ময়মনসিংহের গৌরিপুর পৌর নির্বাচনে দায়িত্ব পালনকালে এন টিভির ক্যামেরা পারসন মাসুদ রানাকে পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা : নয়া দিগন্ত
৩১ জানুয়ারি ২০২১, রবিবার, ৯:৫৫

পৌর নির্বাচনের তৃতীয় ধাপ

সংঘর্ষ দখলদারি বর্জন

বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ-ভাঙচুর, কেন্দ্র দখল, ভোটদানে বাধা, প্রিসাইডিং অফিসারসহ নির্বাচনী কর্মকর্তাদের পক্ষাবলম্বনের অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচন। বেশির ভাগ পৌরসভাতে ছিল উল্লেখযোগ্য ভোটার উপস্থিতি। তবে বেশ কিছু পৌরসভায় কারচুপি, জবরদস্তি, অনিয়মের অভিযোগে ভোট বর্জন করেছেন বিএনপি সমর্থিত ও স্বতন্ত্র মেয়রপ্রার্থীরা। রাত ৯টা পর্যন্ত পাওয়া খবরে বেশির ভাগ পৌরসভার ফলাফলে সরকারদলীয় নৌকা প্রতীকের মেয়রপ্রার্থীদের বিজয়ী হওয়ার কথা জানা যায়।

গতকাল দেশের ৬৩ পৌরসভায় ভোট হওয়ার কথা থাকলেও কুমিল্লার লাকসাম পৌরসভার মেয়র ও কাউন্সিলরের সব পদে একক প্রার্থী থাকায় সেখানে ভোটগ্রহণের দরকার হয়নি। এই ধাপের সবগুলো পৌরসভায় ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। অনিয়ম ঠেকাতে ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠায় নির্বাচন কমিশন (ইসি)। তারপরও টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মতো কয়েকটি কেন্দ্রে প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারের বিরুদ্ধেই নিজেরাই সিল মেরে ভোটের বাক্স ভরে দেয়ার অভিযোগ ওঠে। এ ছাড়াও লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভায় ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাজিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে দুই পক্ষে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। টাঙ্গাইলের ভূঞাপুরে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন। এ সময় দু’জনের হাতের কবজি ও দু’জনের আঙুল কেটে ফেলা হয়। এ ছাড়াও বিভিন্ন কেন্দ্রে সরকারি দলের মেয়রপ্রার্থীর সাথে দলীয় প্রতিপক্ষ বা অন্য দলের মেয়রপ্রার্থীরা, কোথাও কাউন্সিলর প্রার্থীর সাথে প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংর্ঘষ ঘটেছে। মুন্সীগঞ্জে পৌরসভা নির্বাচনে জোর করে ব্যালট ছিনিয়ে নৌকা প্রতীকে সিল মারা ঠেকাতে না পারায় এক সহকারী প্রিজাইডিং ও এক পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।

রামগঞ্জে সংঘর্ষে আহত ২৫ : শতাধিক রাউন্ড গুলি
রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা জানান, লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার দুইটি কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় তাদের সমর্থকরা রামগঞ্জ-চাটখিল সোনাইমুড়ী সড়কে গাছ ফেলে অবরোধ করে বিক্ষোভ করে। গতকাল দুপুরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাজিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন জিতু দেওয়ান ও মামুনুর রশিদের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ছাড়া ১ নম্বর ওয়ার্ড সোনাপুর ওয়ার্ডের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের নিকট থেকে ব্যালট কেড়ে নেয়ার কারণে কামরুল হাসান ফয়সাল মাল ও ডালিম প্রতীকের শাখাওয়াত হোসেন রাজু সমর্থকদের সংঘর্ষ হয়। পরে বিজিবি সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। আহতদের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক রাউন্ড গুলি ছুড়ে পুলিশ। এর কিছুক্ষণ পর টামটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রেও দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। দফায় দফায় গাজর প্রতীকের প্রার্থী মামুন ভূইয়া সমর্থকদের ওপর হামলা ও বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে।

বগুড়া অফিস, শিবগঞ্জ ও নন্দীগ্রাম সংবাদদাতা জানান, শনিবার বগুড়ার শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে ধানের শীষের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া, সমর্থকদের মারধর ও কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছেন বিএনপির মেয়র প্রার্থী সাবেক মেয়র মতিয়ার রহমান মতিন। বেলা সাড়ে ১১টার দিকে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি জানান, পৌরসভার বেড়াবালা, গরিবপুর, দহিলা, শব্দলদীঘিসহ প্রায় সবগুলো কেন্দ্রে সবুজ টুপি পরিহিত আ’লীগ ক্যাডাররা ভোটারদের মারধর, এজেন্টদের বের করে দেয়াসহ জাল ভোট দিয়েছেন। প্রতিটি কেন্দ্রেই আ’লীগ ক্যাডাররা বুথ দখল করে নেয়। এ দিকে বগুড়ার নন্দীগ্রাম পৌরসভায় ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার করে নৌকা মার্কায় সিল মারার অভিযোগে ৫০টি ব্যালট পেপার বাতিল করা হয়েছে। এ সময় নৌকা মার্কার সমর্থক নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্য ওসমান গনি সরকার বেলালকে আটক করা হয়েছে। শনিবার বেলা ১টার দিকে নন্দীগ্রাম হাজী ওয়াজেদ আলী বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। হাজী ওয়াজেদ আলী উচ্চবিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ফারুকুল ইসলাম বলেন, জোর করে নৌকা মার্কায় সিল দেয়া ৫০টি ব্যালট পেপার বাতিল করা হয়েছে।

চুয়াডাঙ্গা সংবাদদাতা জানান, ভোটকেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার অভিযোগে নির্বাচন বর্জন করেছেন চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার বিএনপির প্রার্থী হাবিবুর রহমান। গতকাল দুপুরে দর্শনা পুরাতন বাজারে নিজ নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বর্জনের ঘোষণা দেন তিনি। এ সময় তিনি অভিযোগ করে বলেন, সকাল থেকে ভোটকেন্দ্রগুলো থেকে পোলিং এজেন্টসহ প্রধান নির্বাচনী এজেন্টকে বের করে দেয়া হয়েছে। তাই ওই নির্বাচন বর্জন করেছেন তিনি। হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, গত ২৮ জানুয়ারি সন্ধ্যার পর হতে রাত ১২টা পর্যন্ত সরকারদলীয় লোকজন হ্যান্ড মাইক নিয়ে দর্শনা পৌর এলাকার সকল ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য নির্দেশ প্রদান করে এবং আমার নির্বাচনী এজেন্টসহ কর্মী সমর্থকদের বাড়িতে ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে। নির্বাচনের দিন সরাল হতে পৌর এলাকার সকল ভোটকেন্দ্রে আমার কোনো পোলিং এজেন্টদেরকে ঢুকতে দেয়া হয়নি।

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জানান, দামুড়হুদার দর্শনা পৌর নির্বাচনে বিক্ষিপ্ত সংঘর্ষে এক আওয়ামী লীগ নেতা রক্তাক্ত জখম হয়েছেন। এ ছাড়া বিএনপি প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

পুলিশ জানিয়েছে, বেলা সাড়ে ১২টার দিকে পৌরসভার আনোয়ারপুর ভোট কেন্দ্রে দুইজন সরকার সমর্থিত কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কামাল উদ্দিন সান্টু রক্তাক্ত জখম এবং ঈশ্বরচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে রিপন মিয়া নামে আরো একজন আহত হয়েছে। এ দিকে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী হাবিবুর রহমান বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, দর্শনা পৌরসভার ৯ ওয়ার্ডের মোট ১৬ ভোট কেন্দ্রের কক্ষ থেকে সরকার সমর্থকরা ধানের শীষ প্রতীকের সব এজেন্টদের বের করে দেয়ায় তিনি ভোট বর্জন করেছেন।
ঝালকাঠি সংবাদদাতা জানান, ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ঝালকাঠির নলছিটি পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মো: মজিবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র কে এম মাসুদ খান ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। ধানের শীষের প্রার্থী সংবাদিকদের কাছে বলেন, আওয়ামী লীগের প্রার্থী ওয়াহেদ কবির খান প্রভাব বিস্তার করে প্রতিটি কেন্দ্রই দখলে নিয়েছেন। কেন্দ্রে কেন্দ্রে কারচুপি ও অনিয়ম চলছে প্রকাশ্যে। শাসক দলের নেতাকর্মীরা ভোটারদের কাছ থেকে জোর করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে তাদের পছন্দের প্রার্থীদের প্রতীকে ভোট প্রদান করছে। প্রশাসন কোনো বাধা দিচ্ছে না। এ কারণে এই ভোটে অংশ নেয়া না নেয়া একই কথা। অপর দিকে এক ভিডিও বার্তায় স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র কে এম মাসুদ খান ভোট বর্জনের ঘোষণা দিয়ে বলেন, তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। একই সাথে ভোটারদের কাছ থেকে ব্যালট কেড়ে নিয়ে নৌকা প্রতীকে সিল মারা হচ্ছে এবং কোথাও কোথাও নৌকা প্রতীকে সিল মারা ব্যালট সরবরাহ করা হচ্ছে। তিনি নজিরবিহীন ভোট কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দেন।

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকা পৌর নির্বাচনে ভোট কারচুপি, কেন্দ্র দখল ও এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়াসহ বিভিন্ন অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন বিএনপির ধানের শীষ প্রতিকের প্রার্থী আলহাজ হাতেম খান। শনিবার বেলা আড়াইটার সময় ভালুকা বাজারে প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব অভিযোগ করা হয়। হাতেম খান জানান, সকাল থেকেই সরকারদলীয় লোকজন ৯টি ওয়ার্ডের মধ্যে ৭টি কেন্দ্রই দখল করে নেয়।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচনকে প্রহসন-তামাশা ও ভোট ডাকাতির অভিযোগ এনে নির্বাচন বাতিল ও নতুন নির্বাচনের দাবি করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হারুন অর রশীদ মজুমদার। শনিবার বিকেলে চৌদ্দগ্রাম বাজারস্থ বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। তিনি অভিযোগ করেন, ৯টি ওয়ার্ডের ১২টি কেন্দ্রে আ’লীগের মনোনীত মেয়র প্রার্থী জি এম মীর হোসেন মীরুর পক্ষে বিভিন্ন ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিটি কেন্দ্রে ৩-৪ শতাধিক আ’লীগের নেতাকর্মী প্রভাব খাটিয়ে বিএনপির এজেন্টদের বের করে দিয়ে নৌকা মার্কায় একতরফা সিল মারে। বিষয়টি রিটার্নিং অফিসারের নিকট অভিযোগ করলেও তিনি ব্যবস্থা নেবেন বলে এড়িয়ে যান।

ভূঞাপুরে ৪ ভোটারের কব্জি ও আঙুল কাটল প্রতিপক্ষ
টাঙ্গাইলের ভূঞাপুর পৌর নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীর সমর্থকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ ১০ জন আহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে পৌরসভার কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভূঞাপুর পৌরসভার ১ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী পানির বোতল প্রতীকের আনোয়ার হোসেনের সমর্থিতরা জাল ভোট দেয়া শুরু করে। পরে বিষয়টি নিয়ে কাউন্সিলর প্রার্থী উটপাখি প্রতীকের জাহিদুল ইসলামের সমর্থকরা প্রতিবাদ করে।

এক পর্যায়ে জাহিদুলের এজেন্টসহ সমর্থকদের কেন্দ্র থেকে বের করে দেয়। এ সময় আনোয়ার গ্রুপের লোকজন জাহিদুল ইসলামের সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জাহিদুলের পক্ষের এক নারীসহ ১০ জনকে আহত করে। এসময় সোমেলা বেগমসহ দুইজনের হাতের কব্জি ও দুইজনের আঙুল কেটে ফেলা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ দিকে ওই কেন্দ্রে সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত করা হয়। শীর্ষ নিউজ।

সাংবাদিকদের কার্ড ঝুলিয়ে কেন্দ্র দখল!

ফেনী অফিস জানায়, ফেনী পৌরসভা নির্বাচনে সাংবাদিকদের পর্যবেক্ষণের কার্ড গলায় ঝুলিয়ে কেন্দ্র দখলের অভিযোগ উঠেছে। গতকাল দিনভর বিভিন্ন কেন্দ্রের সামনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর সমর্থক দলীয় নেতাকর্মীদের কাছে জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকার কার্ড প্রদর্শন করতে দেখা গেছে।

বিএনপির মেয়রপ্রার্থী আলাল উদ্দিন আলাল অভিযোগ করেছেন, কেন্দ্র দখলকারীদের মধ্যে যারা নেতৃস্থানীয় ছিল তারা পত্রিকার কার্ড গলায় ঝুলিয়ে রাখতে দেখা গেছে। এদের মধ্যে কয়েকজনের নাম উল্লেখ করে তিনি বলেন, অন্তত ৬০-৬৫ জনের গলায় এ কার্ড ঝুলতে দেখা গেছে। তারা সাংবাদিক পরিচয় দিয়ে কেন্দ্র দখল করেছে।
এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো: নাছির উদ্দিন পাটওয়ারী জানান, দুই শতাধিক সাংবাদিক পর্যবেক্ষণ কার্ড নিয়েছেন। সাংবাদিকদের মধ্যে বিভেদের সুযোগ নিয়ে অনেক অসাংবাদিকও সাংবাদিক পরিচয়ে কার্ড সংগ্রহ করেছেন বলে তিনি পরে জেনেছেন।

গৌরীপুরে ব্যালট ছিনতাইকালে ৩ চেয়ারম্যান আটক
ময়মনসিংহ অফিস জানায়, ব্যালট ছিনতাই, ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ, হামলা, ভাঙচুর ও জালভোট প্রদানের মধ্য দিয়ে ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়। হামলার ঘটনায় এনটিভির ক্যামেরাপারসন মাসুদ রানা ও ৭১ টিভির ক্যামেরাম্যান নুরুজ্জামান আহত হন। ব্যালট ছিনতাইয়ের অভিযোগে অভিযোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ চারজনকে আটক করেছে পুলিশ। দুপুর ১২টার দিকে গৌরীপুর সরকারি কলেজ কেন্দ্রে ব্যালট ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে রামগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ, সহনহাটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান দুলাল আহমেদ ও ছাত্রলীগ নেতা কাউসার মিয়াকে আটক করা হয়। এদিকে বেলা পৌনে ১টার দিকে শেখ লেবু স্মৃতি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাইরে নৌকা ও নারিকেল গাছের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনার ভিডিও করার সময় এনটিভির ক্যামেরা ভাঙচুর এবং এনটিভির ক্যামেরাপারসন সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ-জেইউএম ও ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য মাসুদ রানা ও ৭১ টিভির ক্যামেরাপারসন নুরুজ্জামানকে বেধড়ক লাঠিপেটা ও মারধর করা হয়।

বগুড়া অফিস জানায়, বগুড়া জেলার পাঁচটি পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করে নির্বাচন কর্মকর্তারা। বেসরকারি ফলাফলে দুটিতে নৌকা, দুটিতে ধানের শীষ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে।

শিবগঞ্জ পৌরসভায় বর্তমান মেয়র আওয়ামী লীগ মনোনীত তৌহিদুর রহমান মানিক (নৌকা) নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১২ হাজার ৩৯৮ ভোট। তার নিকটতম বিএনপির প্রার্থী সাবেক মেয়র মতিয়ার রহমান মতিন (ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ৩৬৬ ভোট। কাহালু পৌর সভা নির্বাচনে বিএনপি মনোনীত আব্দুল মান্নান ওরফে ভাটা মান্নান (ধানের শীষ) ৫ হাজার ৩৪৫ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগ মনোনীত আলহাজ হেলাল উদ্দিন কবিরাজ (নৌকা) পেয়েছেন ৪ হাজার ২৯৯ ভোট। নন্দীগ্রাম পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত আনিসুর রহমান (নৌকা) মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৭ হাজার ৬৮৩ ভোট। তার নিকটতম বিএনপি মনোনীত সাবেক মেয়র সুশান্ত কুমার শান্ত (ধানের শীষ) পেয়েছেন ৫ হাজার ১৮৩ ভোট। ধুনট পৌরসভায় বর্তমান মেয়র আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এজিএম বাদশাহ (জগ) নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৩ হাজার ৯০২ ভোট। নিকটতম আওয়ামী লীগ মনোনীত টি আই এম নুরুন্নবী তারিক (নৌকা) পেয়েছেন ২ হাজার ৯৩২ ভোট এবং বিএনপি মনোনীত সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল (ধানের শীষ) ২ হাজার ২২৩ ভোট। গাবতলী পৌরসভায় বিএনপি মনোনীত বর্তমান মেয়র সাইফুল ইসলাম (ধানের শীষ) আবার মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৭ হাজার ৯শ ভোট। তার নিকটতম আওয়ামী লীগের মোমিনুল হক শিলু (নৌকা) পেয়েছেন ৬ হাজার ২শ ভোট।

কুমিল্লা সংবাদদাতা জানান, কুমিল্লার বরুড়া ও চৌদ্দগ্রাম পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়েছে। বরুড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থীর লোকজনের বিরুদ্ধে কেন্দ্র দখল, ভোটারদের বাধা প্রদান, এজেন্ট ঢুকতে না দেয়া, ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টির অভিযোগ করেন বিএনপি দলীয় মেয়রপ্রার্থী (বর্তমান মেয়র) জসিম উদ্দিন পাটোয়ারী।

পৌরসভার লতিফপুর শিলমুড়ি ইউনিয়ন কেন্দ্রে জালভোট দেয়ার ভিডিও ধারণ করার সময় একটি বেসরকারি চ্যানেলের (চ্যানেল-২৪) সাংবাদিক জাহিদুর রহমানের উপর হামলা চালিয়ে তাকে লাঞ্ছিত করে নৌকার প্রার্থীর লোকজন। এ সময় তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলা হয়।

টাঙ্গাইল সংবাদদাতা জানান, বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে টাঙ্গাইলে পাঁচটি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। পৌরসভাগুলো হলোÑ টাঙ্গাইল সদর, ভূঞাপুর, মির্জাপুর, মধুপুর ও সখিপুর। নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে মধুপুর পৌরসভায় বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী মো: আব্দুল লতিফ পান্না ভোট বর্জন করে আবার ভোট গ্রহণের দাবি জানিয়েছেন।

টাঙ্গাইল শহরের কয়েকটি কেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করার অভিযোগ রয়েছে। কোন কোন কেন্দ্রে নৌকার ব্যালট পেপার আগেই শেষ হয়ে যায়। সেখানে ভোটারদের শুধু কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলদের ব্যালট পেপার দেয়া হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। টাঙ্গাইল পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাকরাইল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা আড়াইটার দিকে তিনজন কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। টাঙ্গাইল শহরের স্টার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এলাকা থেকে রাফিক নামে এক যুবককে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশ।

ভোলা সংবাদদাতা জানান, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান পৌরসভায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই দুই পৌরসভার কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। তবে ভোটকেন্দ্রে মোবাইলফোন ব্যবহারের অভিযোগে দৌলতখানের একটি কেন্দ্র থেকে আওয়ামী লীগ ও বিএনপির দুই এজেন্ট এবং জাল ভোট দেয়ার অভিযোগে বোরহানউদ্দিনে ৬ ও ৭ নং কেন্দ্র থেকে ৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে এক যুবকের ২ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নড়াইল সংবাদদাতা জানান, নড়াইল ও কালিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নড়াইল পৌরসভায় নৌকা প্রতীকে মেয়র পদে আঞ্জুমান আরা পেয়েছেন ১৯ হাজার ৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী জুলফিকার আলী মণ্ডল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৩৬৬ ভোট। অপর দিকে কালিয়া পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী ওয়াহিদুজ্জামান হিরা পেয়েছেন ১২ হাজার ২২০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ওয়াহিদুজ্জামান মিলু পেয়েছেন ৬০৯ ভোট।

মৌলভীবাজার সংবাদদাতা জানান, মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র মো: ফজলুর রহমান বেসরকরিভাবে বিজয়ী হয়েছেন। কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়া নৌকা প্রতীক পেয়েছে ১৩৬৯৭ ভোট। তার নিকটতম নির্বাচন বর্জন কারি প্রার্থী মো: অলিউর রহমান ধানের শীষ প্রতীকের বাক্সে পড়েছে ৭৩৩ ভোট। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঠিক এক দিন আগে বিএনপির প্রার্থী মো: অলিউর রহমান সরে দাঁড়ানোর ঘোষণা দিলে নির্বাচনী আমেজের ছন্দপতন ঘটে।

ফেনী অফিস জানায়, ফেনী পৌরসভা নির্বাচনে ৬৯ হাজার ৩০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী। এ দিকে বিপুল সংখ্যক বহিরাগত এনে কেন্দ্র দখলসহ নানা অভিযোগ এনে ভোট বাতিলের দাবি করেছে বিএনপি। জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, পৌরসভার ভোটাররা কেন্দ্রের কাছেও যেতে পারেনি। প্রশাসনের সহযোগিতায় জেলার বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক সন্ত্রাসী জড়ো করে নৌকায় সিল মারা হয়েছে।

সাতক্ষীরা ও কলারোয়া সংবাদদাতা জানান, কলারোয়া পৌর নির্বাচনে ভোট কারচুপি, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া, ব্যালট কেড়ে নিয়ে নৌকা প্রতীকে সিল মারা ও নৌকা প্রতীকে সিল মারা ব্যালট সরবরাহের অভিযোগে বিএনপির মেয়র প্রার্থী শরিফুজ্জামান তুহিন ও স্বতন্ত্র মেয়র প্রার্থী নার্গিস সুলতানা ভোট বর্জনের ঘোষণা দেন। এছাড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আসাদ খান, কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম ও মোজাহিদুল ইসলাম একই ধরনের অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দেন। বিএনপির মেয়র প্রার্থী শরিফুজ্জামান তুহিন ও স্বতন্ত্র মেয়র প্রার্থী নার্গিস সুলতানা তাদের নিজ কার্যালয়ে পৃথক সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন।

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভা নির্বাচনে বেসরকারি ফলাফল ১৩ হাজার ৩৪৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকার প্রার্থী শওকত উসমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী (ধানের শীষ) তোফাজ্জল হোসেন খান দিলীপ পেয়েছেন ৫ হাজার ৩৯৫ ভোট। যদিও শনিবার দুপুরেই নির্বাচনে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জন করেছেন। এছাড়া স্বতন্ত্র (মোবাইল ফোন) প্রতিকের প্রার্থী মিসেস সালমা আনিকা পেয়েছেন ২ হাজার ২৮৮ ভোট।

মনিরামপুর (যশোর) সংবাদদাতা জানান, যশোরের মনিরামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের কাজী মাহমুদুল হাসান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ১৪২৭৬। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি দলীয় প্রার্থী অ্যাডভোকেট আলহাজ শহীদ মো: ইকবাল হোসেন পেয়েছেন ১৬৭০ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী আলহাজ মাস্টার আবু তালেব পেয়েছেন ৪০৯ ভোট।

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা জানান, নওগাঁর ধামইরহাট পৌরসভা নির্বাচনে দ্বিতীয় বারের মতো মেয়র পদে ৭৯৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো: আমিনুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী চপল প্রাপ্ত ভোট পেয়েছেন ৩০৪৯।
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা জানান, পাইকগাছা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মো: সেলিম জাহাঙ্গীর তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন।
শরীয়তপুর সংবাদদাতা জানান, শরীয়তপুরের জাজিরা ও ভেদরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং নড়িয়া পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছেন। এই ৩টি পৌরসভার মধ্যে ভেদরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল বাশার চোকদার (জগ) প্রতীক নিয়ে ৩ হাজার ৮৮৬ ভোট বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মান্নান হাওলাদার (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৩৩৮ ভোট। জাজিরা পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো: ইদ্রিস মাদবর (মোবাইল ফোন) প্রতীক নিয়ে ৬ হাজার ৬০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক আবদুল হক কবিরাজ (নৌকা) প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭৭৪ ভোট। নড়িয়া পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম (নৌকা) প্রতীকে আজাদ ১২ হাজার ৮৭৫ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী (ধানের শীষ) প্রতীকে সৈয়দ রিন্টু পেয়েছেন ৪৫৪ ভোট।

নোয়াখালী অফিস জানায়, নোয়াখালীর চৌমুহনী পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী খালেদ সাইফুল্লাহ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি মোবাইল প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ৪১৮ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আক্তার হোসেন ফয়সল নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৯৩৬ ভোট। বিএনপি প্রার্থী জহির উদ্দিন হারুন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৮৩১ ভোট।

গোলাপগঞ্জ (সিলেট) সংবাদদাতা জানান, গোলাপগঞ্জ পৌরসভার নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল (জগ)। তিনি ৫ হাজার ৮৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী অপর প্রার্থী সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু (মোবাইল ফোন)। তিনি পেয়েছেন ৪ হাজার ৫৪৮ ভোট। বিএনপির মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন (ধানের শীষ) পেয়েছেন ৪ হাজার ২২২ ভোট। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ রুহেল আহমদ (নৌকা) পেয়েছেন ১ হাজার ১৭৫ ভোট।
ঈশ^রগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা জানান,

ময়মনসিংহের ঈশ^রগঞ্জে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার। তিনি ৯ হাজার ৩৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন এবং নৌকা প্রতীক নিয়ে ৭ হাজার ৯৬০ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন হাবিবুর রহমান হাবিব।

কোটচাঁদপুর ( ঝিনাইদহ) সংবাদদাতা জানান, কোটচাঁদপুর পৌরসভা নির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থী সহিদুজ্জামান সেলিম বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৮৩৪২, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সালাহউদ্দিন বুলবুল সিডল পেয়েছেন ৭১২৮ ভোট।

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা জানান, হাতিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী কে এম ওবায়েদ উল্যা বিপ্লব নৌকা প্রতীক নিয়ে ১৬,৯৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি’র প্রার্থী কাজী আবদুর রহিম ধানের শীষ প্রতীক নিয়ে ২৮৫৫ ভোট পেয়েছেন।

ঝিনাইদহ সংবাদদাতা জানান, হরিণাকুণ্ডু পৌরসভায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) ফারুক হোসেন। তিনি পেয়েছেন ৭ হাজার ৩৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (জগ) সাইফুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৯১৩ ভোট।

https://www.dailynayadiganta.com/first-page/559489/