২১ মার্চ ২০২১, রবিবার, ১০:৩৫

জুড়ী সীমান্তে বিএসএফ’র গুলীতে বাংলাদেশী যুবক নিহত

মৌলভীবাজারের জুড়ী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলীতে বাপ্পা মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর রাতের মধ্যে কোনো একসময় জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বাংলাদেশ ভারত সীমান্তের পিলার নম্বর ৮২৩ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাপ্পা মিয়া রাঘনা বটুলী গ্রামের আব্দুর রউফের ছেলে।

তবে এ বিষয়ে বিয়ানীবাজার বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহ্ আলম সিদ্দিকী জানিয়েছেন, তারা এরকম একটি কথা শুনেছেন। নিহত ব্যক্তি বাংলাদেশি কিনা এখনো নিশ্চিত হতে পারেননি। তারা পতাকা বৈঠকের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেবেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাঘনা বটুলী গ্রামের বাসিন্দা বাপ্পা মিয়া শুক্রবার সন্ধ্যার পর থেকে নিজের গৃহপালিত একটি গরু হারিয়ে যাওয়ায় সন্ধান করতে গিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। তার না ফেরায় স্বজনেরা সম্ভাব্য সকলস্থানে খোঁজ নেন। কিন্তু তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে শনিবার সকালে স্বজনরা স্থানীয়ভাবে খবর পান ভারত সীমান্তের অভ্যন্তরে বিএসএফ এর গুলীতে বাপ্পা নিহত হয়েছেন। নিহত বাপ্পা মিয়ার স্বজন সাইফুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক আহমদ বলেন, “বিএসএফের গুলীতে আমার ইউনিয়নের একজন নিহত হওয়ার খবর শুনেছি।”

https://dailysangram.com/post/447244