২২ জানুয়ারি ২০২১, শুক্রবার, ২:৩২

বাংলাদেশে টিকার পরীক্ষা চালাতে চায় ভারত বায়োটেক

ভারতের প্রতিষ্ঠান ভারত বায়োটেক তাদের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার পরীক্ষা চালাতে চায় বাংলাদেশে। এ জন্য তারা সম্প্রতি আবেদনও করেছে। বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন।


বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের পরিচালক মাহমুদ-উজ-জাহান রয়টার্সকে বলেছেন, ভারত বায়োটেকের কাছ থেকে এ রকম একটি প্রস্তাব তাঁরা পেয়েছেন। তাঁদের এথিকস কমিটি আবেদনটি পর্যালোচনা করবে।


আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) একটি সূত্রও রয়টার্সকে বলেছে, ভারত বায়োটেকের পক্ষে টিকা পরীক্ষার জন্য আবেদন করেছে। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়েছে আইসিডিডিআরবি। ভারত বায়োটেকের মুখপাত্রদের তরফ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।


এ ব্যাপারে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের এথিকস কমিটির প্রধান জাতীয় অধ্যাপক ডা. শাহলা খাতুন বিবিসি বাংলাকে বলেন, ভারতীয় এ কোম্পানির টিকা নিয়ে ট্রায়ালের আবেদন তাদের কমিটিতেই আসবে। সেখানে তারা পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিয়ে তাঁদের মতামত জানাবেন। তবে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষই নেবে।

উৎস ঃ প্রথম আলো