বিক্ষুব্ধ ছাত্রদের সড়ক অবরোধ, বাসে আগুন -নিজস্ব ছবি
১৮ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ৯:৪৫

দিনভর বিক্ষোভ, আল্টিমেটাম

ববি’র ঘুমন্ত ছাত্রদের ওপর বাস শ্রমিকদের হামলা

মধ্যরাতে বরিশাল শিক্ষার্থীদের মেসে হামলা চালিয়েছে বাস শ্রমিকরা। বেধড়ক মারপিট করা হয়েছে ঘুমন্ত ছাত্রদের। হামলায় আহত ১৩ শিক্ষার্থীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর প্রতিবাদে

গতকাল সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-পটুয়াখালী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। জ্বালিয়ে দেয়া হয়েছে একটি যাত্রীবাহি বাস। ভাঙচুর করা হয় আরো ২টি বাস। এর পরপরই ঢাকা-পটুয়াখালী- কুয়াকাটা-বরগুনা রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তৌফিকুল সজল ও ফারজানা আক্তার বাড়ি যাওয়ার জন্য বিআরটিসি কাউন্টারে যান।

সেখানে রফিক নামের একজন বাস স্টাফের সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। এর জের ধরে সজলকে ছুরিকাঘাত করেন রফিক। লাঞ্ছিত করা হয় ফারজানাকে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা বিকালে রূপাতলী এলাকায় সড়ক অবরোধ করে। পরে বিআরটিসির কাউন্টার কর্মী রফিককে পুলিশ আটক করলে শিক্ষার্থীরা শান্ত হয়।
এদিকে বিআরটিসির শ্রমিক আটকের ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে শ্রমিকরা। রাত ২টার দিকে রূপাতলী হাউজিং এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেসে হামলার ঘটনা ঘটে।

গভীর রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলাকে ন্যক্কারজনক ও বর্বরোচিত অভিহিত করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস ও আহত শিক্ষার্থীদের চিকিৎসার যাবতীয় ব্যয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বহন করা হবে বলে জানান বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। গতকাল দুপুরে আন্দোলনকারী শিক্ষার্থীরা বেলা ১১টার দিকে ভিসি প্রফেসর ড. ছাদেকুল আরেফিনের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তারা ৩টি দাবি যথাক্রমে অপরাধীদের শাস্তির আওতায় আনা, হামলার রাতে প্রক্টরিয়াল বডির ব্যর্থতার জবাব চাওয়া এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নতজানু নীতি পরিহার করা। ভিসি প্রফেসর ড. ছাদেকুল আরেফিন শিক্ষার্থীদের সকল দাবি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।

https://mzamin.com/article.php?mzamin=263160