২৭ মার্চ ২০২১, শনিবার, ১১:১০

সড়ক দুর্ঘটনায় চার জেলায় নিহত ২১

সড়ক দুর্ঘটনায় চার জেলায় ২১ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাজশাহীতে নিহত হয়েছেন ১৭ জন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২ জন, কোম্পানীগঞ্জে ট্রাক্টরচাপায় এক শিশু এবং ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানচাপায় এক যুবক নিহত হয়েছে।

রাজশাহী অফিস : রাজশাহী মহানগরীর উপকণ্ঠে ঢাকা-রাজশাহী মহাসড়কের কাটাখালীতে বাস, মাইক্রোবাস ও সিএনজি ইমা গাড়ীর ত্রিমুখি সংঘর্ষ এবং গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আরো দুজনকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে ইমাগাড়ী (লেগুনা) এবং মাইক্রোবাসের এলপিজি গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ হলে অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। গতকাল শুক্রবার জুমার নামাযের সময় দুপুর পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী হানিফ বাস ঢাকা রুটের দিকে যাচ্ছিল। অন্যদিকে একটি যাত্রীবাহী মাইক্রোবাস বানেশ্বর থেকে রাজশাহীর দিকে আসছিল। অপরদিকে একটি যাত্রীবাহী সিএনজি ইমা গাড়ি রাজশাহী থেকে বানেশ্বরের দিকে যাচ্ছিল। রাজশাহীর উপকণ্ঠ কাটাখালির কাপাশিয়া এলাকায় পৌঁছানো মাত্র ওভারটেকিং অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস এবং মাইক্রোবাস ও সিএনজি ইমা গাড়ির ত্রিমুখি সংঘর্ষ হয়। এর মধ্যে মাইক্রোবাস ও সিএনজি ইমা গাড়ির মুখোমুখি সংঘর্ষে উভয় গাড়িতে থাকা এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে মাইক্রোবাস ও ইমার ভিতরেই অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে ১১ জন নিহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। গুরুতর আহত কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আরো ৬ জন মারা যান। এ ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন বলে একাধিক সূত্র থেকে জানা গেছে। সর্বশেষ খবর অনুযায়ী নিহতদের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি প্রশাসন। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। তবে ঠিক নিহতের সংখ্যা এখনই নিশ্চিত করা যাচ্ছে না। স্থানীয়রা জানায়, নিহতদের মধ্যে ৪ জন নারী, ২ জন শিশু এবং অন্যরা পুরুষ। আর ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। তবে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে পুলিশের আশংকা।

১৪ জনের পরিচয় মিলেছে : রাজশাহীর উপকন্ঠ কাটাখালীতে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে অগ্নিদগ্ধে নিহত ১৭ জনের মধ্যে ১৪ জনের পরিচয় মিলেছে। পরে লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতরা হলেন, রংপুর পীরগঞ্জ থানার রাজারামপুর গ্রামের সালাহউদ্দিন, তার স্ত্রী সামছুন্নাহার, সামছুন্নাহারের বোন কামরুন্নাহার, তাদের সন্তান সাজিদ ও সাবা, দ্বারিকাপাড়া গ্রামের মোখলেসুর, পীরগঞ্জ সদর তাজুল ইসলাম ভুট্টু, স্ত্রী মুক্তা, সন্তান ইয়ামিন। বড় মজিদপুর গ্রামের ফুল মিয়া ও তার স্ত্রী নাজমা এবং তাদের সন্তান সুমাইয়া, সাদিয়া ও ফয়সাল। চালকসহ ১৭ জন ছিলেন মাইক্রোবাসে। এদের মধ্যে ১৪ জনই মারা গেছেন। রংপুর থেকে তারা রাজশাহী ভ্রমণে আসছিলেন।

উল্লেখ্য রাজশাহী মহানগরীর উপকণ্ঠ কাটাখালীতে শুক্রবার (২৬ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে কাপাশিয়া এলাকায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষের মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসে আগুন ধরে গেলে ভেতরে থাকা ১৭ যাত্রীর মধ্যে ১১ জনই পুড়ে ঘটনাস্থলেই মারা যায়। বাকিদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে যাওয়ার পর আরও ৬ যাত্রী মারা যায়। হাসপাতালে ভর্তি রয়েছেন দুইজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

গোবিন্দগঞ্জের পিকনিকের বাস উল্টে নিহত ২: গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা জানান, গোবিন্দগঞ্জের ফাঁসিতলায় পিকনিকের বাস উল্টে ঘটনাস্থলেই ২ জন নিহত ও ৯ জন আহত হয়েছে। গতকাল বেলা ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোন্দিগঞ্জের ফাঁসিতলা বাজারে পিকনিকের এ বাসটি কনফেকশনারী বহনের কার্ভাডভ্যানকে ধাক্কা দিয়ে সড়কের পাশে একটি একটি চায়ের দোকান, একটি সিএনজি ও একটি অটো রিক্সাকে চাপা দিয়ে উল্টে দুঘর্টনায় পতিত হয়। এতে শ্যামলী কনফেশনারীর বিক্রয় কর্মকর্তা ফিরোজ কবির (৩০) ও সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামের মোহন মিয়া (১৮) ঘটনাস্থলেই নিহত হয় এবং বাসযাত্রী প্রায় ১০জন আহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করায়। আহতদের মধ্যে ৪ জনকে বগুড়া হাসপাতালে রেফার্ড করা হয়েছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান বেলা ১০টার দিকে রংপুরমুখী একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফাসিতলা বাজারে দাঁড়িয়ে থাকা সিএজি ও অটোরিক্সাকে চাপা দিয়ে উল্টে গিয়ে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জে ট্রাক্টরচাপায় শিশু নিহত: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে মাটিবাহী ট্রাক্টর চাপায় মো. রাব্বি (১১) নামে এক শিশু নিহত হয়েছে। ঘটনায় চালক ও হেলপারসহ ট্রাক্টরটি আটক করেছে স্থানীয় লোকজন। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে ৭ নং ওয়ার্ড চরকলমি বড়পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি চরকলমি গ্রামের বেলাল হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার ছাত্র। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক জানান, সকালে নিজ বাড়ি থেকে দোকানের দিকে যাচ্ছিল রাব্বি। পথে বড়পোল এলাকায় একটি মাটিবাহী ট্রাক্টর তাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হয় রাব্বি। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে গাড়ির চালক ও হেলপারকে আটক করে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় যুবক নিহত: ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের চাপায় আহাদ মিয়া (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কে সুলতানপুর ইউনিয়নের উরশীউড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহাদ জেলা শহরের সরকারপাড়ার আরফুজ মিয়ার ছেলে। তিনি ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য ছিলেন। এই ঘটনায় নাদিম নামে আরও এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন বলে জানা গেছে।

https://dailysangram.com/post/447801