২৭ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ৮:৫৬

লকডাউনের ১৩তম দিন

গণপরিবহণ ছাড়া সবকিছু সচল

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর লকডাউনের ১৩তম দিন সোমবার রাজধানীতে গণপরিবহণ ছাড়া সবকিছুই চালু ছিল। দোকানপাট, মার্কেট, শপিংমলে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। সড়কে চিরচেনা রূপ ছিল। অতিরিক্ত গরমের কারণে বাইরে বের হওয়া অধিকাংশ মানুষকে মাস্ক ছাড়া চলাচল করতে দেখা গেছে। সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি ও করোনাভীতি দেখা যায়নি এসব মানুষের মধ্যে।

সরেজমিনে দেখা গেছে, বেলা ১১টায় মোহাম্মদপুরের বছিলা ব্রিজ থেকে মোহাম্মদপুর বেড়িবাঁধ বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কে গাড়ির জট। সিএনজি চালিত অটোরিকশা, রিকশা, মোটরসাইকেল, লেগুনা ও বাইকেলে শত শত মানুষ নিজ নিজ কর্মস্থলে ছুটে চলছে। মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়কের একপাশ ‘লকডাউন’র শুরু থেকে বন্ধ থাকলেও গতকাল সেটা খোলা দেখা গেছে। এ ট্রাফিক সিগন্যালে পুলিশের তদারকি ছিল খুবই কম।

বছিলা সড়কে কথা হয় সিএনজি চালিত অটোরিকশা চালক মামুন হোসেনের সঙ্গে। তিনি বলেন, লকডাউন শুরুর পর খুবই কড়াকড়ি ছিল। এজন্য বাইরে বের হতে পারিনি। এর কিছুদিন পর থেকে পুলিশকে ম্যানেজ করে সিএনজি চালিয়ে আসছি। এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। মানুষের চলাচল বেড়েছে। যাত্রী পাওয়া যাচ্ছে। মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে কথা হয় গাউছিয়া মার্কেটের কাপড় বিক্রেতা আদিল হোসেনের সঙ্গে। তিনি বলেন, আমার বাসা কেরানীগঞ্জের ঘাটর চর। বছিলা ব্রিজ হয়ে আমরা মার্কেটে যাতায়াত করি। মার্কেট খুললেও এখনো গণপরিবহণ খোলেনি। এ কারণে আমাদের চলাচলে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।

সরেজমিনে আরও দেখা গেছে, মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে বিআরটিসি বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের দু’পাশের সব ধরনের দোকানপাট খুলেছে। কাঁচাবাজার, মুদি দোকান, মাছের দোকান, মটরপার্টসের দোকান খোলা। এ দোকানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড়। এসব জায়গায় মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে চরম উদাসীনতা লক্ষ করা গেছে। একই চিত্র দেখা গেছে, মোহাম্মদপুর টাউনহল এলাকা, সংসদ ভবন এলাকা, ফার্মগেট, বাংলামোটর ও হাতিরঝিল এলাকায়।

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সোহেল মামুন বাংলামোটর এলাকায় যুগান্তর প্রতিবেদককে বলেন, সকাল থেকে মালিবাগ, কাকরাইল, প্রেসক্লাব, নিউমার্কেট এলাকা ঘুরে এলাম। গণপরিবহণ ছাড়া সব ধরনের যানবাহন চলাচল করতে দেখলাম। এছাড়া দোকানপাট, মার্কেট, শপিংমল সবই খোলা। মানুষের চলাচল বেড়েছে।

সোমবার মহানগরীর মগবাজার, হাতিরঝিল, বাড্ডা, গুলশান, বনানী, বিজয় সরণি ও প্রগতি সরণি এলাকায় মানুষের উপচে পড়া ভিড় ছিল। এসব এলাকার মার্কেটমুখো সড়কে মানুষের ব্যাপক চলাচল ও যানজট দেখা গেছে।

https://www.jugantor.com/todays-paper/last-page/415861