প্রখর রোদ আর তীব্র গরমে শিশুরা নেমেছে বুড়িগঙ্গা নদীতে, সেই সাথে চলছে দুরন্তপনা। ছবিটি গতকাল রোববার তোলা -সংগ্রাম
২৬ এপ্রিল ২০২১, সোমবার, ২:৪৩

বছরের সর্বোচ্চ গরম দেখলো দেশবাসী

বছরের সর্বোচ্চ তাপমাত্রা দেখা গেল দেশে। গতকাল রোববার। অতিরিক্ত তাপমাত্রায় জনজীবন অতিষ্ঠ হয়ে যায়। হাঁসফাঁস করতে দেখা যায় শ্রমজীবী মানুষকে। বিশেষ করে যারা জীবিকার টানে দীর্ঘক্ষণ বাইরে ছিলেন তাদের অবস্থা নাজেহাল হয়ে যায়। পবিত্র রমজান মাসে রোজা রেখে জীবিকার তাগিদে বাইরে বের হওয়ার মানুষের কষ্ট অনেকটা বেড়ে যায়। এমতাবস্থায় ঠান্ডা পানীয় এবং আখের রসের চাহিদা বেড়ে যায়। বেড়ে যায় ঠাণ্ডা পানীয় তৈরির উপকরণের দামও।

একদিনে দেশে তাপমাত্রা বেড়েছে তিন ডিগ্রি সেলসিয়াস।দেশের প্রায় সবখানেই রোদের তীব্রতা বেড়েছে অনেক বেশি। কেবল ঢাকায় একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ৩ ডিগ্রি সেলসিয়াসের উপরে। আবহাওয়া অফিসের তাপমাত্রার তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা। অতীতের রেকর্ড ৪০ দশমিক ৩ ডিগ্রি ছাড়িয়ে রাজশাহীতেই ৪১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বয়ে চলছে। এটি এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা।

সড়কের পাশে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বসে আছেন চালক আব্দুল মান্নান। তিনি বলেন, নিচ থেকে আসছে সড়কের তাপ। আর উপর থেকে আসছে সূর্যের তাপ। দুইয়ে মিলে যেন জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। এতো গরম শেষ কবে যে পেয়েছিলাম, তা মনে করতে পারছি না। এমন গরম হলে সড়কে টেকাই মুশকিল হয়ে পরবে।

রাজধানীর উত্তরা, বিমানবন্দর, মহাখালীসহ বিভিন্ন এলাকা ঘুরেও দেখা গেল গরমে অতিষ্ঠ হয়ে মানুষ শীতল বাতাস আর ছায়া খুঁজে বেড়াচ্ছেন। সড়কে যেন একটু দাঁড়িয়ে থাকাই কঠিন হয়ে পড়েছে। সড়কের তাপ সরাসরি মুখে লেগে শরীরে যেন গরম বাতাস প্রবেশ করছে।

আবহাওয়া অফিস জানায়, শনিবার ঢাকায় সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববার তা বেড়ে দুপুরে দাঁড়িয়েছে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া খুলনায় ৪০ দশমিক ৯, বরিশালে ৪০ দশমিক ৮, চট্টগ্রামে ৩৬ দশমিক ৬, সিলেটে ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে দেখা যাচ্ছে, আজ তাপমাত্রা আরও বাড়তে পারে। শ্রীমঙ্গল অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি দাবদাহ বয়ে যাচ্ছে। যার এলাকা আরও বিস্তৃত হতে পারে।

গত ২০ এপ্রিল আবহাওয়া অফিসের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল। এর আগে গত ২০১৯ সালে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়।

https://dailysangram.com/post/450844