২১ এপ্রিল ২০২১, বুধবার, ১১:৫১

রাজশাহীতে বইছে তীব্র তাপপ্রবাহ

রাজশাহীতে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছে। গতকাল মঙ্গলবার রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন রাজশাহীর তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর এর মধ্যে দিয়ে রাজশাহীতে চলমান মাঝারি তাপপ্রবাহ তীব্র তাপপ্রবাহে রূপ নিলো।

এতে জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে। অনেকটা যেন আগুন ঝরা আবহাওয়ায় একেবারে তেতে উঠেছে রাস্তাঘাট। বাইরে বের হলে চোখ-মুখ পুড়ে যাওয়ার মত অবস্থা। এমনকি ঘরেও স্বস্তি নেই। রাতে গোমট আবহাওয়ায় নাভিশ্বাস উঠেছে মানুষ ও পশুপাখির। এক পশলা বৃষ্টির জন্য আকাশের দিকে চেয়ে রয়েছে মানুষ। বৈশাখে সাধারণত ঝড়-ঝঞ্ঝা লেগেই থাকে। কিন্তু রাজশাহীতে এবার বৃষ্টির দেখা নেই। বৃষ্টি না হওয়ায় বাড়ছে কৃষকের বোরো ধান চাষের সেচ খরচ। খরতাপে শুকিয়ে যাচ্ছে গাছে থাকা আম ও লিচুর গুটি।

একদিকে তাপমাত্রার দাপট আর অন্যদিকে চলমান করোনা পরিস্থিতির মধ্যে বাড়তি চাপ হিসেবে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতলে হিটস্ট্রোক ও ডায়রিয়াসহ গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মানুষজনের ভর্তি হওয়ার সংখ্যা ক্রমেই বাড়ছে। বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় মানুষ মাত্রাতিরিক্ত ঘামছে। তাই বাইরে বের হলেই রোজাদাররা কাহিল হয়ে পড়ছে। গরমের কারণে বিভিন্ন স্থানে গাছের ছায়ায় অনেকেই বসে বিশ্রাম নিচ্ছেন। আর পথচারীরা ইফতারের আগে ভিড় করছেন ফুটপাথের শরবত এবং ডাব বিক্রেতাদের কাছে।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্র বলছে, সাধারণ দিনের তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ভেতর থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মাঝারি তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। এছাড়া ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। এর ওপরে উঠলে অতি উচ্চ তাপপ্রবাহ বলা হয়। ফলে রাজশাহীতে এখন তীব্র তাপপ্রবাহ বইছে।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্যানুযায়ী, ২০০০ সালে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। এরপর ২০১৪ সালের ২৫ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তারপর তাপমাত্রা বাড়লেও এখন পর্যন্ত রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা আর ৪২ ডিগ্রি অতিক্রম করেনি। ১৯৪৯ সাল থেকে দেশে তাপমাত্রার রেকর্ড শুরু হয়। এর মধ্যে ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা বলেও পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে।

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩৯.৩ ডিগ্রি
চুয়াডাঙ্গা সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গায় প্রতিদিনই তাপমাত্রা আগের দিনের চেয়ে বাড়ছে। গতকাল মঙ্গলবার এ জেলায় চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপদাহে অতিষ্ট হয়ে উঠেছে এ জেলার মানুষের জনজীবন। আসবাবপত্র থেকে শুরু করে সব জিনিসপত্রই তেঁতে উঠেছে। ঘরের ট্যাপ দিয়ে আজ বের হচ্ছে ফুটন্ত পানি। বাতাসের আর্দ্রতা বেশি থাকায় মাথার ওপরে ফ্যানটাও দিচ্ছে গরম বাতাস। আবহাওয়া অফিস বলছে, এ জেলার ওপর দিয়ে বয়ে চলেছে মাঝারি ধরনের তাপপ্রবাহ।

https://www.dailynayadiganta.com/last-page/577056/