৩১ মার্চ ২০১৭, শুক্রবার, ৭:২৮

কলারোয়ায় র্যাব সদস্য পরিচয়ে দুই ভাইকে অপহরণ

কলারোয়ায় র্যাব পরিচয়ে দুই ভাইকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। অপহৃতদের পরিবার তাদের উদ্ধারের আকুতি জানিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে কলারোয়া থানায় একটি জিডি করেছেন।

অপহৃতরা হলেনÑ উপজেলার কয়লা ইউনিয়নের আলাইপুর গ্রামের মৃত আহাদ আলী খানের ছেলে মো: আহসান হাবিব (৪০) ও তার চাচাতো ভাই আকবর আলী খানের ছেলে রুহুল আমীন খান (৪২)।
অপহৃত আহসান হাবিবের বড় ভাই আজাদ আলী খান জানান, বুধবার রাত ১টায় সাত-আটজনের একটি দল প্রশাসনের পরিচয় দিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে। পরে তারা র্যাব সদস্য পরিচয় দিয়ে ছোটভাই আহসান হাবিবের নামে ওয়ারেন্ট আছে বলে তার হাতে হ্যান্ডকাফ লাগিয়ে একটি সাদা রঙের মাইক্রোবাসে তোলে। এ সময় তারা অপত্তি করলে তাদের মারধরও করা হয়।
অপহৃত রুহুল আমীন খানের বোন তানজিলা খাতুন জানান, আহসান হাবিবকে র্যাব সদস্য পরিচয়ে ধরে নিয়ে যাওয়ার সময় তার ভাই রুহুল আমীনকেও তারা ধরে নিয়ে যায়। এ সময় পরিবারের সদস্যদের অকথ্য গালিগালাজও করে।
কয়লা ইউপি চেয়ারম্যান মো: ইমরান হোসেন জানান, অপহৃত ব্যক্তিরা পরস্পর চাচাতো ভাই। এলাকায় তাদের কোনো শত্রু নেই। কী কারণে বা কারা তাদের অপহরণ করেছে তা বলা মুশকিল। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
জিডির বাদি আজাদ আলী খান জানান, তার ভাই আহসান দুই মাস আগে মালয়েশিয়া থেকে বাড়ি এসে কৃষি জমি দেখাশোনা করে আসছে। আর চাচাতো ভাই রুহুল আমীন একাধিক ট্রাকের মালিক। ট্রাক ভাড়া থেকে আসা আয় দিয়ে সে সংসার চালায়।
সকালে র্যাব অফিস ও থানা পুলিশের কাছে খোঁজ নিয়ে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আকতার হোসেন জানান, ঘটনা শুনে তিনি র্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন গোয়েন্দা সংস্থায় মেসেজ পাঠান। কিন্তু তাদের সন্ধান পাওয়া যায়নি। দুষ্কৃতরা তাদের র্যাব পরিচয়ে অপহরণ করেছে বিষয়টি নিশ্চিত। অপহৃতদের খুঁজে বের করতে র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থা মাঠে নেমেছে।

http://www.dailynayadiganta.com/detail/news/208230