২২ মার্চ ২০২১, সোমবার, ১০:৪৪

নেপথ্যে জলমহাল বিরোধ ॥ যুবলীগ নেতাকে হেফাজত বানানোর অপচেষ্টা

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাও সংখ্যালঘু গ্রামে হামলার ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নোয়াগাঁওসহ আশপাশের ৫/৬টি গ্রামে এখন সুনসান নীরবতা। হিন্দু সমাজের লোকজন যেমন হামলার লোমহর্ষক দুঃসহ স্মৃতি নিয়ে ভয়ে আতঙ্কে রাত্রি যাপন করছেন তেমনিভাবে গণগ্রেফতার এড়াতে আশপাশের ৫/৬টি গ্রামের মুসলিম সম্প্রদায়ের কয়েক হাজার লোকজনও ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। হেফাজতের যুগ্ম-মহাসচিব আল্লামা মামুনুল হককে নিয়ে নোয়াগাঁও গ্রামের ঝুমন দাশ নামের এক যুবক ফেইসবুকে বিরূপ মন্তব্য করায় বিক্ষুব্ধ জনতা গত বুধবার ঐ যুবকের বাড়িতে হামলা চালালে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হামলার সময় অতি উৎসাহী কিছু বিক্ষোভকারী আশাপাশের অন্তত ৩০/৩৫টি হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাঙ্গচুর করে। এতে পুরো গ্রামে আতংক ছড়িয়ে পড়লে নারী শিশু ও বৃদ্ধরা দিগবিদ্বিক ছোটাছুটি করে ঘরবাড়ি ত্যাগ করতে থাকে। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল বাদী হয়ে ৭০ জনের নাম উল্লেখপূর্বক ১৫০০ জনকে আসামী করে একটি মামলা ও শাল্লা থানার এসআই আব্দুল করিম বাদী হয়ে পৃথক আরেকটি মামলা দায়ের করলে পুলিশী আতঙ্কে পুরুষশূন্য হয়ে যায় পুরো এলাকা। এ ঘটনায় প্রধান আসামী যুবলীগ নেতা ইউপি সদস্য শহিদুল ইসলাম স্বাধীনসহ ৩৩ জনকে আটক করা হয়েছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সাথে আলাপ করে জানা যায়, দিরাই উপজেলা হেফাজত ইসলামের উদ্যোগে সংগঠনের আমীর আল্লামা যুনায়েদ বাবু নগরী ও যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হককে নিয়ে সম্প্রতি একটি সামাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর নিয়ে কড়া সমালোচনা করা হলে এতে বিক্ষুব্ধ হয়ে স্থানীয় শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের যুবক ঝুমন দাশ আল্লামা মামুনুল হককে ব্যঙ্গ করে তার ফেইসবুক আইডিতে বিরূপ মন্তব্য করেন। আশাপাশের এলাকায় এই ফেসবুক বার্তা ছড়িয়ে পড়লে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। উত্তেজনা লাঘবে প্রশাসনের হস্তক্ষেপে গ্রামবাসী গত মঙ্গলবার রাতে ঝুমন দাশকে পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু সুযোগের সৎব্যবহার করেন স্থানীয় যুবলীগ নেতা জলমহালের ইজারাদার শহিদুল ইসলাম স্বাধীন। ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে নোয়াগাঁও গ্রামবাসীর উপর জলমহাল সংক্রান্ত পূর্ব বিরোধের শোধ নেন তিনি। বুধবার সকালে তিনি ও তার লোকদের দিয়ে গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে কয়েক হাজার লোক জড়ো করে সংখ্যালঘু গ্রামে হামলা করতে প্ররোচিত করেন তিনি।

শহিদুল ইসলাম স্বাধীন পার্শ¦বর্তী গ্রাম দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের নাচনী গ্রামের কেরামত আলীর পুত্র। দীর্ঘদিন যাবত সে আওয়ামী রাজনীতির সহিত সক্রিয়ভাবে জড়িত। স্থানীয় ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলের সে। কিছুদিন পূর্বে নতুন কমিটি হলে থাকে ওয়ার্ড যুব লীগের সভাপতি করা হয় এবং বিগত নির্বাচনে ঐ ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হন তিনি। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর রহমানের পাশের গ্রামেরও সম্পর্কে নাতি হন তিনি। প্রতিবেশীরা জানিয়েছেন, শহিদুল ইসলাম স্বাধীন জলমহাল ব্যবসার সাথেও জড়িত। তিনি নাচনী মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি হিসাবে দিরাই উপজেলার বরাম হাওরের গোসাইর ও নিত্যার দাইড় জলমহালের মালিক। উক্ত জলমহালে সেচ যন্ত্রের মাধ্যমে বিল শুকিয়ে মৎস্য আহরণ করতে চাইলে নোয়াগাঁও গ্রামের লোকজন বাধা প্রদান করেন এবং ঝুমন দাশ বিল সেচের চিত্র মোবাইল ফোনে ধারণ করে পুলিশ সুপার ও সিলেট রেঞ্জের ডিআইজি বরাবরে প্রেরণ করেন। এতে তিনি ঝুমন দাশসহ নোয়াগাঁও গ্রামবাসীর প্রতি ভীষণ ক্ষুব্ধ হন।

এই ঘটনার প্রধান আসামী যুবলীগ নেতা শহিদুল ইসলাম স্বাধীনকে পুলিশ বুরে‌্যা অব ইনভেষ্টিগেশন পিবিআই সিলেট কর্তৃক শুক্রবার রাত দেড়টায় মৌলবীবাজারের কুলাউড়া উপজেলার বুরাবুই গ্রাম থেকে গ্রেফতার করা হলে তাকে নিয়ে শুরু হয় আরেক নতুন নাটকের। স্থানীয় আওয়ামী লীগ ও কতিপয় মিডিয়া শহিদুল ইসলাম স্বাধীনকে হেফাজত কর্মী বানানোর জন্য উঠেপড়ে লেগেছে। শনিবার জেলা যুবলীগের ব্যানারে সংবাদ সম্মেলন করে সংগঠনের সভাপতি খায়রুল হুদা চপল দাবী করেন শহিদুল ইসলাম স্বাধীন যুবলীগের রাজনীতির সহিত কখনও জড়িত ছিলেন না। অপরদিকে কিছুসংখ্যক মিডিয়ায় প্রচার করা হচ্ছে শহিদুল ইসলাম স্বাধীন এলাকায় সব সময় ধর্মীয় ওয়াজ মাহফিল ও বিভিন্ন অনুষ্ঠান বাস্তবায়ন করে থাকেন।

এদিকে জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বাজায় ও আইনশৃংখলা স্বাভাবিক রাখতে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই বিষয়ে মতবিনিময় করা হয়েছে। এতে স্থানীয় সংসদ সদস্যগণ, পুলিশ সুপারসহ জেলার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। শাল্লা থানা ভারপ্রপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখার স্বার্থে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

https://dailysangram.com/post/447345