২১ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ৩:৪২

জন্মনিবন্ধন ছাড়া উপবৃত্তি পাবে না প্রাথমিকের শিক্ষার্থীরা

প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির অর্থ পাওয়ার প্রধান শর্ত হিসেবে জুড়ে দেয়া হয়েছে জন্মনিবন্ধনের বিষয়টি। এখন থেকে এই জন্মনিবন্ধন ছাড়া কোনো শিক্ষার্থীই উপবৃত্তির অর্থ পাবে না। গতকাল বুধবার প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে এ সংক্রান্ত তথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে। সূত্র জানায়, এখন থেকে প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তি পেতে জন্মনিবন্ধন সনদ বাধ্যতামূলক করা হয়েছে। উপবৃত্তির জন্য তথ্য এন্ট্রির সময় জন্মনিবন্ধন সনদ সংযুক্ত করতে হবে। নতুবা আবেদন সম্পন্ন করা সম্ভব হবে না।

গতকাল বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক মো: ইউসুফ আলী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মাঠ পর্যায় থেকে কিছু সমস্যার কথা প্রকল্প কার্যালয় অবগত হয়েছে। ইতোমধ্যে জন্মনিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি জানিয়েছেন... 

https://www.dailynayadiganta.com/last-page/557229