্টির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক অ্যাডভোকেসি পরিচালক ফিলিপ নাসিফ বলেন, যুদ্ধাপরাধে অঙ্গীকারবদ্ধ একটি দেশের কাছে অস্ত্র সরবরাহের মাধ্যমে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে আরও হামলা উসকে দেওয়ার ঝুঁকি নিয়েছে যুক্তরাষ্ট্র। এতে মার্কিন অস্ত্রে আরও মানুষ নিহত ও আহত হবেন। ইসরায়েলকে অস্ত্র বিক্রির অনুমোদন পুনর্বিবেচনা করতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলি আগ্রাসনের প্রতি সমর্থন জানালেও তার দেশের মানুষ ফিলিস্তিনিদের সমর্থনে প্রতিবাদ-বিক্ষোভ করেছেন। যুক্তরাষ্ট্রের বড় বড় শহরে এসব বিক্ষোভ-সমাবেশে হাজারো মানুষ অংশ নিয়েছেন। সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়া থেকে নিউইয়র্কে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ-সমাবেশ হয়। প্রায় সব বিক্ষোভেই প্রতিবাদকারীরা ফিলিস্তিনের পতাকা নিয়ে অংশ নেন। এ ছাড়া অনেকে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়েও বিক্ষোভে শামিল হন। রোববার ক্যালিফোর্নিয়ায় ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ হয়। ফিলাডেলফিয়ার রকি স্টেপসে শনিবার বড় ধরনের বিক্ষোভ হয়। নিউইয়র্কে শনিবার বিক্ষোভ হয়। ডালাসে শনিবার ফিলিস্তিনের সমর্থনে আয়োজিত বিক্ষোভে জনসমাগম ছিল চোখে পড়ার মতো। নিউ অরলিন্সে বিক্ষোভ হয় শনিবার। ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ হয় শনিবার। ক্যাপিটল হিলের পশ্চিম পাশে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ হয়েছে শিকাগোতেও।

বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ : যশোর ব্যুরো জানায়, ফিলিস্তিনে ইসরাইলের হামলা ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার দুপুরে প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য সুকুমার দাস, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তারু প্রমুখ। মৌলভীবাজার প্রতিনিধি জানান, ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার সকালে মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ম্যান ফর হিউম্যানিটি অব বাংলাদেশ। সংগঠনের সভাপতি সাংবাদিক বক্সি ইকবাল আহমদের সভাপতিত্বে ও মানবাধিকার সংগঠক চৌধুরী মোহাম্মদ মেরাজের পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি সৈয়দ সাহাব উদ্দিন আহমেদ, মৌলনা মফজ্জুল হোসেন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন, সাংবাদিক সৈয়দ রুহুল আমিন, ম্যান ফর হিউম্যানিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মাহমুদর রহমান প্রমুখ।

https://www.jugantor.com/todays-paper/first-page/422099/