২২ ফেব্রুয়ারি ২০২১, সোমবার, ২:২৪

হল খোলার আলটিমেটাম রাবি ইবি ও শাবিতে

ক্যাম্পাস ও আবাসিক হলগুলো খুলে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দাবিতে বিক্ষোভ মিছিল ও উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা। একই কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীরা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ে (শাবি) শিক্ষার্থী উপাচার্যের বাসবভনের ফটকে তালা দিয়ে আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। হল না খোলা পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন তারা। প্রতিনিধিদের পাঠানো খবর-


রাজশাহী : অবস্থান কর্মসূচি থেকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের ‘একদফা’ দাবির বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত না জানালে আজ (সোমবার) থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। রোববার বেলা সাড়ে ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবহণ মার্কেটের আমতলা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের বাসভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচিতে মিলিত হয়। এ সময় অন্তত দুই শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

শিক্ষার্থীরা বলছেন, দেশের সবকিছু স্বাভাবিক থাকলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবেই আবাসিক হলগুলো বন্ধ রেখেছে। উপাচার্যকে তারা একাধিকবার হল খেলার বিষয়ে অনুরোধ করলে এবং স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। চলতি মাসেই আবাসিক হলগুলো খোলার ঘোষণা না দিলে আজকের এ আন্দোলন থেকেই তারা কঠোর কর্মসূচিতে যাবেন।

ইবি : অর্ধশত শিক্ষার্থী রোববার বেলা ১১টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সঙ্গে সাক্ষাৎ করে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এ সময় শিক্ষার্থীরা হল খোলা, পরিবহণ ও হল ফি মওকুফসহ তাদের দাবি তুলে ধরেন। আজ থেকে বিক্ষোভ মিছিল ও আবাসিক হল না খোলা পর্যন্ত প্রতিটি হলের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে তারা এ কর্মসূচি ঘোষণা করেন। আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে ছাত্র ইউনিয়ন ইবি সংসদ।

উপাচার্য বলেন, আমি শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একমত। তবে আমরা চাইলেই হল খোলার ঘোষণা দিতে পারছি না। এ সিদ্ধান্তটা আমাদের হাতে নেই। এ সপ্তাহ শেষে শিক্ষা মন্ত্রণালয়ে আমাদের সভা আছে। সেখানে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো সরকারকে জানাব। যাতে করে সরকার খুব তাড়াতাড়ি আবাসিক হলগুলো খুলে দেওয়ার অনুমতি দেয়।

শাবি : মঙ্গলবারের মধ্যে আবাসিক হল খুলে দেয়ার দাবিতে প্রশাসনকে আলটিমেটাম দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার হল খোলার দাবিতে উপাচার্যের বাসভবনের ফটকে তালা দেয়ার পর এ আলটিমেটাম দেয় আন্দোলনকারীরা। শনিবার বিকাল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে অবস্থান নেন শিক্ষার্থীরা। সন্ধ্যার মধ্যে হল খুলে দেওয়ার সিদ্ধান্ত জানানোর আলটিমেটাম দিয়ে উপাচার্য বরাবর পত্র দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় দাবি না মেনে নিলে কঠোর আন্দোলনের ঘোষণাও দেন তারা। তবে শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে কোনো সিদ্ধান্ত না জানানোয় রাত ৯টায় আন্দোলনের অংশ হিসাবে উপাচার্যের ভবনের ফটকে তালা দেন শিক্ষার্থীরা। পরে আরেকটি পত্রে মঙ্গলবারের মধ্যে হল খুলে দেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেছে শাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক রাশেদ তালুকদার বলেন, এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারের উচ্চ মহলের সঙ্গে যোগাযোগ করছে। উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, মার্চে চূড়ান্ত পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে হল খোলার বিষয়ে চিন্তাভাবনা করছি আমরা।

https://www.jugantor.com/todays-paper/first-page/395453