১৫ মার্চ ২০২১, সোমবার, ৭:৩৯

রমজান না আসতেই নিত্যপণ্যের বাজারে অস্থিরতা

রমজান না আসতেই অস্থির হয়ে উঠছে নিত্যপণ্যের বাজার। নতুন করে বাড়তে শুরু করেছে চাল, ডাল, পেঁয়াজ, চিনি, ছোলা, মুরগি, তেলসহ নিত্যপণ্যের দাম। বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে দাম বাড়তে থাকায় তাদেরও দাম বাড়াতে হয়েছে। গতকাল রাজধানীর বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

বিক্রেতারা জানান, বর্তমানে ছোলা, চিনি ও মুগডাল প্রতি কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। পেঁয়াজ ১০ থেকে ১৫ টাকা, ব্রয়লার মুরগি ১৫ টাকা ও গরুর গোশত কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। গুঁড়া দুধ কোম্পানিভেদে কেজিতে বেড়েছে ২০-৪০ টাকা। খোলা সয়াবিন প্রতি লিটার ৯ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে।

রাজধানীর শান্তিনগর বাজার ঘুরে দেখা যায়, এখন প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ৮০ টাকা, চিনি ৭০ টাকা, মুগডাল বিক্রি হয়েছে ১৪০ টাকা, প্রতি লিটার খোলা সয়াবিন ১২১ টাকা, আর গুঁড়া দুধের মধ্যে ফ্রেশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০০ টাকায়।

৫ লিটার তীর সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৬৩০ টাকা, ৫ লিটার বসুন্ধরা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৬২০ টাকা, আর রূপচাঁদা সয়াবিন তেল ৫ লিটার বাজারে বিক্রি হচ্ছে ৬৩০ টাকায়।

এ ছাড়া প্রতি কেজি সাধারণ মানের খেজুর বিক্রি হচ্ছে ৪০০-৫০০ টাকা। প্রতি কেজি ব্রয়লার মুরগিতে ১৫-২০ টাকা বাড়িয়ে ১৬০ টাকা, দেশী মুরগি কেজিতে ৪০ টাকা বাড়িয়ে ৪২০-৪৫০ টাকা, লেয়ার মুরগি প্রতি কেজি ২২০ টাকা ও সোনালি বা কক মুরগি ৩৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি প্রতি কেজি গরুর গোশত ২০ টাকা বাড়িয়ে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

সরকারি প্রতিষ্ঠান টিসিবির হিসাব অনুযায়ী, গত বছর এই সময়ে ব্রয়লার মুরগির দাম ছিল প্রতি কেজি ১১০ থেকে ১২০ টাকা। সেই হিসাবে দাম বেড়েছে ৩৬.৯৬ শতাংশ। আর এক মাস আগে দাম ছিল ১২৫ থেকে ১৩৫ টাকা, সেই হিসাবে এক মাসে দাম বেড়েছে ২১.১৫ শতাংশ।

চালের বাজারে দেখা গেছে, মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৬২ থেকে ৬৫ টাকার ভেতরে। ২৮ চাল বিক্রি হচ্ছে কেজি ৫০ টাকায়। পাইজাম চাল কেজি ৪৮-৫০ টাকা। নাজিরশাইল চাল কেজি ৬৮ টাকা। ভারতীয় ২৮ চাল কেজি ৫০-৫২ টাকা। রশিদ মিনিকেট কেজি ৬৪ টাকায় বিক্রি হচ্ছে।

চায়না আদা বিক্রি হচ্ছে ১২০ টাকা। দেশি আদা ১০০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে কেজি বিক্রি হচ্ছে ২০ টাকা, শসা ৪০ টাকা, কাঁকরোল ৬০ টাকা, ফুলকপি পিস ২৫ টাকা, গাজর ২৫ টাকা, টমেটো ২০ টাকা, আলু ২৫ টাকা, বেগুন ৪০ টাকা, পটোল ৭০ টাকা, মিষ্টি কুমড়া পিস ৫০ টাকা, কাঁচামরিচ ৪০ টাকা। ঢেঁড়স কেজি ৮০ টাকা। ডিমের দামও অপরিবর্তিত। ডজন বিক্রি হচ্ছে ৯৫ টাকায়।

https://www.dailynayadiganta.com/first-page/569146