২২ মার্চ ২০২১, সোমবার, ১০:৫৪

টিসিবির বিক্রয় কেন্দ্রে ক্রেতার ভিড়

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে। সাধারণ বাজারের চেয়ে কম দামে পণ্য পেতে রাজধানীতে ক্রেতারা বেশ ভিড় করছেন। চিনি, মসুর ডাল, সয়াবিন তেল ও পেঁয়াজ-এ চারটি পণ্য কিনতে দীর্ঘ লাইনে দাঁড়াচ্ছেন অনেক সক্ষম ক্রেতাও। উদ্দেশ্য খাদ্যপণ্য কিনতে অধিক ব্যয় কমানো।

সরেজমিন রাজধানীর প্রেস ক্লাব, খিলগাঁও ও যমুনা ফিউচার পার্কের বিপরীত পাশে ঘুরে দেখা গেছে, রোববার এসব স্থানে স্বল্পমূল্যের পণ্য নিতে এসেছেন স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্তের নিম্ন আয়ের মানুষ। চলতি পথে অনেকেই আবার গাড়ি থামিয়ে এ পণ্য কিনেছেন। একজন ভোক্তা প্রতিকেজি চিনি ৫০ টাকা কেজি দরে ২ থেকে সর্বোচ্চ ৪ কেজি কিনতে পেরেছেন। পাশাপাশি প্রতিকেজি মসুর ডাল ৫৫ টাকা দরে একজন সর্বোচ্চ ২ কেজি কিনেছেন। সয়াবিন তেল প্রতিলিটার ৯০ টাকা দরে ২ থেকে সর্বোচ্চ ৫ কেজি পর্যন্ত কিনেছেন। তা ছাড়া প্রতিকেজি ১৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করেছে টিসিবি।

যমুনা ফিউচার পার্কের বিপরীত পাশে টিসিবির পণ্য কিনে ফেরার পথে কথা হয় বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তার সঙ্গে। তিনি বলেন, বাজারে ভোজ্যতেলের অনেক দাম। তাই অফিস থেকে খবর পেলাম টিসিবি ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি করছে। লাইনে দাঁড়িয়ে প্রতি লিটার ৯০ টাকা দরে ৫ লিটার সয়াবিন তেল কিনলাম। পাশাপাশি চিনি ও ডাল কিনেছি।

টিসিবি সূত্র জানায়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে সারা দেশে ৪০০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এ বিক্রি কার্যক্রম পরিচালনা করা হবে। বুধবার থেকে চলা এ কার্যক্রম ৩১ মার্চ পর্যন্ত চলবে। তবে রমজান উপলক্ষ্যে ১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সারা দেশে ৫০০টি ট্রাকে করে ভর্তুকিমূল্যে এ চার পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনা করবে।

চট্টগ্রামেও দীর্ঘ সারি : চট্টগ্রামে টিসিবির পণ্য কিনতে নিম্ন ও মধ্যবিত্তদের ভিড় বেড়েছে। টিসিবির ট্রাক থেকে লোকজন কমমূল্যে ডাল, সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল কিনছেন। বৃহস্পতিবার থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়। রোববার প্রতিটি বিক্রয়স্থলে ক্রেতাদের দীর্ঘ লাইন চোখে পড়েছে। নিত্যপণ্যের মূল্য অস্বাভাবিক বৃদ্ধির কারণেই মূলত টিসিবির পণ্য কিনতে নিম্ন ও মধ্যবিত্তদের ভিড় বাড়ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বৃহস্পতিবার নগরীর ১৫টি স্পটে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু হলেও শনিবার থেকে আরও ৫টি বাড়িয়ে ২০টি স্পটে পণ্য বিক্রি করা হচ্ছে। টিসিবি চট্টগ্রাম আঞ্চলের সহকারী কার্যনির্বাহী আকলিমা আক্তার যুগান্তরকে বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে টিসিবির পণ্য বিক্রি চলছে। ৩১ মার্চ পর্যন্ত এ কার্যক্রম চলবে। এরপর রমজান উপলক্ষ্যে প্রতিবছরের মতো এবারও ১ এপ্রিল থেকে টিসিবি পণ্য বিক্রি শুরু হবে। চলবে ৬ মে পর্যন্ত। রমজানে ছোলা ও খেজুর যোগ করা হবে।

https://www.jugantor.com/todays-paper/last-page/404312