২২ মার্চ ২০২১, সোমবার, ১০:৫৮

সড়কে ঝরলো ১৬ প্রাণ

সারা দেশে সড়ক দুর্ঘটনায় ১৬ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ফরিদপুরে নারী ও শিশুসহ ১১ জন, সাভারে মাস্টার্স পড়ুয়া এক শিক্ষার্থী, টাঙ্গাইলের কালিহাতিতে বেসরকারি কোম্পানিতে কর্মরত একজন, ময়মনসিংহের ফুলপুরে ৭ বছরের এক শিশু, পাবনার ইশ্বরদীতে বাসচালকের সহকারী এবং হাটহাজারীতে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-

ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরের মধুখালী, ভাঙ্গা ও সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।

করিমপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. কাউছার জানান, গতকাল সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি নামক স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৮ জন নিহত হন। সকালে ঝিনাইদহ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মাইক্রোবাস মাঝকান্দিতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের এসব ঘটনা ঘটে।

আহত ১০ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে যাদের মধ্যে আরো ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে, ভাঙ্গা বিশ্বরোডে মোটরসাইকেল-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত হয়েছেন। ভাঙ্গা হাইওয়ে পুলিশের সূত্রে এ তথ্য জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। গতকাল ভোর রাতে এ ঘটনা ঘটে। নিহতদের একজন হলেন শফিকুল খানের পুত্র সাকিল খান (২২)। তিনি ঢাকার সরকারি তিতুমীর কলেজের বিবিএ ৩য় বর্ষের ছাত্র। অপর নিহত ও আহতের পরিচয় পাওয়া যায়নি। অপরদিকে, ফরিদপুর শহরের ফরিদপুর-বরিশাল রোডের জোয়াইর মোড় নামক স্থানে সুমন নামের এক স্কুলছাত্রকে একটি ট্রলি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্টাফ রিপোর্টার, সাভার থেকে জানান, সাভারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতের নাম রায়হান মোল্লা (২৮)। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজার রোড ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান সাভার পৌর এলাকার কোটবাড়ি মহল্লার রতন মোল্লার ছেলে। তিনি সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্স শেষবর্ষের শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে মহাসড়কের ওই এলাকায় ইউটার্ন নিচ্ছিলেন রায়হান। এ সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় রায়হানকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন।

কালিহাতি (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের কালিহাতিতে ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা অ?লিম্পিক কোম্পানির আরএম নিহত হয়েছেন। গতকাল সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়?কের উপ?জেলার বাগুটিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক মাহমুদুর রহমান (৫০) দিনাজপুর জেলার শ্রীবরদীপুর গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁডির উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, এলেঙ্গা থে?কে মোটরসাইকেলযোগে মাহমুদুর রহমান কালিহাতির দিকে যাচ্ছিলেন। এ সময় মোটরসাই?কেল?টি বাগুটিয়া ব্রিজ পার হওয়ার সময় পেছন থেকে আসা একটি ট্রাক তা?কে চাপা দেয়। পরে মোটরসাইকেল থে?কে পড়ে গি?য়ে ট্রা?কের চাকায় পিষ্ট হ?য়ে ঘটনাস্থ?লে মারা যান।

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের ফুলপুর পৌরসভার কাজিয়াকান্দা নামক স্থানে গতকাল সড়ক দুর্ঘটনায় তাকিয়া আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে কাজিয়াকান্দা গ্রামের তুলা মিয়ার মেয়ে। স্থানীয় মাদ্রাসায় পড়া শেষে বাড়ি ফেরার পথে সকাল ৯টার দিকে ফুলপুরগামী একটি মাহেদ্রগাড়ি চাপা দেয়। পরে ময়মনসিংহ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুপুরে মারা যায়।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় বাস চালকের সহকারী নজরুল ইসলাম (৪৫) মারা গেছেন। গতকাল উপজেলার মুলাডুলি রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। তিনি যশোর পৌর এলাকার নীলগঞ্জ তাঁতীপাড়ার মৃত ইদ্রীস আলীর ছেলে। স্থানীয়রা জানায়, যশোর থেকে বগুড়াগামী হ্যাপি ট্রাভেলসের যাত্রীবাহী বাস মুলাডুলি রেলগেট লেভেল ক্রসিং অতিক্রম করছিল। বেলা দুইটার দিকে বাসের পেছনের দরজা দিয়ে মাথা বের করে নজরুল। এ সময় একটি ট্রাকের সঙ্গে মাথায় ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের হাটহাজারীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. খালেক (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি উপজেলার ফতেয়াবাদ পশ্চিম ছড়ারকুল এলাকার বাসিন্দা। গতকাল দুপুর ২টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কস্থ হাটহাজারী বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন মো. মঞ্জুরুল আলম মঞ্জু (৩৮) ও সাজ্জাদ (৩৬) নামে আরো দুই আরোহী।

https://mzamin.com/article.php?mzamin=267198&cat=3