২৯ মার্চ ২০২১, সোমবার, ১১:৪৯

দুই পরিবারের ৫ জনসহ সারা দেশে নিহত ১৩

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া পটুয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন, চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় বাবা-ছেলে, বগুড়ায় দুই ব্যবসায়ী নিহত হয়েছে। সিরাজগঞ্জে দুই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে চালক এবং ঝিনাইদহের শৈলকুপায় পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সব মিলিয়ে সারা দেশে নিহত হয়েছে ১৩ জন এবং আহত হয়েছে সাতজন।

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা জানান, পদুয়া ইউনিয়ন পরিষদের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কক্সবাজার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া গ্রামের আয়াচ (৩৬), হাজীপাড়া এলাকার মৃত ইব্রাহিমের ছেলে শাহ আলম জেকব (৪১) ও জাহাঙ্গীর আলম।

ঘটনাস্থলেই মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। আহত চারজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি আব্দুর রব জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী নোহা মাইক্রোবাস পদুয়া ইউনিয়ন পরিষদের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুইজন নিহত হন। অন্যজন হাসপাতালে নেয়ার পথে মারা যান।

পটুয়াখালী সংবাদদাতা জানান, সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর গলাচিপা উপজেলায় দুইজন এবং মির্জাগঞ্জে একজন নিয়ে তিনজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন একজন। গলাচিপা উপজেলার বোয়ালিয়ার নাশকতা বাজার এলাকায় শনিবার রাত ১০টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত ও অপর একজন আহত হয়েছে। বেপরোয়া মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে মোটরসাইকেল চালক সাইমন (২৪) ও রায়হান (১৮)। উভয়ের বাড়ি বোয়ালিয়া গ্রামে। আহত মোটরসাইকেল যাত্রী আসাদুল (১৭) গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। এরা তিনজনই পেশায় জেলে। তিনি আরো জানান, রাত ১০টার দিকে ওই তিন যুবক বাড়ির কাছে একজনের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হলে এ দুর্ঘটনা ঘটে। এ দিকে মির্জাগঞ্জ উপজেলার ঘটকের আন্দুয়া গ্রামের যুবক হাদিস উদ্দিন, (২২) বাখেরগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে শনিবার রাত ১১টার দিকে মির্জাগঞ্জে আসার পথে কাঁঠালতলী নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মির্জাগঞ্জ থানার ওসি মহিব্বুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

বগুড়া অফিস জানায়, বগুড়ার শেরপুরে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই পিয়াজ ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে উপজেলার মির্জাপুর বাজার এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের কলিম উদ্দিনের ছেলে পিয়াজ ব্যবসায়ী আবু সাঈদ (৩৮) ও একই উপজেলার সুঘাট ইউনিয়নের সাতারা গ্রামের কছির উদ্দিনের ছেলে নাদু প্রামাণিক (৪০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মির্জাপুর বাজার থেকে মোটরসাইকেলযোগে শেরপুর শহরের দিকে যাচ্ছিলেন। বগুড়াগামী একটি মালবাহী ট্রাকের সামনের একটি চাকা ফেটে যায়। এ সময় ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাদু প্রামাণিক মারা যান। গুরুতর আহত আবু সাঈদকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ শজিমেক হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও চালক-হেলপার পালিয়ে গেছে।
সিরাজগঞ্জ সংবাদদাতা জানান, সিরাজগঞ্জের রায়গঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইঞ্জিনে আগুন লেগে ট্রাকের চালক নিহত এবং আরো একজন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন। এ সময় ট্রাক দু’টিতে থাকা প্রায় তিন কোটি টাকার মালামালসহ ট্রাক ভস্মীভূত হয়। দুর্ঘটনায় নিহত ট্রাকচালক মদন চৌহান (৩৫) বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার তালোর গ্রামের গোপাল চৌহানের ছেলে। রোববার রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাজাহান আলী জানান, বগুড়া থেকে ঢাকাগামী মুরগির খাদ্য বোঝাই ট্রাক চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী কাপড় বোঝাই ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, ঝিনাইদহের শৈলকুপায় শনিবার সন্ধ্যায় পৃথক সড়ক দুর্ঘটনায় ব্র্যাকের অডিট অফিসারসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন পাবনার সাথিয়া উপজেলা ব্র্যাক ব্যাংকের অডিট অফিসার মাগুরা সদর উপজেলার ছত্রকান্দি গ্রামের হাশেম উদ্দীনের ছেলে জিল্লুর রহমান (৪৫) ও ধলহরচন্দ্র ইউনিয়নের উলুবাড়িয়া গ্রামের মকবুল মণ্ডলের ছেলে সাইফুল ইসলাম ওরফে লাল মণ্ডল (৩৬)।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে পাবনার সাথিয়া যাচ্ছিলেন। তিনি শৈলকুপার কাচেরকোল এলাকায় পৌঁছলে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হলে রাত ৮টার দিকে মৃত্যুবরণ করেন।

এ দিকে রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লাঙ্গলবাঁধ বাজারের হাজী মার্কেটের সামনে ট্রাকের সাথে ধাক্কা লেগে সাইফুল ইসলাম লাল নামের আরেক মেটারসাইকেল আরোহী নিহত হন।

চুয়াডাঙ্গা থেকে ইউএনবি জানায়, চুয়াডাঙ্গার দর্শনা উপজেলায় লোকনাথপুর ফায়ার সার্ভিসের অদূরে ট্রাকচাপায় আলমসাধু আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। রোববার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন। নিহতরা হলেনÑ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ডুগডুগি গ্রামের আমির হোসেনের ছেলে আশানুর রহমান (৩৮) ও তার ছেলে আজম (১১)। আহত জীবন (২২) একই গ্রামের জামাত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে দামুড়হুদা উপজেলার হাউলী এলাকা থেকে বাবা ও ছেলে সিমেন্ট ভর্তি করে আলমসাধুযোগে দর্শনার দিকে যাচ্ছিলেন। উল্টো দিক থেকে আসা একটি ট্রাক আলমসাধুটিকে ধাক্কা দেয়। এতে আলমসাধু আরোহী ছেলে আজম ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবা আশানুরকে মৃত ঘোষণা করেন। আহত জীবন আলীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ঘুমন্ত অবস্থায় গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।

https://www.dailynayadiganta.com/last-page/572309/