১৪ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ৯:৩৭

তাপমাত্রা নামছে নিচের দিকে : রাজশাহী রংপুরে শৈত্যপ্রবাহ

তাপমাত্রা নামছে নিচের দিকে। রাজশাহী ও রংপুর বিভাগের কয়েকটি অঞ্চলে চলছে শৈত্যপ্রবাহ। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রাও হ্রাস পাচ্ছে। গতকাল বুধবার বিকেল থেকেই তা অনুভব করা যাচ্ছিল। প্রায় এক সপ্তাহের ওপরে তাপমাত্রা তুলনামূলক উষ্ণ থাকায় রাজধানীর ফুটপাথের গরম কাপড়ের বাজারে কোনো ভিড় ছিল না। কিন্তু গতকাল বিকাল থেকে ফুটপাথে ভিড় লেগে যায়। নতুন করে গরম হয়ে পড়ে গরম কাপড়ের মার্কেট।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল নওগাঁ জেলার বদলগাছীতে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। মূলত উপমহাদেশের উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের বিহার, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বিরাজ করছে। এই উচ্চচাপ বলয় সাধারণত পশ্চিমবঙ্গ অঞ্চল পর্যন্ত বিস্তার লাভ করে। ঠাণ্ডা হাওয়ার মাত্রা বেড়ে গেলে তখন তা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলেও বিস্তৃত হয়ে থাকে। তখন বাংলাদেশের নির্দিষ্ট কিছু অঞ্চলে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যায়।

চলতি শীত মৌসুমে এই প্রথম উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজশাহী ও রংপুর বিভাগের অঞ্চলগুলোতে তাপমাত্রা কমেছে। আজ বৃহস্পতিবার উত্তর-পশ্চিমাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা গড় মাত্রা কিছুটা কমার পূর্বাভাস রয়েছে।

আবহাওয়াবিদ আনোয়ারুল কুদ্দুস জানিয়েছেন, চলতি এই শৈত্যপ্রবাহ দীর্ঘস্থায়ী হবে না। কারণ ভারতের কলকাতার দিকে ঠিক এ মুহূর্তে একটি স্থল লঘুচাপ বিরাজ করছে। ফলে কিছু মেঘ সাগর থেকে উঠে আসছে। এই মেঘের গতি ঘণ্টায় প্রায় ৬০ থেকে ৭০ কিলোমিটার। এটা শেষ পর্যন্ত উত্তর-পূর্ব দিকে প্রবাহিত হতে পারে। বাংলাদেশের আকাশে এই মেঘটা আসতে ৪ থেকে ৫ দিন সময় লাগতে পারে। আনোয়ারুল কুদ্দুস বলেন, মেঘ চলে এলে ধীরে ধীরে তাপমাত্রা বেড়ে যাবে।

আবহাওয়াবিদ আনোয়ারুল কুদ্দুস এ বিষয়ে বলেন, উপমহাদেশের উচ্চচাপ বলয় সৃষ্টি হলে তা আনুভূমিকভাবে (হরাইজন্টালি) বিস্তৃত হয়। ফলে ঠাণ্ডা বায়ু প্রবাহ চার দিকে ছড়িয়ে পড়ে। ঠাণ্ডা বায়ু নিচের দিকে প্রবাহিত হয় বলে শৈত্যপ্রবাহের সৃষ্টি হয়ে থাকে। এই সময়ে ঊর্ধাকাশে জেট উইন্ডও কিছুটা নেমে আসে নিচে। এই মূহূর্তে জেট উইন্ড রংপুরের আকাশে প্রবাহিত হচ্ছে ঘণ্টায় প্রায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার বেগে।
আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, সৈয়দপুর ও কুড়িগ্রাম অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ এই অঞ্চলগুলোতে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি আশপাশের আরো কিছু অঞ্চলে বিস্তার লাভ করতে পারে।

গতকাল সকালের দিকে ঢাকার বাতাসে প্রচুর আর্দ্রতা ছিল। ফলে সকালে তাপমাত্রা কিছুটা সহনীয় মাত্রায় ছিল। কিন্তু বিকেল গড়াতেই আর্দ্রতার পরিমাণও কমে যায়। ফলে বেড়ে যায় শীতের মাত্রা। গতকাল সকালে ও বিকেলে রাজধানীতে আর্দ্রতা ছিল যথাক্রমে ৮৫ ও ৫৬ শতাংশ। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

https://www.dailynayadiganta.com/first-page/555645