২৩ এপ্রিল ২০২১, শুক্রবার, ২:২০

ধান কাটার শ্রমিক সংকটে বিপাকে কৃষক

উপজেলায় বেশিরভাগ জমির ধান পেকে গেছে -সমকাল

মানিকগঞ্জের শিবালয়ে বোরো ধান কাটা শুরু হয়েছে। সারাদেশে লকডাউনের কারণে এবারও ধান কাটার শ্রমিক না আসায় কৃষক তাদের পাকা বোরো ধান নিয়ে বিপাকে পড়েছেন। উপজেলার বিভিন্ন ফসলি জমিতে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে ধান কাটা শুরু হলেও শ্রমিক সংকটে পড়েছেন কৃষকরা।

উপজেলার বিভিন্ন স্থানে ধানক্ষেত ঘুরে দেখা গেছে, শত শত একর জমির ধান পাকা শুরু হয়েছে। উপজেলার জাফরগঞ্জ এলাকার কৃষক মানিক উদ্দিন জানান, তিনি পাঁচ বিঘা জমিতে বোরো ধান রোপণ করেছেন এ বছর। তেওতা এলাকার কৃষক জব্বার উদ্দিন জানান, গত বছর চার বিঘা জমিতে ধান রোপণ করেছিলেন। কিন্তু সেবার ধানের দাম কম হওয়ায় এবার ধান রোপণ করেছেন দুই বিঘা জমিতে। শ্রমিক সংকটের কারণে এখনও ধান কাটতে পারেননি তিনি।

উপজেলার নালী এলাকার কৃষক আমীর হোসেন জানান, তিনি এবার সাত বিঘা জমিতে বোরো ধান রোপণ করেছেন। প্রায় জমির ধানই পাকা শুরু হয়েছে। কিন্তু শ্রমিক সংকটের কারণে ধান কাটা নিয়ে চিন্তায় আছেন।

উপজেলার আরিচা ঘাটে শ্রমিকদের হাটে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বললে তারা জানান, গরমের মধ্যে ফসলি মাঠে কাজ করা কষ্ট। মাঠে ৫-৬ দিন কাজ করলে গরম লেগে তিন-চার দিন বাড়িতে বসে থাকতে হচ্ছে। এ কারণে ৬-৭শ টাকা ছাড়া ধান কাটার কাজ করা সম্ভব না।

উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রিয়াজুর রহমান জানান, ৬ হাজার ১৮২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে ৬ হাজার ১৪০ হেক্টরের। এবার ধানের দাম বেশি হওয়ায় আগামী বছর বোরো ধানের আবাদ বেশি হবে।

https://samakal.com/whole-country/article/210459687/