৫ এপ্রিল ২০২১, সোমবার, ১:১৮

দ্বিতীয় দফায় হোঁচট খাচ্ছে শিক্ষা : ক্লাস পরীক্ষা অ্যাসাইনমেন্টও বন্ধ

করোনাকালে ঢিমেতালে চলে আসা শিক্ষা কার্যক্রম আবারো হোঁচট খাচ্ছে। দেশে দ্বিতীয়বারের মতো লকডাউনে এবার বন্ধ হচ্ছে অনলাইনে শিক্ষার সব কার্যক্রম। শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেয়ানেয়াও স্থগিত করা হয়েছে। আজ সোমবার থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী দ্বিতীয় দফার লকডাউনে শিক্ষা সেক্টরের পরীক্ষা সংক্রান্ত কার্যক্রমও অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে শিক্ষকদের স্কুলে না গিয়ে বাসায় থাকার পরামর্শ দিয়ে নির্দেশনাও জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। বিশ্ববিদ্যালয়ে ভর্তির যাবতীয় প্রক্রিয়াও স্থগিত হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। লকডাউনের পুরো সময়টাতে শিক্ষার্থীদের অনলাইনের ক্লাস পরীক্ষাও বন্ধ থাকবে।

এ দিকে সারা দেশে আজ থেকে লকডাউনের ঘোষণা করে আগামী সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধও আরোপ করেছে সরকার। এতে সরকারি-বেসরকারি অফিস ও সব ধরনের যানবাহন বন্ধ থাকবে বিধায় মাধ্যমিক স্কুলের অনলাইন ক্লাস ও চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের আরোপিত বিধিনিষেধ স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষার বেশকিছু কার্যক্রমও স্থগিত থাকবে।
ইতোমধ্যে দেশব্যাপী লকডাউন ঘোষণা করায় পূর্বনির্ধারিত সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণীতে অনলাইনে আবেদন প্রক্রিয়াটিও এখন আর শুরু হচ্ছে না। শিগগির অনলাইনের এই আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ জানানো হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে প্রেরিত এক নির্দেশনায় বলা হয়েছে লকডাউনে শিক্ষক-শিক্ষার্থীদের বাড়িতেই অবস্থান করতে হবে। বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের নিয়মিত আসার নির্দেশনা থাকলেও তা বাতিল করা হচ্ছে। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনজুরুল আলম রোববার বলেন, লকডাউনের শুরুর প্রথম দিন অর্থাৎ সোমবার থেকে শিক্ষকদের বিদ্যালয়ে যেতে হবে না। লকডাউনে সবকিছু বন্ধ থাকবে তারা শিক্ষাপ্রতিষ্ঠানে যাবেন কিভাবে? এ ছাড়া লকডাউনের কারণে আমাদের চলমান বিভিন্ন প্রকল্প স্থগিত হবে কি না সেটি প্রজ্ঞাপন জারির পর বলতে পারব।

মাধ্যমিক ও থউচ্চ মাধ্যমিক শাখার কর্মকর্তারা বলছেন, সরকার লকডাউন দিচ্ছে এমন খবর গত শনিবার পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ঘোষণার পর চলমান অ্যাসাইনমেন্ট ও অনলাইন ক্লাসের ব্যাপারে সিদ্ধান্ত নিতে একটি বৈঠক হয়। বৈঠকে জানানো হয়, অ্যাসাইনমেন্ট ও অনলাইন ক্লাস করতে শিক্ষকদের স্কুলে যেতে হয়। কোনো কোনো ক্ষেত্রে শিক্ষার্থী ও অভিভাবকদের স্কুলে আসতে হচ্ছে। সরকার যেহেতু ঘর থেকে বের হওয়া এবং চলাফেরায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে, তাই এ দু’টি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে।

গতকাল রোববার বিকেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর বেলাল হোসাইন বলেন, মন্ত্রিপরিষদের নির্দেশনাটি শিক্ষা মন্ত্রণালয় হয়ে আমাদের কাছে আসবে। তারপর এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হবে।

সূত্র আরো জানায়, সম্প্রতি একটি বৈঠকে স্পষ্ট করেই জানানো হয়েছে লকডাউনের সময়টাতে অ্যাসাইনমেন্ট ও অনলাইন ক্লাস বন্ধ রাখা হবে। অর্থাৎ রোববার (গতকাল) পর্যন্ত অনলাইন ক্লাস ও অ্যাসাইনমেন্ট যতটুকু শেষ হয়েছে ততটুকু থাকবে। পরবর্তী সময়ে যখন আবার খোলা হবে এ জায়গা থেকে শুরু হবে।

যদিও গত বছরের ১৭ মার্চের পর থেকে চলতি বছরেও ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজের মাধ্যমে মূল্যায়ন করার জন্য ২০ মার্চ থেকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু এখন দ্বিতীয় দফায় সারা দেশে লকডাউন শুরু হওয়ায় শিক্ষা কার্যক্রমে আরেকবার ধাক্কা খেলো।

https://www.dailynayadiganta.com/first-page/573681/