১১ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ১১:১৫

সড়কে ঝরলো ১৮ প্রাণ

সারা দেশে গতকাল সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ঝিনাইদহের কালীগঞ্জে ১১ জন, কক্সবাজারের টেকনাফে শিশুসহ একই পরিবারের তিনজনসহ ৪ জন, কুষ্টিয়ার দৌলতপুরে ১ জন, রংপুরের পীরগঞ্জে ১ জন ও চুয়াডাঙ্গায় ১ জন রয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অর্ধশতের বেশি। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি জানান, কালীগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে অর্ধশত। গতকাল বিকাল ৩টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের বারোবাজার এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।

জে কে পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। বাসটি বারোবাজার পার হয়ে আমজাদ আলী ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে রাস্তার ওপর থাকা যাত্রীকে বাঁচাতে গিয়ে ব্রেক করে।
এতে বাসটি উল্টে রাস্তার ওপর পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক বাসের মাঝামাঝি সজোরে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর আড়াআড়ি হয়ে উল্টে যায় এবং ঘটনাস্থলেই ১১ জন প্রাণ হারান। এ সময় রাস্তা পার হচ্ছিলেন এক ব্যক্তি। তখন দ্রুতগতিতে আসা যাত্রীবাহী বাসটি তাকে বাঁচাতে গিয়ে ব্রেক করে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিকট শব্দে রাস্তার ওপর আড়াআড়িভাবে উল্টে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক বাসের মাঝামাঝি ধাক্কা মারে। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়।

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি জানান, টেকনাফ-কক্সবাজার সড়কে যাত্রী বোঝাই সিএনজি এবং বাসের মুখোমুখী সংঘর্ষে পিতাপুত্র ও শিশুসহ একই পরিবারের তিনজনসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরো ৫ জন আহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হোয়াইক্যং লম্বাবিল দক্ষিণ মাথা উনচিপ্রাংয়ের পূর্বে টেক পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) মো. আব্দুল আলিম জানান, কক্সবাজার থেকে টেকনাফগামী যাত্রী বোঝাই পালকী পরিবহন (কক্সবাজার-জ-১১-০২৩৮) এবং হ্নীলা মরিচ্যাঘোনা হতে কক্সবাজারগামী সিএনজি (কক্সবাজার-থ-১১-৮৭৪৬) এর মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে হ্নীলা মরিচ্যাঘোনার সিএনজি যাত্রী ছালামত উল্লাহ (৬০), তার পুত্র নজরুল (৩০) ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে হোয়াইক্যং হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে পালংখালী গয়ালমারা এমএসএফ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কামরুলের ৭/৮ মাসের এক মেয়ে শিশু ও আরো এক যাত্রী মারা যায়।

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় রিশান (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল দুপুর ১টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের জয়রামপুর এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে অটোরিকশা যাত্রী রিশান নিহত হয়। নিহত স্কুলছাত্র রিশান মিরপুর উপজেলার কাকিলাদহ গ্রামের মৃত কামরুল মণ্ডলের ছেলে। নিহত রিশান কাকিলাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি জানান, পীরগঞ্জে নাতির মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা দাদী জমিলা খাতুন (৫৫) প্রাণ হারিয়েছেন। গতকাল দুপুরে উপজেলার চৈত্রকোল ইউনিয়নের অনন্তরামপুর কলোনি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও গ্রামবাসী জানায়, অনন্তরামপুর কলোনি গ্রামের সাইদুল ইসলামের পুত্র মিলন মিয়া (২২) বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে কলোনি বাজারে যাচ্ছিল। এ সময় দাদি জমিলা খাতুন বাড়ি সংলগ্ন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মিলন মিয়ার মোটরসাইকেলের ধাক্কায় জমিলা খাতুন ঘটনাস্থলেই মারা যায়।

চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গার দর্শনায় ট্রাকের ধাক্কায় সাজু আহম্মেদ (২৩) নামের এক রেলইয়ার্ড শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সকালে দর্শনা রেলবন্দরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজু আহম্মেদ দর্শনা পৌর এলাকার শান্তিনগর গ্রামের মহিদুল ইসলামের ছেলে। দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমান জানান, গতকাল সকালে দর্শনা রেলইয়ার্ডে ভারত থেকে আসা মালবাহী ট্রেন থেকে পণ্য খালাসের কাজ করছিল সাজুসহ কয়েক শ্রমিক। এ সময় খালাসকৃত পণ্যবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-১৩-৫৩৪৩) পেছাতে গেলে ট্রাক ও মালবাহী ট্রেনের মাঝে পড়ে পিষ্ট হয় সাজু। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

https://mzamin.com/article.php?mzamin=262358