২৯ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ৯:১১

করোনার ‘ভারতীয় ধরন’ ছড়িয়েছে ১৭ দেশে

বিশ্বের ১৭টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের 'ভারতীয় ধরন'।

বি.১.৬১৭ বা ‘ডাবল মিউটেন্ট’ হিসেবে পরিচিত ভাইরাসের এই ধরন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এমনই এক তথ্য দিয়েছে।

বৃহস্পতিবার কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে একথা জানিয়েছে সংবাদ মাধ্য এনডিটিভি।

মহামারি করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছে ভারত। প্রতিদিনই দেশটিতে বাড়ছে সংক্রমণ ও মৃতের সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে সরকারকে।

সম্প্রতি জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা তার সাপ্তাহিক মহামারি সংক্রান্ত আপডেটে বলেছে, ভাইরাসের নতুন ধরন ভারতজুড়ে সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে তুলেছে। ২৭ এপ্রিল পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী ১৭টি দেশে মিলেছে এই ধরন।

ভারতের জাতীয় রোগ নিয়ন্ত্রক সংস্থার পরিচালক সুজিত সিং এক ওয়েবিনারে জানিয়েছেন, করোনায় ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্রের অনেক শহরেই করোনা শনাক্ত হওয়া রোগীদের অর্ধেকের বেশি ভাইরাসের নতুন ধরনে আক্রান্ত।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। এরপর তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। একেক দেশে একেক রূপ নিচ্ছে এই ভাইরাস।

https://samakal.com/international/article/210460365